Arif teach and info

Arif teach and info This page is an educational page. Educational info, posts and videos are uploaded here regularly. Arif teach and info.

১ কোটি ১০ লক্ষ টাকা, সারাবিশ্বে আছে মাত্র ৩টি।মোবাইল ফোন তো এখন সকলের হাতে হাতে। শহর থেকে গ্রাম সকলের হাতেই এখন মুঠো ফোন...
24/09/2025

১ কোটি ১০ লক্ষ টাকা, সারাবিশ্বে আছে মাত্র ৩টি।

মোবাইল ফোন তো এখন সকলের হাতে হাতে। শহর থেকে গ্রাম সকলের হাতেই এখন মুঠো ফোন। এবার সামনে এল সবচেয়ে দামি মোবাইল ফোন। মোবাইল ফোন এখন কার্যত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় জায়গা করে নিয়েছে। ফলে সকলেই অর্থ জমিয়ে মোবাইল ফোন কিনে নিচ্ছেন বা কিনতে বাধ্য হচ্ছেন।
বাজার চলতি নানা মডেল রয়েছে।

কম থেকে বেশি দামের মোবাইল রয়েছে। আইফোনের দাম বেশ চড়া। সকলের সাধ্যের মধ্যেও নয়। অনেকক্ষেত্রে সেগুলির দাম লক্ষাধিক। কিন্তু সেসব ফোন কার্যত জলের দরের মোবাইল ফোন বলে মনে হবে নতুন একটি আইফোনের মডেল দেখলে। যার দাম পড়ছে ১ কোটি ১০ লক্ষ টাকা! সেই টাকা দিয়ে কেউ যদি কিনতেও চান তাহলেও তাঁকে দ্রুত তৎপর হতে হবে। না হলে নাও পেতে পারেন!

এখানে মনে হতেই পারে কী আছে ওই মোবাইল ফোনে? সোনা নাকি? ব্যঙ্গের প্রশ্ন হলেও সেটাই কিয়দংশে সত্যি। আইফোন ১৪ প্রো মডেলের ওপর বেশকিছু কেরামতি করে মাত্র ৩টি এমন ফোন ক্যাভিয়র তৈরি করেছে যা সত্যিই চমক দিতে পারে।

ফোনটির পিছনে ক্যাভিয়র জুড়ে দিয়েছে একটি রোলেক্স ঘড়ি। রোলেক্স গোল্ডেন ডেটোনা ঘড়ি। যার ড্যাশবোর্ড ডায়াল এবং সুইচ, সবই ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি। তবে এই ঘড়ি রোলেক্স বানিয়েছে আসলে যাঁরা গাড়ির রেসের সঙ্গে যুক্ত তাঁদের জন্য। সেটাই এবার মোবাইল ফোনের পিছনে সেঁটে দিয়েছে ক্যাভিয়র। এই লিমিটেড এডিশন আইফোন ১৪ প্রো মডেলটি মাত্র ৩টিই তৈরি করেছে ক্যাভিয়র। যার এক একটির দাম ১ কোটি ১০ লক্ষ টাকা।

22/09/2025

যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্মার্টফোন বদলে এখন নতুন স্মার্টফোন কেনা যাবে ।

21/09/2025

আপনার প্রতিদিনকার অভ্যাসই ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে পুরুষত্বের শক্তি!
গবেষণায় দেখা গেছে, পকেটে মোবাইল ফোন রাখা পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও গুণমান হ্রাস করতে পারে।
ভিডিওতে জানুন কেন এই সমস্যা হচ্ছে, কীভাবে মোবাইল রেডিয়েশন প্রভাব ফেলছে শরীরে, আর কীভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।

*সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সুস্থ থাকতে কিছু সহজ পরামর্শ অনুসরণ করুন।*
#শুক্রাণু #পুরুষস্বাস্থ্য #মোবাইল_রেডিয়েশন #পুরুষের_সমস্যা #স্বাস্থ্য_পরামর্শ #বাংলা_স্বাস্থ্য_টিপস

20/09/2025

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা।

18/09/2025

রিকশায় বসছে ডিভাইস, মূল সড়কে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ!

