
29/12/2023
🔰ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেকশনে ডিমান্ড সবচেয়ে বেশি?💰
✅ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের অন্যতম জনপ্রিয় সেক্টর। যত দিন যাচ্ছে,এক্সপার্ট ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড তত বাড়ছে।
✅কেন জানেন? Statista এর ২০২৩ এর জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, পুরো বিশ্বের অ্যাকটিভ ইন্টারনেট ইউজার সংখ্যা ৫.১৬ বিলিয়ন। যেহেতু বর্তমানে ইন্টারনেট ইউজারের সংখ্যা অনেক বেশি, তাই নিজেদের বিজনেস কিংবা কোম্পানি টার্গেট অডিয়েন্সের কাছে ইফেকটিভলি প্রমোট করার জন্য ডিজিটাল মার্কেটিংকেই সবচেয়ে রিলায়েবল মনে করা হয়। এ কারণে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজের সুযোগ যেমন অনেক বেশি, তেমনি এই সেক্টরে ফ্রিল্যান্সারদের কম্পিটিশনও তুলনামূলক ভাবে বেশিই৷
✅এবার আসি কাজের সুযোগ নিয়ে। ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সাব সেক্টরের সমন্বয়ে গঠিত। যেমন: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস ইত্যাদি।
✅সত্যি বলতে নতুন ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল সেক্টরে স্ট্যাবল ক্যারিয়ার বিল্ড আপের সুযোগ রয়েছে। তবে কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো সাব-সেক্টরে একসাথে স্কিল ডেভেলপ করে কাজ করা শুরু করতে চান, তাহলে সেটা অনেক বড় ভুল ডিসিশন হবে। কারণ এই প্রতিটা সাব-সেক্টরের স্কিল ডেভেলপের প্রসেস আলাদা, তাই যেকোনো একদিকে ফোকাস না করলে কোনটাই ঠিকভাবে শেখা হয়ে উঠবে না।
✅সত্যি বলতে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সাব-সেক্টরে আপনি স্কিল ডেভেলপ করে কাজ করবেন, সেটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করে। তবে যদি ডিমান্ডিং সাব-সেক্টর সম্পর্কে জানতে চান, তাহলে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও গুগল অ্যাডসকে সবার ওপরে রাখবো।
✅শুরুতে আসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন,যেকোন ওয়েবসাইটকে গুগলের র্যাংকিংয়ের শুরুর দিকে নিয়ে আসার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাহায্য নেওয়া হয়। যেহেতু বর্তমানে হাজার হাজার ই-কমার্স সাইট, অ্যাফিলিয়েট সাইট, ব্লগিং সাইট বা বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তাই যদি সঠিকভাবে স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে এই সাব সেক্টরে কাজের অভাব হবে না।
✅অন্যদিকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এমন একটা সাব সেক্টর যেখানে এক্সপার্ট ফ্রিল্যান্সারদের ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে। আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানলে ক্লায়েন্টদের সার্ভিস দেয়ার মাধ্যমে যেমন ফ্রিল্যান্সিং করতে পারবেন, তেমনি নিজের মার্কেটিং এজেন্সিও বিল্ড আপ করতে পারবেন।
✅এছাড়াও গুগল অ্যাডসও ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা ডিমান্ডিং সাব-সেক্টর। যদিও বাংলাদেশে এই সাব সেক্টরে কাজ করা ফ্রিল্যান্সারদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে গুগল অ্যাডসে কাজের সুযোগ কিন্তু অনেক। তাই একবার স্কিলড হয়ে যেতে পারলে দেখতে পাবেন রেগুলারলি ক্লায়েন্ট পাবেন।