05/08/2024                                                                            
                                    
                                                                            
                                            ১. শেখ হাসিনা যদি পালিয়ে নাম যেয়ে পদত্যাগ করতো মানুষের কাছে এতটুকু হলেও একটু সম্মান থাকতো।
২. আর্মির রোল প্রশ্নবিদ্ধ কারন তারা পুরো বিষয়টা চাইলে আরো সুন্দর করে ট্যাকেল করতে পারতেন। গনভবন, সংসদভবন রক্ষা করে সুন্দর করে ক্ষমতা স্থানান্তর করতে পারতেন।
৩. দেশের পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা নাই, এখানে অরাজকতার একটা সম্ভাবনা আছে এবং হচ্ছে। এক্ষেত্রে আর্মির ভূমিকা কি?
৪. সংখ্যালঘুদের উপরে আক্রমন তীব্র নিন্দা জানাচ্ছি এটা কোন ছাত্রের এজেন্ডা না, এটা রাজনৈতীক এজেন্ডা। এতে সমস্যা বাড়বে বই কমবে না।
৫. সরকারবিরোধিী কথা বললে রিস্ক ছিল জেলে যাবার তাই মনে মনে ঘৃ। * না থাকলেও অনেকে মুখে বলে নাই, লেখে নাই মানলাম। কিন্তু এই নেক্কারজনক ঘটনা যারা সাপোর্ট করেছেন, যুক্তি দিয়েছেন, তারা রাজাকার। তাদের বর্জন করুন। এদের চেহারা পরিবর্তন হতে সময় লাগে না।
৬. দেশ স্বাধীন হওয়া মানে ভাংচুর, জ্বালাও পোড়াও না যারা করছেন খুব অন্যায় করছেন। আর যারা দেখে কিছু বলছেন না তাঁরাও।
৭. সংসদ ভবনে গা * জা খাবার ভিডিও বা গনভবনে ভাংচুর আর হাসিনার শাড়ি এনে ফেইসবুকে দেয়া কারো ভালো লাগলেও আমার লাগছে না। এই সরকার কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ির জন্য পতন হলো এটা মাথায় রাখবেন।