03/06/2025
কুমদিনী হাসপাতাল,মির্জাপুর,টাঙ্গাইল
নিজের চোখে না দেখলে বিশ্বাস ই করতাম না...এইদিন আমি ও আমার X-ray করাইতেগেছিলাম আর গিয়ে যা দেখলাম।
এই X-ray report টা একজন মধ্যবয়স্ক ব্যক্তির। যিনি হাসপাতালে আসেন শরীর ব্যাথা নিয়ে। আর তারপর তার X-ray করানোর পর X-ray report এ অনেকগুলা সুই দেখা যায়।
ব্যক্তিটির শরীরের আলাদা আলাদা যতগুলা অংশের X-ray করানো হয়েছিল সবগুলাতেই এরকম সুই পাওয়া গেছে। এমনকি শরীরের কিছু কিছু অংশ যেমন হাত, পা তে সুইগুলা হাত দিয়ে ছুয়ে অনুভব করা যায়।রোগীর স্কিন কোনোরকম কা-টাকুটি, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া ইত্যাদি কিছুই ছিল না।
রোগীকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে সে কিভাবে এগুলা শরীরে ঢু-কিয়েছে। রোগী প্রত্যেকবারই উত্তর দিয়েছে আমি এগুলা ঢুকাইনি নিজের ইচ্ছাই। রোগীর বক্তব্য অনুসারে তার কোনো শত্রু নাকি কালো জাদু(Black magic) এর মাধ্যমে এই সুইগুলা তার শরীরে ঢুকিয়েছে। খুবই জ-গ-ন্য একটা কাজ 🙂