15/09/2025

আপনি কি ২০২৫ সালে কানাডায় কাজের জন্য যেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য! এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিভাবে কানাডার জব ভিসার জন্য আবেদন করবেন, প্রয়োজনীয় যোগ্যতা, খরচ, ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে।

*এই ভিডিওতে যা জানতে পারবেন:*
- জব ভিসার জন্য কে আবেদন করতে পারবেন
- আবেদন করার প্রক্রিয়া (Step-by-step)
- খরচ কত লাগবে ২০২৫ সালে
- কি কি কাগজপত্র লাগবে
- কানাডার কোন কোন সাইটে জব পাবেন
- সতর্কতা ও পরামর্শ

*সতর্কতা:* দালাল নয়, নিজেই আবেদন করুন! ভিডিওটি দেখুন এবং জানুন আসল প্রক্রিয়া।

📌 *ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*

Canada Job Visa 2025, কানাডা জব ভিসা, Canada work permit, job visa for Bangladeshi, কানাডা যেতে চাই, Canada immigration 2025, কানাডা ওয়ার্ক ভিসা, Canada job apply, Job visa Canada, কানাডার চাকরি, বিদেশে চাকরি ২০২৫

আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতেই থাকবে। আবহাওয়া অধিদপ্তর এমনটিই জানিয়েছেন।
14/09/2025

আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতেই থাকবে। আবহাওয়া অধিদপ্তর এমনটিই জানিয়েছেন।

13/09/2025

১৬ বছর বয়সীরাও
NID পাবে।

যাত্রীর অভাব নেই তবু রেলে লোকসান! জেনে নিন আদ্যোপান্ত...প্রতিটি ট্রেনে আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী পরিবহণ করা হ...
11/09/2025

যাত্রীর অভাব নেই তবু রেলে লোকসান! জেনে নিন আদ্যোপান্ত...
প্রতিটি ট্রেনে আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী পরিবহণ করা হয়ে থাকে। মেঝেতে দাঁড়িয়ে এমনকি ট্রেনের ছাদেও যাত্রী দেখা যায়। অথচ রেলের পরিসংখ্যান বলছে-প্রতিটি ট্রেনের ১৫ শতাংশ টিকিট বিক্রি হয় না। দিনের পর দিন চেষ্টা করেও টিকিট বিক্রি বাড়ানো যাচ্ছে না। রেল কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় টিকিট বিক্রি খুবই কম। এ কারণেই রেলে লোকসান হচ্ছে। গত অর্থবছরে রেল ৩ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় করেছে। আর ১ হাজার ৪৪৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ গত অর্থবছরে ২ হাজার ৪৫৫ কোটি টাকা লোকসান দিয়েছে রেল।

রেলওয়ে অপারেশন-পরিবহণ ও মার্কেটিং দপ্তর সূত্র জানায়, ১০ দিন আগে ১২২টি আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। লোকাল, মেইল ও কমিউটার ট্রেনে যাত্রীদের তিল ধারণেরও জায়গা থাকে না। এসব ট্রেনের ছাদ, দুই বগির সংযোগস্থল, ইঞ্জিন যাত্রীদের দখলে থাকে। তবু রেলের বক্তব্য-গড়ে প্রায় ১৫ শতাংশ টিকিট অবিক্রীত থাকে। এক শ্রেণির যাত্রী টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করেন। তাদের নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্টরা লাঞ্ছনার শিকার হয়েছেন। স্টেশন ও ট্রেনও ভাঙচুর করা হয়। রেলওয়ে বাণিজ্যিক দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রেলে বর্তমানে ২৮১টি ট্রেন চলাচল করছে। এর মধ্যে ১২২টি অন্তঃনগর ও ৩৩টি মালবাহী ট্রেন রয়েছে। বাকি ট্রেনগুলো লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। গত ১৫ বছরে ১৪২টি নতুন ট্রেন চালু এবং ৪৪টি রুট বাড়ানো হয়েছে। শুধু রাজনৈতিক কারণে এসব ট্রেন চালু ও রুট পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, বিশ্বের প্রায় সব দেশে ২৪ থেকে ৩৪টি কোচ নিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু বাংলাদেশে ৯ থেকে ১৬টি বগি নিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল করে। শুধু রাজনৈতিক ফায়দা নিতে ট্রেনের সংখ্যা বাড়িয়ে স্বল্প বগি দিয়ে ট্রেন চালানো হয়েছে। লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ৪ থেকে ৮টি বগি নিয়ে চলছে। চলমান ট্রেনে যথাযথ কোচ সংযুক্ত করে ট্রেন পরিচালনা করলে প্রায় দ্বিগুণের (১৮০০ কোটি টাকা) বেশি আয় করা সম্ভব হতো। বর্তমানে ২৪৮টি যাত্রীবাহী ও ৩৩টি মালবাহী ট্রেন থেকে বছরে ৯০০ কোটি টাকা আয় হচ্ছে।

