Zayan

Zayan May Allah Bless my Son

02/05/2025

_সন্তান নিজের সম্পদ 🤱❤️
তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না এসব চিন্তা করার কোন মানে নেই ।

সন্তানকে ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করবেন না কারো স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করবেন না।

_অন্য কেউ সন্তানকে অধিক ভালবাসবে এমনটা আশা করে থাকবেন না। সন্তানের জন্য যতটুকু করার দরকার সবই আপনি করুন । সন্তানের প্রতি নিজের ভালোবাসায় কোনো ঘাটতি রাখবেন না ।
অন্য কেউ আপনার সন্তানের জন্য ভালো কিছু করবে এমনটা আশা করে বসে থাকবেন না ।

_" সন্তানরা যতদিন আপনার কাছে আছে ততদিন আপনার ভালবাসার ছায়ায় তাদের ঘিরে রাখুন ।
আপনি আছেন বলেই তারা নিরাপদ ।
" সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসা যদি থাকে সন্তানেরা কখনোই আর ভালোবাসার অভাবে কাঁদে না"👨‍👩‍👧‍👦🌸🥀
Cp

02/05/2025

খেয়াল করে দেখেছেন, বাচ্চার উপরে রাগ কখন একদম কন্ট্রোল হয়না কিংবা বাচ্চার উপর রাগ ঝাড়া – আসলে কাকে বলছি আমরা?

বাড়ির নানা চাপ, দায়িত্ব, আর স্বামী বা পরিবারের প্রত্যাশা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভেতরে জমে থাকা হতাশা, ক্ষোভ বা ক্লান্তি প্রায়ই ভুল জায়গায় বেরিয়ে পড়ে – আমাদের সবচেয়ে প্রিয় মানুষটার উপর, আমাদের সন্তানের উপর।

সন্তানটা যখন একটু দুষ্টুমি করে, কিছু না বুঝে কথা বলে বা খেলা নিয়ে ব্যস্ত থাকে – তখন আমরা হয়তো রেগে উঠি। চিৎকার করি, রাগ ঝারি দিই, হয়তো কখনও কড়া ভাষায় কথা বলি। কিন্তু ও কি আসলে এর যোগ্য? সত্যি কি ওরই উপর রাগ?

না, সত্যিটা হলো – এই রাগ, এই চাপ আমরা বহন করছি অন্যদের কারণে। স্বামীর কোনো কথা কষ্ট দিয়েছে, পরিবারের কারো চাপ আমাদের দম বন্ধ করে দিচ্ছে – আর আমরা সে চাপটা বাচ্চার উপর ফেলছি। কারণ ও তো কিছু বলবে না, ও তো আমাদের ভালোবাসে, ওর ছোট মন বুঝে না মা কেন হঠাৎ এত রেগে গেলো।

কিন্তু একবার ভেবে দেখেন তো,যখন আমাদের মা'য়েদের মন ভালো থাকে তখন কি বাচ্চার কোনো দুষ্টামিতে আমরা রেগে যাই?

বাচ্চারা আসলে তাদের বয়স অনুযায়ী কাজ করে কিন্তু আমরা মা'য়েরা অন্যের দেওয়া কষ্ট, হতাশা গুলো ঝেড়ে ফেলি বাচ্চার উপর!!

পরিবারের সবাইকে বলবো,বিশেষ করে বাচ্চার বাবাদের বলবো,বাচ্চার মা'য়ের যত্ন নিন,ভালোবাসুন,ছুটির দিনে ঘুরতে নিয়ে যান,সময় পেলে ঘরের কাজে সাহায্য করুন দেখবেন মা'য়ের মন সবসময় ফুরফুরে থাকবে...

মা ভালো থাকলে ইনশাআল্লাহ বাচ্চার উপর রাগ দেখানোও কমবে,সংসারেও শান্তি আসবে!❤️❤️

দিনশেষে আপনারা চান ঘরে শান্তি,সেই শান্তির জন্য একটু এফোর্ট আপনাকেও দিতে হবে।

#প্যারেন্টিং
©ফালাক'স ডে আউট*
Cp

01/05/2025
30/04/2025

“নীরবতাকে আপন করে নিন, শান্তি আপনাকে আপন করে নিবে।”❤️😊

29/04/2025

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে!
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন: সবাই ঠিক ঠাকই আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই...

সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে- যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন> ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে।🌸

মানুষ হয়ে থাক সততা সাহসে,নামি দামি কেউ তোকে হতে হবে না!আমার বাজান
28/04/2025

মানুষ হয়ে থাক সততা সাহসে,
নামি দামি কেউ তোকে হতে হবে না!
আমার বাজান

28/04/2025

আমি সারাদিন আমার বাচ্চার উপর চিল্লাই কিন্তু অন্য কেউ আমার বাচ্চার সাথে চিল্লায় কথা বললে আমার মাথা ঠিক থাকে না😡😡

28/04/2025

Bajan

Address

Tangail

Telephone

+8801625910562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zayan:

Share