Basail Crush & Confession

Basail Crush & Confession Life is too short to love your soulmate. So don't waste your time, Take a risk now!!

  86From: তোমার উপজেলার সুন্দর ছেলে ToJannatul Maua Mitutuআমি যদি জানতাম তুমি আজ বাসাইল বাসুলিয়ায় এসেছিলে, তাহলে সারাদিন...
17/11/2025

86
From: তোমার উপজেলার সুন্দর ছেলে
ToJannatul Maua Mitutu

আমি যদি জানতাম তুমি আজ বাসাইল বাসুলিয়ায় এসেছিলে, তাহলে সারাদিন তোমার জন্য অপেক্ষা করতাম।
আমি তোমাকে আমার মতো করে চাই—তুমি আমার জীবনে ‘কেও একজন’ হয়ে আসুক, এই ইচ্ছেটা আমার অনেক গভীর।
আমি শুধু তোমাকেই চাই… 💖

 From: Secret 👀To: Sohan Ahmedতুমি জানো, তোমাকে প্রথম দেখেই একটা অদ্ভুত শান্তি লেগেছিল।তোমার হাসিটা যেন পুরো পৃথিবীটাকে ...
09/11/2025


From: Secret 👀
To: Sohan Ahmed
তুমি জানো, তোমাকে প্রথম দেখেই একটা অদ্ভুত শান্তি লেগেছিল।
তোমার হাসিটা যেন পুরো পৃথিবীটাকে একটু সুন্দর করে দেয়।
প্রতিদিন ভাবি, বলবো— “তুমি আমার কাছে বিশেষ”…
কিন্তু সাহস পাই না।
আজ শুধু এটুকুই বলি— আমি তোমাকে সত্যি পছন্দ করি, মন থেকে 💫
ইতি
তোমার অপরিচিত কেউ🌺

04/11/2025

আলহামদুলিল্লাহ! বাসাইল -সখিপুর-০৮।
এডমিন🙏

 From: অপরিচিত কেউ 🙂To: Sifat Hasanআপনাকে প্রথম যেদিন দেখেছিলাম, আপনাকে অসম্ভব ভালো লেগেছিলো.. ভেবেছিলাম আর হয়তো দেখা হব...
03/11/2025



From: অপরিচিত কেউ 🙂
To: Sifat Hasan

আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম, আপনাকে অসম্ভব ভালো লেগেছিলো.. ভেবেছিলাম আর হয়তো দেখা হবে না আমাদের...তবে আপনাকে আরেক বার দেখার সৌভাগ্য আমার হয়েছিল..
আপনি আমাকে খেয়াল করেন নি,, তবে আপনার হাসি আমাকে বরাবরই মুগ্ধ করে..

ভালো লাগা ছিলো না এটা,, ভালোবাসি বলতে পারেন...
অনিশ্চিত,, পাবো নাকি.. তাবে মন থেকে চাই আপনাকে🤭

31/10/2025

কখনো অভিমান, অবাধ্য পিছুটান জানিনা কি কষ্টে এই অবেলায়।

 From: টাংগাইলে কোথাও তোমাকে ২০-১২-২০১৮ তে দেখা।To: Samiha Ahmedতার পরে থেকে তোমার পিছু ছুটে চলা।প্রথম যেদিন তোমাকে দেখি...
28/10/2025


From: টাংগাইলে কোথাও তোমাকে ২০-১২-২০১৮ তে দেখা।
To: Samiha Ahmed
তার পরে থেকে তোমার পিছু ছুটে চলা।
প্রথম যেদিন তোমাকে দেখি, তোমার আমাকে দিকে তাকানো, চমৎকার হাসিটা,তোমার হাইট টা যেন আমার মনটা একদম কেরে নিয়েছিল।💓🫶 তোমার মায়াবী চোখের পলক আমাকে পাগল করে দিয়েছে।🥹 তোমার শিশুসুলভ কথা, সরল আচরণ এতো গুলো সপ্ন—সব কিছুই আমার মনে এক অজানা টান তৈরি করেছে।🤗💓

সবশেষে শুধু একটা কথাই বলতে চাই—
তুমি আমাদের বাসাইল শহরের সৈইদামপুর গ্রামের সৈইদ শেখ পরিবারের অপরুপ সুন্দরী মেয়ে #সামিহা আহম্মেদ ।
তবুও তুমি শুধু থেকে যাবে আমার পুরো টাংগাইলের চির চেনা কোন এক অজানা ঠিকানা ।
আমি শুধু তোমাকেই চাই@Samiha Ahmed… 💖
ইতি তোমার অজানা #জাস্ট_ফ্রেন্ড 🥰

27/10/2025

Admin কখনো নিজের থেকে কোনো Confession দেয় না।”
কিন্তু বলদ আছে, যাদের মনে হয় Confession admin নিজেই পোস্ট করে।
আসলে অনেকেই Confession মানে কী—সে সম্পর্কে কোনো ধারণাই নেই।
Confession মানে কারো মনের কথা, অনুভূতি, ভালো লাগা বা অপূর্ণ গল্পটা গোপনে শেয়ার করা।
তাই মন্তব্য করার আগে একটু ভাবুন, কেউ হয়তো তার মনের ভারটা হালকা করতে লিখেছে ❤️

 From: টাংগাইলের নতুন ভুতের গলিতে প্রথম দেখাTo: 🌸 Jannatul Mawa🌸প্রথম যেদিন তোমাকে দেখি, তোমার চমৎকার হাসিটা যেন আমার মন...
27/10/2025


From: টাংগাইলের নতুন ভুতের গলিতে প্রথম দেখা
To: 🌸 Jannatul Mawa🌸

প্রথম যেদিন তোমাকে দেখি, তোমার চমৎকার হাসিটা যেন আমার মনটা একদম কেরে নিয়েছিল। তোমার মায়াবী চোখের পলক আমাকে পাগল করে দিয়েছে। তোমার শিশুসুলভ কথা, সরল আচরণ—সবকিছুই আমার মনে এক অজানা টান তৈরি করেছে।

সবশেষে শুধু একটা কথাই বলতে চাই—
তুমি আমাদের বাসাইল শহরের না হলেও, আমাদের বাসাইল উপজেলার সবচেয়ে সুন্দর ইউনিয়নের সবচেয়ে সুন্দর মেয়ে।
আমি শুধু তোমাকেই চাই… 💖

 From: তোমার অচেনা কেও একজনTo: Era Moniতোমার ভাইরাল ভিডিওটা দেখার পর থেকেই তোমার প্রতি এক অদ্ভুত ক্রাশ খেয়ে বসেছি। তোমার...
26/10/2025


From: তোমার অচেনা কেও একজন
To: Era Moni

তোমার ভাইরাল ভিডিওটা দেখার পর থেকেই তোমার প্রতি এক অদ্ভুত ক্রাশ খেয়ে বসেছি। তোমার হাসি, সেই আত্মবিশ্বাসী মুখ, আর মেয়েটার চুল টেনে তারপর হাসিমুখে ফিরে আসাটা—সবকিছুই যেন অন্যরকম একটা আকর্ষণ তৈরি করেছে।
আমি সব সময়ই চেয়েছি আমার বউ বা গার্লফ্রেন্ড একটু গুন্ডা টাইপ, মারামারিতে এক্সপার্ট হোক।
শেষ কথা—আমি তোমাকেই চাই, শুধু তোমাকেই। ❤️

Address

Basail
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basail Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share