Basail Crush & Confession

Basail Crush & Confession Life is too short to love your soulmate. So don't waste your time, Take a risk now!!

 From: টাংগাইলের নতুন ভুতের গলিতে প্রথম দেখাTo: 🌸 Jannatul Mawa🌸প্রথম যেদিন তোমাকে দেখি, তোমার চমৎকার হাসিটা যেন আমার মন...
27/10/2025


From: টাংগাইলের নতুন ভুতের গলিতে প্রথম দেখা
To: 🌸 Jannatul Mawa🌸

প্রথম যেদিন তোমাকে দেখি, তোমার চমৎকার হাসিটা যেন আমার মনটা একদম কেরে নিয়েছিল। তোমার মায়াবী চোখের পলক আমাকে পাগল করে দিয়েছে। তোমার শিশুসুলভ কথা, সরল আচরণ—সবকিছুই আমার মনে এক অজানা টান তৈরি করেছে।

সবশেষে শুধু একটা কথাই বলতে চাই—
তুমি আমাদের বাসাইল শহরের না হলেও, আমাদের বাসাইল উপজেলার সবচেয়ে সুন্দর ইউনিয়নের সবচেয়ে সুন্দর মেয়ে।
আমি শুধু তোমাকেই চাই… 💖

 From: তোমার অচেনা কেও একজনTo: Era Moniতোমার ভাইরাল ভিডিওটা দেখার পর থেকেই তোমার প্রতি এক অদ্ভুত ক্রাশ খেয়ে বসেছি। তোমার...
26/10/2025


From: তোমার অচেনা কেও একজন
To: Era Moni

তোমার ভাইরাল ভিডিওটা দেখার পর থেকেই তোমার প্রতি এক অদ্ভুত ক্রাশ খেয়ে বসেছি। তোমার হাসি, সেই আত্মবিশ্বাসী মুখ, আর মেয়েটার চুল টেনে তারপর হাসিমুখে ফিরে আসাটা—সবকিছুই যেন অন্যরকম একটা আকর্ষণ তৈরি করেছে।
আমি সব সময়ই চেয়েছি আমার বউ বা গার্লফ্রেন্ড একটু গুন্ডা টাইপ, মারামারিতে এক্সপার্ট হোক।
শেষ কথা—আমি তোমাকেই চাই, শুধু তোমাকেই। ❤️

26/10/2025

কনফেশন না দিয়েই যদি পছন্দের মানুষ পাওয়া যেত, তাহলে ভালোবাসার মূল্যটা থাকতো কোথায়?
সবাই চায় সহজে পেয়ে যেতে, কিন্তু যাকে সত্যি মন থেকে চাওয়া হয়—তাকে পাওয়ার পথে একটু অপেক্ষা, একটু ভয়, আর অনেক সাহস লাগে।
যে সহজে মেলে, সে সহজেই হারায়…
কিন্তু যাকে পেতে কনফেশন দিতে হয়, সেই মানুষটাই থাকে সবচেয়ে গভীরে 💌

হয়তো সবাই খেয়াল করেনি, কিন্তু একটা শাফি নামের এক্টা বোকাচোদা আছে  — যে প্রতিটা মেয়ের কনফেশনে একই কমেন্ট করে! সালার  ছেসর...
25/10/2025

হয়তো সবাই খেয়াল করেনি, কিন্তু একটা শাফি নামের এক্টা বোকাচোদা আছে — যে প্রতিটা মেয়ের কনফেশনে একই কমেন্ট করে! সালার ছেসরানির লিমিট থাকা দরকার 🤣”

 From: তোমার সাথে কোনো এক সকালের যাত্রার সঙ্গীTo: Jannatul Mawa🌸সকালের রোদটা যেমন নরম আর শান্ত, ঠিক তেমনি তুমি — এক অদ্ভ...
20/10/2025


From: তোমার সাথে কোনো এক সকালের যাত্রার সঙ্গী
To: Jannatul Mawa🌸

সকালের রোদটা যেমন নরম আর শান্ত, ঠিক তেমনি তুমি — এক অদ্ভুত প্রশান্তির নাম। তোমার হাসিটা যেন রোদে ভেজা শিশিরের মতো, চোখে পড়লেই মনটা হঠাৎ থেমে যায়। জানো, সেই যাত্রার দিনটা এখনো মনে আছে — হালকা বাতাস, ছুঁয়ে যাওয়া সূর্যের আলো, আর তুমি পাশে। মনে হয়েছিল সময়টা যদি ঠিক ওখানেই থেমে যেত!

