BOROK It Expert

BOROK It Expert "Welcome to our Borok IT Expert! We offer top-notch freelancing training, empowering individuals with the skills they need to succeed in the digital world."

11/08/2024

Young It তে Advance Facebook Marketing With Conversion API Setup কোর্সে ২য় ব্যাচে ভর্তি চলছে।।

এডমিশন নিতে ইনবক্স করুন।।

নকরেক আইটি পরিবারে স্বাগতম ও অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা ✅গ্রাফিক ডিজাইনের প্রথম প্রাক্টিক্যাল ক্লাস শুরু হচ্ছে ২৩শে...
20/06/2024

নকরেক আইটি পরিবারে স্বাগতম ও অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা
✅গ্রাফিক ডিজাইনের প্রথম প্রাক্টিক্যাল ক্লাস শুরু হচ্ছে ২৩শে জুন দুপুর ২টায়।
❗️এ ব্যাচে আসন ৩টি ও ডিজিটাল মার্কেটিং শুক্রবার স্পেশাল চাকরীজীবী ব্যাচে রয়েছে আরো ৫টি আসন।
অফিস খোলা আছে। আগ্রহীগণ দুপুর ১২টার পর অফিসে এসে প্রথম ব্যাচে ক্যাম্পাসে সরাসরি জয়েন করতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
✅ঠিকানা: বিয়াম ল্যাবরেটরি স্কুল কম্পিউটার ল্যাব, খাগড়াছড়ি সদর।
ফোন: 01581-244481

নকরেক আইটি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই জাহিদুল হাসানকে। প্রশিক্ষণ শেষে কাজ করছেন গ্লোবাল মা...
25/05/2024

নকরেক আইটি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই জাহিদুল হাসানকে।
প্রশিক্ষণ শেষে কাজ করছেন গ্লোবাল মার্কেটে। সফলতা একটি চলমান যাত্রা। এ যাত্রা অব্যাহত থাকুক। শুভকামনা নিরন্তর।
আমাদের বিশ্বমানের কোর্স মডিউল দেখুন এখানে www.nokrekit.com

কেমন হল❓এই টি-শার্টটি স্পেশালি ৩ পার্বত্য জেলা, খাগড়াছড়ি-রাঙ্গামাটি-বান্দরবান অফলাইন প্রশিক্ষণার্থীদের জন্য ডিজাইন করা।অ...
04/05/2024

কেমন হল❓
এই টি-শার্টটি স্পেশালি ৩ পার্বত্য জেলা, খাগড়াছড়ি-রাঙ্গামাটি-বান্দরবান অফলাইন প্রশিক্ষণার্থীদের জন্য ডিজাইন করা।
অফলাইনে প্রথম ৫০জন করে ৩জেলায় ১৫০ জন এর জন্য এই গিফট থাকবে। Our Khagrachari - খাগড়াছড়ি

আপনার স্বপ্নসারথি এবং স্বপ্নপূরণের সহায়ক হয়ে আমরা আসছি ৩জেলায়। আপনি কি প্রস্তুত? পর্যায়ক্রমে ৩জেলাতে আমরা শুরু করতে চাচ্...
25/04/2024

আপনার স্বপ্নসারথি এবং স্বপ্নপূরণের সহায়ক হয়ে আমরা আসছি ৩জেলায়। আপনি কি প্রস্তুত?
পর্যায়ক্রমে ৩জেলাতে আমরা শুরু করতে চাচ্ছি মে' ২০২৪ থেকেই। আপনি কোন জেলার ও কি বিষয়ে আইসিটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চান তা এই ফর্মটি পূরণ করে জানিয়ে দিনঃ
ফর্ম লিংকঃ t.ly/OARG_
বন্ধুদের সাথেও ফর্মটি ট্যাগ করে ও এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে পারেন। যে জেলার রেসপন্স বেশি পাওয়া যাবে আমরা সেই জেলাতেই আগে শুরু করতে চাই।
মন্তব্য করুন আপনার জেলা কমেন্টে। ফর্মটি ফিলাপ করুন এখানেঃ t.ly/OARG_

25/04/2024

✔ কী কারণে ডিজিটাল মার্কেটিং শিখতে চান?
চাকরির জন্য, ব্যবসার জন্য নাকি ফ্রিল্যান্সিংয়ের জন্য, নাকি শুধুমাত্র জানার জন্য সেটা ঠিক করুন |

একেক জায়গায় ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আর শেখার সুযোগ একেক রকম। আপনার উদ্দেশ্য অনুযায়ী তাই শেখার ধরনও আলাদা হবে৷
আপনি যদি নিজের ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং করতে চান, তাহলে আপনার এক্সপেরিমেন্ট করার স্বাধীনতা বেশি থাকে। তাই কোনো স্কিল একবারে আয়ত্ত না করলেও চলে। দরকার অনুযায়ী নিজের স্কিল
ডেভেলপ করতে পারবেন।
আবার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব নির্দিষ্ট প্রজেক্টে ফোকাস করতে হয়। ভুল করলে সেটা তাৎক্ষণিকভাবে ইনকাম কমিয়ে দিতে পারে। তাই নির্দিষ্ট স্কিল ভালোভাবে আয়ত্ত করে তবেই অন্য স্কিলে সময় দেয়া উচিত।

