Al Bahar - আল বাহার

Al Bahar - আল বাহার ব্যস্ত জীবনের সহজ সমাধানে বিশ্বস্ত সহযোগী

28/10/2025
28/10/2025

প্রকাশ্যে ধূম"পান নি*ষিদ্ধ করল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, আলহামদুলিল্লাহ৷

24/10/2025
দুর্গাপুরবাসী আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি—এই চরম অন্যায়ের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন!সুসং দুর্গাপুরের সুতিয়াপাড়া গ্রা...
19/10/2025

দুর্গাপুরবাসী আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি—এই চরম অন্যায়ের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন!

সুসং দুর্গাপুরের সুতিয়াপাড়া গ্রামের মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ সাহেব। তিনি তাঁর বৈধ স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় অবস্থান করছিলেন। এ সময় এলাকার তিনবারের মেম্বার, যিনি একজন পরিচিত আওয়ামী লীগ নেতা, আরও একজন বিএনপি-সমর্থক ব্যক্তি এবং তাঁদের সঙ্গে আরও একজন—এই তিনজন মিলে গাঁজা সঙ্গে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে মোটরসাইকেল রাখার অজুহাত দেখায়।

পরে রাত দুইটার দিকে হুজুরের কক্ষে গিয়ে ১৫ হাজার টাকা দাবি করে। কেন এই টাকা দাবি করা হলো, সে বিষয়ে হুজুর নিজেও কিছু জানেন না।

অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মারধর করা হয়। এমনকি তাঁর স্ত্রীর পর্দা সরিয়ে মুখ দেখতে বাধ্য করা হয়, চেহারা দেখে ভিডিও ধারণ করে!

সারারাত নির্যাতনের পর ফজরের নামাজ আদায় করতেও দেওয়া হয়নি। পরদিন বিষয়টি এলাকায় জানানো হলেও কেউ বিচার করেনি।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে বিচারের আওতায় আনুন।
(সূত্র: রফিকুল ইসলাম মাদানী)

কওমী মাদরাসায় তালিম মজবুত করার চেয়ে তারবিয়াহ মজবুত করা এখন সময়ের দাবী। দায়িত্ব নিতে হবে বেফাককে।কওমী মাদরাসার লেখাপড়া যথ...
19/10/2025

কওমী মাদরাসায় তালিম মজবুত করার চেয়ে তারবিয়াহ মজবুত করা এখন সময়ের দাবী। দায়িত্ব নিতে হবে বেফাককে।

কওমী মাদরাসার লেখাপড়া যথেষ্ট উন্নত। কিন্তু তারবিয়াহ একেবারে ভেঙ্গে পড়েছে বলে আমার কাছে মনে হয়। আর তাযকিয়াহ তো টোটালই নেই। আমাদের ফারাগাত তো বেশিদিন হয়নি। কিন্তু আমাদের ছাত্র যামানায়ও তো উস্তাযের সাথে বে-আদবী করা কল্পনাও করতে পারতাম না আমরা। উস্তাযদের মাঝে কোনো আভ্যন্তরিন ইখতেলাফ থাকলে, নিজেদের নাক গলানোর চেষ্টা করতাম না। কিন্তু এই স্বল্প সময়ের মাঝে কী থেকে কী হয়ে গেলো?

মাদরাসার আভ্যন্তরিন এসব বিষয়াদী ভালো না লাগলে মাদরাসা চেঞ্জ করে আবু তাহের মিসবাহ সাহেব (আদীব হুজুর)-এর মতো কোনো মাদরাসায় যাওয়া উচিত। কিন্তু, কোনো উস্তাযের সাথে আদব বিবর্জিত আচরণ কল্পনায় আনাও তো উচিত নয়। কিছু ছাত্ররা নিজেদের পাক্কা ঈমানদার মনে করে, হক্বের ঝান্ডাবাহী ভাবসাব নিয়ে অন্যায়ের প্রতিবাদে নিজেকে বড্ড প্রতিবাদী কণ্ঠস্বর মনে করে উস্তাযদেে সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। কিন্তু, এতে যে তার ইলমের নিয়ামত তার নসীব থেকে আজীবনের মতো সরে যায়, সে বুঝতেও চায় না। নেক সুরতে ধোকা খায় আরকি।

সম্প্রতি সময়ে আমাদের অঙ্গনে আদবের জায়গাটা একেবারেই ভেঙ্গে পড়েছে। এমনকি উস্তাযদের মাঝে আভ্যন্তরিন ইখতিলাফে ছাত্ররাও জড়িয়ে পড়ছে। আমি বুঝি না, উস্তাযরাও কীভাবে পারেন এটা? যারা ছাত্রদের শেখাবে ফিতনামুক্ত জিবন গঠণের ইতিহাস, সেই তারাই যদি নিজেদের আভ্যন্তরিন ফিতনায় ছাত্রদেরকে উস্কে দেয়, তাহলে জেনে রাখুন–নিঃসন্দেহে তিনি ছাত্রদের খায়েরখাহ নন। মুহতামিম সাহেবের উচিত, সেই উস্তাযকে দ্রুত বরখাস্ত করা। নইলে ঐ এক উল্লু-ই পুরো মাদরাসার চিত্র নোংড়া করে ফেলবে।

ইদানিং ফেসবুকে ছাত্রদের লেখালেখির ধরণ দেখলে আফসোস হয়। এসব-ই আমাদের ছাত্রদের রূপ! কওমী ছাত্রদের লেখা থেকে নূর বিচ্ছুরিত হওয়ার কথা, কিন্তু সেটা কী হচ্ছে? কারো কোনো স্ক্যান্ডেল ভাইরাল হলে, আমাদের ছাত্রদের কমেন্টস দেখলে বমি আসার উপক্রম হয়। এমনটাই কি হওয়ার কথা ছিলো?

বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ কী এ ক্ষেত্রে দায় এড়াতে পারেন? শুধু পরীক্ষার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ করা অযৌক্তিক। হাটহাজারীতে ঝামেলা হলো, পটিয়াতেও হলো, প্রত্যেকটা মাদরাসায় এই আন্দোলনকারী গ্রুপ তৈরি হলো। কিন্তু, এরপরও বেফাকের দায়িত্বশীলদের টনক নড়েনি। কোনো কার্যকারি উদ্যোগ গ্রহণ করা হয়নি। কেন? এগুলো ঠিক করা কী বেফাকের কোনো দায়িত্ব নয়? তাদের দায়িত্ব কী শুধুই পরীক্ষা নিয়ন্ত্রণ? তালিম, তাযকিয়্যাহ, তারবিয়্যাহ এক কথায় পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে তাদের ভাবা উচিত। তা না হলে এই ছাত্ররাই কিয়ামতে তাদের কলার ধরবে। লিখে রাখুন।

বেফাককে এ্য|টাক করে কথা বলা আমার মাকসাদ না। আল্লাহর ওয়াস্তে দায়িত্বশীলগণ আমাকে ক্ষমা করবেন। কিন্তু অনুরোধ থাকবে–বাচ্চাদের নিয়ে আপনারা একটু ভাবুন। গভীরভাবে ভাবুন। আপনাদের একটু ফিকির পুরো কওমী জগতটা আলোকিত হতে পারে।

12/10/2025

টাঙ্গাইল ঢাকা বিভাগ ছিল, আছে, থাকবে, এর ভিতর কোন কম্প্রোমাইজ হবে না। প্রোয়োজনে গত আন্দোলন গড়ে তোলা হবে।

পোশাক জিনিসটা 'সাহসী' হয় কীভাবে? কী বুঝাতে চেয়েছে, আপনারা বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পোশাককে সাহসী বলার কারণ বা মাপ...
09/10/2025

পোশাক জিনিসটা 'সাহসী' হয় কীভাবে?
কী বুঝাতে চেয়েছে, আপনারা বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পোশাককে সাহসী বলার কারণ বা মাপকাঠিটা কী? 'পোশাক' ছোট হলেই সাহসী হয়ে যায়? তাহলে তো সব আন্ডার-গার্মেন্ট ও ছোট সাইজের পোশাককেই সাহসী পোশাক বলতে হয়। ওই জাতীয় দোকানে গিয়ে বলতে হবে, 'দুইটা সাহসী পোশাক দেন; একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য'। নির্দিষ্ট ধরনের দোকান কিংবা দোকানের নির্দিষ্ট কর্নারকে সাহসী পোশাকের দোকান অথবা দোকানের সাহসী কর্নার বলতে হবে। অর্থ ও মর্ম যদি এটাই হয় তাহলে তো শব্দ সহজ হয়ে গেল।

আসলে চিন্তা রুচি ও মূল্যবোধ পচে গেলে শব্দের প্রয়োগ এমন হয়। বেহায়া বেশরম জিনিসকে, বিষয় ও আচরণকে সাহসী বলতে থাকে। এটার অবশ্য একটা দীর্ঘমেয়াদী প্রভাবক উদ্দেশ্য থাকে। তরুণ প্রজন্মের নারী-পুরুষের মন-মগজে পোশাকের বিশৃঙ্খলাটাকে সহনীয় করা, জনপ্রিয় করা। একটা দুটা নয়, আধুনিক পশ্চিমাসক্ত গণমাধ্যম ও ভাষার এটাই চরিত্র। আপনার আমার অনুভূতি, চিন্তা ও জীবনকে শব্দের খেলায় খেলায় বয়ানে বয়ানে নর্দমার দিকে নিয়ে যাওয়া। হায়া শরম ও সুস্থতার প্রতি সহজাত অঙ্গীকারটাকে নষ্ট করে দেওয়া। এখাতে তাদের কাজ অনেক সাফল্যও কম না।

এগুলো ধরতে পারতে হবে। নির্দিষ্ট কোনো নারী কিংবা পুরুষকে তীব্রভাবে ঘায়েল করাটা হয়তো ঠিক না। তবে সামগ্রিকভাবে সংকট, সংকটের সমর্থক পরিবেশ, প্রণোদনা, প্রভাব- এ বিষয়গুলোকে চিহ্নিত করা ও পর্যালোচনায় নিয়ে আসা দায়িত্বশীলদের কাজ। চিন্তা ও পছন্দের সুস্থতা না থাকলে সমাজের চলমান ও আগামীর সংস্কৃতি ও জীবনধারা সুস্থ থাকবে না।

আল্লাহ তাআলা সবাইকে বুঝ দিন এবং দ্বীন ও সুস্থতার সঙ্গে বাঁচার তাওফিক দিন।

08/10/2025

Address

Tangail
Tangail
1960

Alerts

Be the first to know and let us send you an email when Al Bahar - আল বাহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Bahar - আল বাহার:

Share