জোড়দিঘী টাইমস/ Jordighi times

জোড়দিঘী টাইমস/ Jordighi times Our main goal is to spread the truth to the people. Jordighi times is a social news medium. By this we will always publish news with truth and justice.

20/04/2025

রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হ/ত্যা।

তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে। তারার বাবার নাম জসিম উদ্দিন। পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

09/04/2025

ভালো নেই আমাদের সাগরদিঘী।

সখীপুরে সন্তানকে বিদেশ পাঠাতে বৃদ্ধ পিতা সুরুজ্জামান সর্বস্ব তুলে দেয় আদম ব্যবসায়ী শওকত ও লিটনের হাতে। দা-লা-ল দেয় জাল...
08/04/2025

সখীপুরে সন্তানকে বিদেশ পাঠাতে বৃদ্ধ পিতা সুরুজ্জামান সর্বস্ব তুলে দেয় আদম ব্যবসায়ী শওকত ও লিটনের হাতে। দা-লা-ল দেয় জাল ভিসা।
সমাধান চাইতে গেলে বি-ষ খাইয়ে হ-ত্যা করার অভিযোগ উঠেছে দালালদের বিরুদ্ধে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভুয়াইদ/ভাতগড়া গ্রামে।

শহিদুল ইসলাম (শহীদ মেম্বার) আইসিইউতে আছেন এবং বেঁচে আছেন উনার অবস্থা খুবই সংকটাপন্ন।
05/04/2025

শহিদুল ইসলাম (শহীদ মেম্বার) আইসিইউতে আছেন এবং বেঁচে আছেন উনার অবস্থা খুবই সংকটাপন্ন।

03/04/2025

সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বহেড়াতৈল ইউনিয়নের গ্রাম পুলিশকে হাতুরি দিয়ে পিটিয়েছে বখাটেরা। বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল বাজারে এ ঘটনা ঘটে।

03/04/2025

ঘাটাইলে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী।
আজ ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভালুকা উপজেলার উথুরার পার্শ্ববর্তী গ্রাম কাহালগায়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আশিক ও মিনহাজ নামের ২ বন্ধু নি**হ**ত, ১ জনের অ...
31/03/2025

ভালুকা উপজেলার উথুরার পার্শ্ববর্তী গ্রাম কাহালগায়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আশিক ও মিনহাজ নামের ২ বন্ধু নি**হ**ত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

30/03/2025

ফুলমালীর চালা গ্ৰামবাসির ঈদের নামাজের সময়সূচী:
#জোড়দিঘী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ৮.৩০ মিনিট।
#ফজরগঞ্জ জামে মসজিদ সকাল ৯.০০ মিনিট।
#হাজীপাড়া কলেজ মসজিদ সকাল ৯.০০ মিনিট।

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চ...
30/03/2025

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ঈদুল ফিতর উপলক্ষে ঘাটাইল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।
30/03/2025

ঈদুল ফিতর উপলক্ষে ঘাটাইল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।

30/03/2025

ঘাটাইল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাগরদিঘী তমা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।

Address

Tangail
1984

Alerts

Be the first to know and let us send you an email when জোড়দিঘী টাইমস/ Jordighi times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জোড়দিঘী টাইমস/ Jordighi times:

Share