জানা গেছে, মাত্র ২ থেকে ৪ শতাংশ মালামাল পরিবহণ করে রেল। অথচ রেলপথে মালামাল পরিবহণের চাহিদা রয়েছে। এক সময় সিমেন্ট, সার, পাট, জ্বালানি ও খাদ্যপণ্য পরিবহণে রেলের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অথচ এখন তলানিতে। পণ্য পরিবহণ বাড়ানোর কার্যকর কোনো উদ্যোগ নেই।

এপ্রিলে রেলভবনে মতবিনিময় সভায় রেলওয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, রেলের লোকসান যে কোনো মূল্যে কমাতে হবে। আয় বাড়াতে যা যা প্রয়োজন করতে হবে। অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে হবে। বুধবার রেলপথ সচিব ফাহিমুল ইসলাম যুগান্তরকে বলেন, রেলে আয় বাড়ানো খুবই জরুরি। পর্যাপ্ত ইঞ্জিন-কোচ পেলে আয় বাড়ানো সম্ভব। আয় বাড়ানোর সার্বিক চেষ্টা করছি আমরা। খরচ কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে। রেলের সাবেক এক মহাপরিচালক (ডিজি) জানান, রেলে প্রতিদিন টিকিটহীন যত যাত্রী চলাচল করে-তাদের টিকিট নিশ্চিত করা গেলে প্রতিদিন কোটি টাকা আয় করা সম্ভব। ২০০০ সালের দিকে রেলের ৪১ কর্মকর্তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল। ওই সময় প্রতিদিন তারা ট্রেন ও স্টেশনে অভিযান পরিচালনা করতেন। কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা হারানোয় বিনা টিকিটি ধরা-জরিমানা আদায় তলানিতে ঠেকেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহণ বিশেষজ্ঞ ড. এম সামছুল হক যুগান্তরকে বলেন, রেলে আয় বাড়ানোর উত্তম পথ হলো কনটেইনার ও মালামাল পরিবহণ বাড়ানো। রেলের জমি ইজারা দিয়ে আয় বাড়ানো যায়। এখনো হাজার হাজার একর জমি বেদখলে রয়েছে। রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নাজমুল ইসলাম বলেন, রেলে আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। অবকাঠামো উন্নয়নের সঙ্গে রোলিংস্টক সামগ্রী পেলে আয় অনেক বেড়ে যাবে।
সুত্র: যুগান্তর
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

11/09/2025

ঢাকা উত্তরায় আজ সকালের বৃষ্টিতে সবগুলো রাস্তায় প্রচুর পানি জমে যায়।

10/09/2025

Description:এখন থেকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না!
*নাগরিক সেবা কেন্দ্রেই* এখন মিলছে
✔️ NID সংশোধন ও প্রিন্ট
✔️ পাসপোর্ট আবেদন
✔️ জন্ম ও মৃত্যু সনদ
✔️ BRTA লাইসেন্স ও রেজিস্ট্রেশন
✔️ নানা ধরনের সরকারি সেবা

এই ভিডিওতে জানুন—
- কীভাবে আবেদন করবেন
- কোথায় কোথায় এই সেবা চালু
- কী কাগজপত্র লাগবে
- খরচ ও সময়
- নাগরিক সেবা কেন্দ্রের সুবিধা

পুরো ভিডিওটি দেখুন ও শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়
#নাগরিক_সেবা_কেন্দ্র #পাসপোর্ট_আবেদন #জন্ম_সনদ_অনলাইন #জন্ম_নিবন্ধন

09/09/2025

ইতালির ভিসা নিয়ে যে আপডেট বার্তা দিলেন ইতালি।

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif teach and info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif teach and info:

Share