sabuj

sabuj ꧁🅆🄴🄻🄲🄾🄼🄴꧂
༊༎হ্যাঁ আমি প্রচুর ভদ্র༊༎�
༊সেটা༎রক্ত༎গরম༎হওয়ার༎আগে༎পর্যন্তლ࿐




ভারতের মানুষদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তারা বলেছিল দ্বিখন্ডিত ভারত দেখতে চাই এবং সেটা আমাদের মাননীয় প্রধান মন্ত্রী সফল...
27/06/2024

ভারতের মানুষদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তারা বলেছিল দ্বিখন্ডিত ভারত দেখতে চাই এবং সেটা আমাদের মাননীয় প্রধান মন্ত্রী সফল করে দিচ্ছেন আর আমরা শুধু আঙুল চুষছি ।বাংলাদেশ বলতে আমাদের কাছে থাকবে শুধু ঢাকা ,চট্রগ্রাম আর খুলনা ।সেটাও দেখবেন কবে রোহিঙ্গারা দখল করে নিবে।

মাওলানা ভাসানী বলেছিলেন, " আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলা...
25/06/2024

মাওলানা ভাসানী বলেছিলেন, " আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।
বর্তমান মানচিত্র বর্তমানে হুমকির সম্মুখীন ,, ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না,যেটা চিরন্তন সত্য কথা ।

বয়কটের কথা আমরা ভুলেই গিয়েছিলাম তারা আমাদেরকে মনে করে দিলো।"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবা...
11/06/2024

বয়কটের কথা আমরা ভুলেই গিয়েছিলাম তারা আমাদেরকে মনে করে দিলো।

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।

প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?

শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?

আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।

অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।

সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।

যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই।

- সাদিকুর রহমান খান

🤧🤣🥱আফ্রিকার কোন এক দেশের পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার...
26/05/2024

🤧🤣🥱
আফ্রিকার কোন এক দেশের পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।

শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’


লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’

ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’

ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’

দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।

এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ম এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।😂😂
(কি বুজলেন?)🐸

(অন্তর্জালে কুড়িয়ে পাওয়া) 🤣🤣

বাঙালি সব পারে 💩
18/12/2023

বাঙালি সব পারে 💩

30/10/2023

সিজারিয়ান অপারেশনের পর ২৪ হাজার ৫০০ টাকা দিতে ব্যর্থ হওয়ায় নবজাতকের বিনিময়ে নার্সিং হোমের বিল পরিশোধ করেছেন অসহ....

Inshallah 😢
14/10/2023

Inshallah 😢

Inshallah one day free philistine 😢
13/10/2023

Inshallah one day free philistine 😢








Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when sabuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share