✔ নিজে নিজে শিখবেন নাকি কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিন৷
আপনাকেই ঠিক করতে হবে কীভাবে ডিজিটাল মার্কেটিং শিখলে আপনার সুবিধা হবে। নিজে নিজে শিখলে হয়তো টাকা খরচ করতে হবে না তেমন। কিন্তু লার্নিং ম্যাটেরিয়াল নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করতে হবে। আবার কোর্স করলে সময়ে বাঁচলেও খরচের ব্যাপার আছে। তাই ডিজিটাল মার্কেটিং শেখার আগে নিজের পরিস্থিতি নিয়ে ভাবুন।

✔ কোন ধরনের ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করবেন,
তা ঠিক করুন |

ডিজিটাল মার্কেটিংয়ের সব কাজ আপনি একবারে শিখতে পারবেন না। আবার একেক কাজ থেকে ইনকামের সুযোগও আলাদা। তাই যে ক্যাটাগরির স্কিল সবচেয়ে কম সময়ে আয়ত্ত করে ইনকাম নিশ্চিত করতে পারবেন, সে ক্যাটাগরি দিয়েই শুরু করুন।

✔ ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ে আয় কেমন?

ডিজিটাল মার্কেটিংয়ের ১-২টি ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং শুরু করলে আপনি মাসে গড়ে ১০,০০০ - ৬০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। তবে এটি ক্লায়েন্ট, প্রজেক্টসংখ্যা ও আপনার নির্ধারিত রেটের উপর নির্ভরশীল। তাই ফ্রিল্যান্সিং শুরু করার আগে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো প্রত্যাশা না রাখাই ভালো।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Fiverr থেকে একটা উদাহরণ নিয়ে দেখা যাক৷
এসইও ব্যাকলিংকের এ সার্ভিসে ১ দিনের ডেলিভারিতে এ ফ্রিল্যান্সার চার্জ করছেন ৫ ডলার। প্রতিদিন তিনি যদি ১টি করে প্রজেক্ট পান, তাহলে সারা মাসে তার উপার্জন হবে ১৫০ ডলার। আবার Fiverr এ আয়ের উপর ২০% ফি কেটে রাখে। অর্থাৎ, ফি কাটার পর মাসিক উপার্জন গিয়ে দাঁড়াচ্ছে ১২০ ডলারে। ডলারের রেট ১০০ টাকা ধরলে এক্ষেত্রে মাসিক আয় ১২,০০০ টাকা।
ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং থেকে ভালো আয় করার জন্য আপনাকে তাই নিয়মিত যেমন কাজ পেতে হবে, তেমনি এমন একটি রেট ঠিক করতে হবে যেন প্রজেক্টসংখ্যা কম হলেও আপনার আয় কমে না যায়।

🏆Facebook Marketing services are invaluable for businesses seeking to amplify their online presence and engage with a br...
20/04/2024

🏆Facebook Marketing services are invaluable for businesses seeking to amplify their online presence and engage with a broader audience. Here are several compelling reasons why such services are essential:

👉Broad Audience Reach: With billions of active users, Facebook offers an expansive platform for businesses to connect with potential customers globally.

👉Precise Targeting Capabilities: Leveraging Facebook's advertising platform enables businesses to precisely target demographics, interests, behaviors, and geographical locations, ensuring their marketing efforts are directed at relevant audiences.

👉Enhanced Brand Visibility: Through strategic use of ads, sponsored content, and engaging posts, Facebook Marketing services can significantly increase brand awareness among target audiences.

👉Traffic Generation: Businesses can utilize Facebook ads to drive traffic to their websites, e-commerce platforms, or other digital assets, thereby increasing the likelihood of conversions and sales.

👉Facilitated Engagement: Facebook Marketing facilitates meaningful interaction with audiences through comments, messages, and interactive content, fostering relationships and fostering customer loyalty.

👉Data-Driven Insights: Facebook's robust analytics tools provide businesses with detailed insights into campaign performance, empowering them to make informed decisions and optimize marketing strategies for maximum effectiveness.

👉Cost-Efficiency: Compared to traditional marketing channels, Facebook Marketing offers a cost-effective solution with flexible budgeting options and precise targeting, ensuring optimal return on investment.

📍📍In summary, Facebook Marketing services are instrumental in elevating a business's online presence, attracting new customers, and driving sustainable growth in today's digital landscape.

WOW!! successfully done, project of collecting Lead's for usa client.
24/03/2024

WOW!! successfully done, project of collecting Lead's for usa client.

khulumkha, juju, ogasha.খুব শীগ্রই  BOROK It Expert আপনাদের সাথে ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে  উপার্জন করা...
21/03/2024

khulumkha, juju, ogasha.
খুব শীগ্রই BOROK It Expert আপনাদের সাথে ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে উপার্জন করার নিঞ্জা টেকনিক শেয়ার করার জন্য আসছে।
বিঃদ্রঃ যাদের প্রবল ইচ্ছাশক্তি ও আগ্রহ আছে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

ধন্যবাদ

Address

Madhupur
Tangail
1996

Alerts

Be the first to know and let us send you an email when BOROK It Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share