
04/06/2025
মানুষ যদি তার অপকারকারীকে ভুলে যায়, জীবন একদিন তাকে পস্তাতে বাধ্য করে।
আবার যদি উপকারকারীকে ভুলে যায়, তাতেও একদিন গভীর অনুশোচনায় ভুগতে হয়।
তাই স্মৃতি শুধু সুখ-দুঃখের নয় — কৃতজ্ঞতা আর শিক্ষা বয়ে নিয়ে চলে।