29/10/2025
একটা মেয়ের চরিত্র যতই বিতর্কিত হোক, তার অতীত যতই অন্ধকারে ঢাকা থাকুক, জীবনে যদি সে একজন ভালো অভিভাবকসুলভ পুরুষ পায়, যে তাকে বোঝে, সম্মান দেয়, দিকনির্দেশনা দেয় এবং তার পাশে থাকে - তাহলেই সেই মেয়ে বদলে যায়।✨
মেয়েটার প্রয়োজন শুধু একজন মানুষ, যে তার ভুলে নয়, তার ভেতরের ভালোত্বে বিশ্বাস রাখবে। ঠিক যেমনটা হয়েছে অনামিকা ঐশীর ক্ষেত্রে। একসময় সোশ্যাল মিডিয়ায় আলভী নামের একজন গায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছিল আলোচনার ঝড়। পরবর্তীতে টিকটকার মামুনের সাবেক স্ত্রী লায়লার প্রকাশ করা কিছু ছবিও নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। 🔥
কিন্তু সেই সমালোচনার ভেতর দিয়েই হাজির হয়েছিল এক অসাধারণ মানুষ, রাসেল। সে ঐশীর অতীত নয়, বর্তমানটা বুঝেছিল। ভালোবাসার হাত ধরে সে ঐশীকে এমনভাবে বদলে দিয়েছে, যেন নতুন করে জন্ম নিয়েছে এক পরিণত, সংযত, আত্মবিশ্বাসী নারী। ✨
আজ তারা বিবাহিত, আর সারা দুনিয়া দেখছে-
- একজন ভালো পুরুষ চাইলে সত্যিই একজন মেয়ের জীবন বদলে দিতে পারে।
কারণ অভিভাবক মানে শুধু রক্তের সম্পর্ক নয়, কাউকে পথ দেখানো, বুঝে নেওয়া, ভালোবাসা - এটাও একধরনের অভিভাবকত্ব। ❤️
আপনাদের কি মনে হয় না, “ভালোবাসা” আসলে সেই মানুষটার হাতেই পূর্ণতা পায়, যে আপনার অতীত নয়, আপনার ভবিষ্যৎ গড়ে তোলে?