Sabira's Fun World

Sabira's Fun World Pray for us.
(2)

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থা...
18/06/2025

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি।”

আয়াতুল্লাহ খামেনি

17/06/2025

মি.ট্রাম্প আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন
বাণীতে ইরান।

06/06/2025

সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ যেন এই ঈদ আপনাদের সবার জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও অফুরন্ত রহমত।
ঈদ মোবারক!"

নির্জনরাত..! গাঢ় অন্ধকার…! চার দিকে কুয়াশা।ঝি,ঝি পোকারা ডাকছে ঝিঝি করে। রাতের এই অন্ধকারে আপনি পড়ে আছেন বাশঁ বাগানের কোন...
04/06/2025

নির্জনরাত..! গাঢ় অন্ধকার…! চার দিকে কুয়াশা।
ঝি,ঝি পোকারা ডাকছে ঝিঝি করে। রাতের এই অন্ধকারে আপনি পড়ে আছেন বাশঁ বাগানের কোন এককোণে।
সবে কিছুদিন হলো আপনাকে কবর দেওয়া হয়েছে। কাঁচা বাশের বেড়া! কবরের উপর কয়েকটি খেজুর গাছের পাতাও দিয়ে রেখেছে ।

নির্জন এই অন্ধকার কবরে শুয়ে আছেন আপনি,
নিস্তব্দ কবরটিতে টু মাত্র শব্দ নেই। নেই ভাঝ ভাঙ্গা আওয়াজ। এভাবেই একাকী পড়ে থাকবেন যুগের পর যুগ ধরে।
হয়তোবা কেউ ক্ষণিকের জন্য মোনাজাতে স্মরণ করবে।

কেউ কি আছে এই মৃত্যুকে অস্বিকার করে.? এমনকি মৃত্যুর এ মহড়া থেকে রেহায় পেয়ে যাবে.?
কে আছে যে মৃত্যুর এই বাস্তব বিধানকে এড়িয়ে যাবে.?

হায় মৃত্যু তবুও ভুলে যায় আমরা।
চিরন্তন বাস্তব বিধানকে যেন অস্বিকার করি।
মৃত্যু থেকে গাফেল আমরা। কিন্তু মৃত্যু আমাদের থেকে গাফেল নয়। আমরা মৃত্যুকে ভুলে যাই মৃত্যু আমাদের প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে।

আফসোস!

সেই কবর!
সেই নির্জনতা।
সেই একাকি।
তবুও গাফেল আমি, তবুও গাফেল আমি।----

প্রভু ______‌
আমায় হেদায়েত দাও
অতঃপর কবরের যাত্রী বানাও।
আমিন।

কুমদিনী হাসপাতাল,মির্জাপুর,টাঙ্গাইল নিজের চোখে না দেখলে বিশ্বাস ই করতাম না...এইদিন আমি ও আমার  X-ray করাইতেগেছিলাম আর গি...
03/06/2025

কুমদিনী হাসপাতাল,মির্জাপুর,টাঙ্গাইল
নিজের চোখে না দেখলে বিশ্বাস ই করতাম না...এইদিন আমি ও আমার X-ray করাইতেগেছিলাম আর গিয়ে যা দেখলাম।

এই X-ray report টা একজন মধ্যবয়স্ক ব্যক্তির। যিনি হাসপাতালে আসেন শরীর ব্যাথা নিয়ে। আর তারপর তার X-ray করানোর পর X-ray report এ অনেকগুলা সুই দেখা যায়।

ব্যক্তিটির শরীরের আলাদা আলাদা যতগুলা অংশের X-ray করানো হয়েছিল সবগুলাতেই এরকম সুই পাওয়া গেছে। এমনকি শরীরের কিছু কিছু অংশ যেমন হাত, পা তে সুইগুলা হাত দিয়ে ছুয়ে অনুভব করা যায়।রোগীর স্কিন কোনোরকম কা-টাকুটি, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া ইত্যাদি কিছুই ছিল না।

রোগীকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে সে কিভাবে এগুলা শরীরে ঢু-কিয়েছে। রোগী প্রত্যেকবারই উত্তর দিয়েছে আমি এগুলা ঢুকাইনি নিজের ইচ্ছাই। রোগীর বক্তব্য অনুসারে তার কোনো শত্রু নাকি কালো জাদু(Black magic) এর মাধ্যমে এই সুইগুলা তার শরীরে ঢুকিয়েছে। খুবই জ-গ-ন‍্য একটা কাজ 🙂

Address

06
Tangail
1945

Alerts

Be the first to know and let us send you an email when Sabira's Fun World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabira's Fun World:

Share