সত্য মিথ্যা ৯৯

সত্য মিথ্যা ৯৯ Actually I want to inform people abou the truth and always be happy
(4)

Iconic
14/08/2025

Iconic

05/08/2025

স্বাধীনতা সব সময় খুব খুশির,খুব উপভোগের হয়,
কিন্তু সেটা নিরীহ, দিন মজুর,খেটে খাওয়া,নিম্ন চাকরি জীবিদের জন্য নয়,
স্বাধীনতা আসলে তারাই ভোগ করে যারা ক্ষমতার অপব্যবহার কারী, চোর,চাঁদা বাজি,চেয়ারধারী,সুবিধাবাদী, তেলবাজ,জুলুমকারী,যারা মানুষের পেটে লাথি মারতে এক বার চিন্তা করেনা,যারা লোভি, হিংসুক,যারা নিরীহ মানুষের জীবন, রিজিক নিয়ে টানা টানি করে পরিবারকে রাস্তায় নামায়, আর তাদের আত্মীয় স্বজনের পেট ভরাই। মানবিকতা, মনবতার চবক তারাই বেশি দেয়,আবার তারাই তার বিপরীতে কাজ করে, তারাই প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করে।
আমরা স্বাধীনতার স্বাদ নিই খোলা আকাশের দিকে থাকিয়ে। মহান রবই আমাদের স্বাধীনতা স্বাদ দিবেন সেইদিন,যেইদিন তোমাদের অন্যায়, জুলুমের চুল ছেড়া বিচার হবে।

16/07/2025

What the solution,,,,?

12/07/2025
27/06/2025

সাংবাদিক: “আপনি আপনার প্রাক্তন প্রেমিকা ইরিনা শায়েককে কেন ছেড়ে দিলেন?”

ক্রিশ্চিয়ানো রোনালদো:
“একদিন সে আমাকে বলল: ‘তুমি যেখানেই যাও, সবসময় তোমার মাকে সঙ্গে নিয়ে যাও? তোমাকে এখন বেছে নিতে হবে—আমি না তোমার মা।’
সে কথাটা বলেছিল খুব দৃঢ়তা আর রাগ নিয়ে। তখনই আমি সিদ্ধান্ত নিই, আমি তাকে চিরদিনের জন্য ছেড়ে দেব।

আমি কখনোই আমার মাকে ত্যাগ করবো না—কোনো নারীর জন্য নয়, এই পৃথিবীতে না, এমনকি এর বাইরেও না।
আর আমি কোনোদিনই আমার এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হইনি।

যদি কোনো নারী তোমার মাকে গ্রহণ না করে, তাহলে তুমি ভুল মানুষের সঙ্গে আছো।

তুমি জানো কে আমার পাশে ছিল যখন আমি কিছুই ছিল না?
তুমি জানো আমার মা কতটা ত্যাগ স্বীকার করেছেন আমাদের খাবার জোগানোর জন্য?
তিনি কাপড় ধুয়েছেন, টয়লেট পরিষ্কার করেছেন, বাগান আর অন্যের বাড়ি পরিষ্কার করেছেন — শুধুমাত্র আমাকে একটা খাতা বা একটা ফুটবল বুট কেনার জন্য।

আজ আমি চাই আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য লড়তে।
তিনি সবসময় আমার সঙ্গে থাকবেন, আমি যেখানে যাই না কেন।”
Collected,,

26/06/2025

পৃথিবীতে একমাত্র আপনিই (নিজে) ঠিক নাই বাকি সবাই ঠিক। আপনাকেই বুঝতে হবে,আপানকেই মানতে হবে, ক্ষমতাকে সেটা ( বৈধ,বা অবৈধ) অপরাধকে প্রশ্ন করা যাবেনা, যে যাই কারুক,যাই বলুক, যেটা করে সেটাই ঠিক,
শুধু হ্যা, বলতে পারলেই সব ভালো চলে, না হয় আগুন জলে তলে তলে।

20/06/2025

আর নয় নগদ বিকাশ, এবার চলবে এমক্যাশ

19/06/2025

তাজা খবর,
আজকে সরাসরি হিযা,,,,,র ওল এর স্টক এক্সচেঞ্জের ভবনে আঘাত হেনে তা বিধ্বস্ত করে দিছে ইরানি মিসাইল 🔥

16/06/2025

সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছিল ১৯৭৫ সালের এই দিনে। এর পরিবর্ত সময়ে দীর্ঘ কয়েক বছর ধরে আবারও সংবাদপত্র একটা নির্দিষ্ট গন্ডীর মধ্যে আবদ্ধ ছিল এবং ক্ষমতাবানদের হাতে গুড়ির লাটায়ের মত ছিল,কিন্তু সোশাল মিডিয়ার মধ্যেমে দুয়েক লাইন লেখা যেত,সেটাও এক সময় আয়না,,, ভয়ে এক লাইন লিখতে গেলে দশ বার মুছে দেওয়া লাগতো,মুক্ত চিন্তা ও বিবেককে বন্দী ছিল। এছাড়াও নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চলমান ছিল। সত্য উচ্চারণ করলেই নেমে আসত নির্যাতনের খড়গ। এবং
আমাদের মাথায় ছিল ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি এ্যাক্টের মতো একের পর এক ‘ড্রাকোনিয়ান আইন’।
কিন্তু এখন কিছু কিছু সংবাদপত্র ও টেলিভিশন মিডিয়ার খবর দেখলে মনে হয় তারা বন্দি আমল,তোষামোদি আমলের সময়ে সব চেয়ে ভালো ছিল,তাদের কাছে সংবাদমাধ্যমের স্বাধীনতা,নিরপেক্ষতা ভালো লাগেনা,হলুদ মিডিয়া, গুলো এখনো তাদের আসল রুপে আছে,শয়তানের পূজা তাদের এক মাত্র ধর্ম। তাদের দেশের প্রতি না
আছে দায়বদ্ধতা না আছে দেশপ্রেম,
মুসলিমদের সব চেয়ে বড় শত্রু হলো ,দেশদ্রোহিতা,মোনাফেকি, ক্ষমতার লোভ দেশ বিক্রি, আর মির্জাফরি করা। এইসব থেকে আমরা কি আদৌও মুক্ত হতে পারব?

ইয়্যা বন্ধন, পেয়ারকা  বন্ধন হ্যা,,তবে এইটার প্রতিবাদে  দক্ষিণ জেলা বিএনপির মিছিল বের।
12/06/2025

ইয়্যা বন্ধন, পেয়ারকা বন্ধন হ্যা,,তবে এইটার প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির মিছিল বের।

Address

Sheikh Mujib Road
Tangail
1996

Telephone

+8801855911908

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য মিথ্যা ৯৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share