তোমাকে দেখার পর বুঝেছি, সব গল্পের শেষটাই আসলে “তুমি” হতে পারো। তুমি যদি চাও, আমি তোমার গল্পের একটা সুন্দর অধ্যায় হয়ে থাকতে চাই — যেখানে সকাল মানেই তুমি, আর শান্তি মানেই তোমার হাসি। 🌤️

18/10/2025

কনফেশন দিতে দেরি করবেন না। সাহস করে নিজের মনের কথা প্রকাশ করুন। যত দ্রুত কনফেশন দেবেন, তত দ্রুত নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। এখনই সিদ্ধান্ত নিন — কনফেশন দিন এবং নিজের নতুন জীবনযাত্রা শুরু করুন!

16/10/2025

কি সোনামণিরা কেমন রেজাল্ট করলা জানাইলা না তো👀

 #কনফেশন_৭৮From: তোমার ফ্যানTo: Rahat Hasan Shuvoআমার মন খারাপ এর সময় তুমি হও আমার মন ভালো করার এক মাত্র কারণ। তোমার ভিড...
12/10/2025

#কনফেশন_৭৮

From: তোমার ফ্যান
To: Rahat Hasan Shuvo

আমার মন খারাপ এর সময় তুমি হও আমার মন ভালো করার এক মাত্র কারণ। তোমার ভিডিও না দেখলে আমার মন কখনোই ভালো হয় না। আমি চাই সারাজীবন তোমাকে আমার মন ভালো করার একজন করতে💝

 #কনফেশন_৭৭From:- তোমার জুনিয়র To :- Mahmuda Khan Nishaএকবার Confession দিয়ে পাত্তা পাই নাই তাই আরেকবার নিরর্থক প্রচেষ্ট...
12/10/2025

#কনফেশন_৭৭

From:- তোমার জুনিয়র
To :- Mahmuda Khan Nisha

একবার Confession দিয়ে পাত্তা পাই নাই তাই আরেকবার
নিরর্থক প্রচেষ্টা💔

 #কনফেশন_৭৬ From:🫶To: Aminul Islam Mithunতুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!একটা বিকালের গল্প হতো— বাদামের আড্ডায় ভালোবা...
02/10/2025

#কনফেশন_৭৬

From:🫶
To: Aminul Islam Mithun

তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!
একটা বিকালের গল্প হতো—
বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো
কয়েকটা বৃষ্টির গল্প হতো—
বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো!
তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো
আমাদেরও মাঝেমধ্যে সামান্য ঝগড়া হতো!
একটা নির্ঘুম রাতের গল্প হতো—
জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম।
তুমি চাইলে আমাদের একটা সংসার হতো!
একটা চিলেকোঠার মত ছোট্ট ঘর হতো—
একটা রুম, একটা সোফাসেট, একটা টিভি,
একটা আলমারি, ডাইনিং টেবিল, ইত্যাদি—
আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মত সাজানো যেত!
তুমি চাইলেই আমাদের একটা রাজকন্যা হতো!
তার নাম রাখা নিয়ে খুনসুটি হতো—
তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো—
তিনজনের ছোট্ট সংসার হতেই পারতো!
তুমি চাইলেইই সব হতো!
আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো!
কিন্তু, তুমিই চাইলে না—
তাই আজ সব হয়েও আমাদের কিছু হলো না!

 #কনফেশন_৭৫From: Secret 🫰To: Masrafi Islam Monবেশি কিছু বলতে আসি নাই এই টুকু বলবো যা করতাছো বাদ দাও।  ভালো হয়ে যাও😔
27/09/2025

#কনফেশন_৭৫

From: Secret 🫰
To: Masrafi Islam Mon

বেশি কিছু বলতে আসি নাই এই টুকু বলবো যা করতাছো বাদ দাও। ভালো হয়ে যাও😔

 #কনফেশন_৭৪From : 🫶To : Pi Tusঅপ্সরা তোমাকে আমার অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার কথা বলার ধরণ। তোমার মধ্যে ক...
23/09/2025

#কনফেশন_৭৪

From : 🫶
To : Pi Tus
অপ্সরা তোমাকে আমার অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার কথা বলার ধরণ। তোমার মধ্যে কি আছে জানি না কিন্তু তুমি কথা দিয়ে খুব সহজেই মানুষদের impress করতে পারো। আবার শোনলাম তুমি নাকি ‌basail gangster group er leader?? uffffsss নেত্রী 😘 যাই হোক তোমার সব ছবিই আমার ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার চুল 🥹। চুলের যত্ন নিয়ো এবং ভালো থেকো। 🫶
ইতি
🫶

Address

Basail
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basail Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share