Arisha Asha

Arisha Asha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arisha Asha, Digital creator, Adalat Para, Tangail.

01/12/2025

পড়ন্ত বিকেলের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমায় মুগ্ধ করে প্রতিবার🌻🖤

30/11/2025

December month is very special for me
because it’s my birthday month..!🫠❤️

29/11/2025

ভাগ্য কতো অদ্ভুত ব্যাপার, যার নসিবে থাকে তার সুখ, শান্তি, ভালোবাসা সব দিক দিয়েই থাকে। আর যার থাকে না তার শুধু "আল্লাহ ভরসা"ছাড়া কিছুই বলার থাকে না!

😅🥀
29/11/2025

😅🥀

শূণ্যতাই জীবনের বড় একটা অংশ🙂
28/11/2025

শূণ্যতাই জীবনের বড় একটা অংশ🙂

24/11/2025

নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিবেন,কোনো দাবী রাইখেন না কেউ, ফি আমানিল্লাহ!

23/11/2025

ধৈর্যশীলরা,
হারে না, হয় জিতে - না হয় শিখে। 🌸

18/11/2025

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী! তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি তোমার কন্ঠ তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সবকিছুই যেন একটি অদৃশ্য সুর যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি আর কখনো ফিরে পাবো না।
হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না। আমি জানি তুমি আর ফিরবে না…কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না..!😊💔

17/11/2025
13/11/2025

তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি।
ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা।
হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন...! 🥹❤️🩹

Address

Adalat Para
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arisha Asha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share