দেশ প্রেমী

দেশ প্রেমী Md Zahidul Islam is a expat and small freelancer. I am Md. Zahidul Islam. I am a Saudi Arabian expatriate and small freelancer.

I am a nature lover and therefore represent natural beauty.And try to highlight the folk and rural image of Bengal. This page is completely unregulated.

🤲
17/10/2025

🤲

22/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥
Collected

06/07/2025

বাংলার বাঘিনীদের গর্বিত আগমন! 🇧🇩🧡

হাতিরঝিলে সংবর্ধনা স্থলে বিজয়ের উচ্ছ্বাসে প্রবেশ করলেন বাংলাদেশের গর্ব, আমাদের বাঘিনী ফুটবল দল! তাদের প্রতিটি পদচারণায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস, সংগ্রাম আর সাফল্যের গল্প। এ এক ঐতিহাসিক মুহূর্ত—যেখানে পুরো জাতি হাততালি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের সাহসিনী কন্যাদের। 💐⚽

#বিজয়েরগর্ব #সংবর্ধনা #বাংলারবাঘিনী

02/07/2025

জুলাই শহীদদের স্মরণে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোকিত সেই মুহূর্তে উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী, যারা নীরব আলোর মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

এই মোমবাতিগুলো শুধু আলো নয়, এটি প্রতিবাদের প্রতীক —
এটি এক প্রতিজ্ঞা, যে আমরা ভুলে যাইনি, আমরা থেমে যাইনি।

🇧🇩
শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না।
আসুন, স্মৃতিকে শক্তিতে রূপান্তর করি।

#জুলাই_শহীদ
#মোমবাতি_প্রজ্বলন
#ছাত্রদল
#শহীদ_মিনার
#স্মৃতির_আলো
#বাংলাদেশ

02/07/2025

চমৎকার বলেছেন পার্থ ভাই। দেশপ্রেমিক জনতার ঐক্যই পারে গণতন্ত্র রক্ষা করতে।
এখন সময় প্রতিবাদের, প্রতিরোধের, এবং পরিবর্তনের।

✊ আসুন, দল-মত নির্বিশেষে এক হই দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায়।
#গণতন্ত্র_বাঁচাও
#ফ্যাসিবাদ_নিষিদ্ধ_হোক
#একতার_শক্তি
#বাংলাদেশ_চায়_পরিবর্তন
#পার্থ_ভাই_চমৎকার

02/07/2025

🔥 Real KGF Chapter of Bangladesh 😍
বাংলাদেশেও জন্ম হয় দুর্ধর্ষ নেতৃত্ব, সাহসিকতার প্রতীক আর ইতিহাস গড়ার যোদ্ধাদের।
এটাই আমাদের জুলাই।
এটাই বাস্তবের গল্প, যেখানে সাহস হারায় না, বরং ইতিহাস তৈরি করে!

🇧🇩 বাংলাদেশের ইতিহাসে জুলাই মাসের প্রতিটি অধ্যায় যেন একেকটা রিয়েল ‘KGF চ্যাপ্টার’


#সবারআগেবাংলাদেশ
#আমাদেরজুলাই
#বাংলাদেশেরজুলাই


01/07/2025

জুলাই ফিরে এসেছে, কিন্তু সেই প্রিয় মুখগুলো আর ফিরে আসেনি…

জুলাই ফিরে এসেছে…
দিন পেরিয়ে মাস আসে, আবার যায়।
কিন্তু কিছু নাম, কিছু মুখ, কিছু গল্প আর ফিরেও ফিরে আসে না।
তারা আজও ফিরে আসেনি…

🌺 তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

#জুলাই #মহান_স্মৃতি #হারানো_প্রিয়জন #ফিরে_আসেনি

30/06/2025

ভালো বন্ধু মানেই জীবনের পথে এক নিঃস্বার্থ সঙ্গী, যে সুখে-দুঃখে পাশে থাকে, হৃদয়ের কথা বোঝে আর নির্ভরতার ছায়া হয়ে দাঁড়ায় প্রতিটি সংকটে। একজন ভালো বন্ধু শুধু আনন্দের মুহূর্ত ভাগ করে না, বরং কঠিন সময়েও হাত ধরে পথ দেখায়। ভালো বন্ধুত্ব জীবনের সৌন্দর্য বাড়ায়, আত্মার প্রশান্তি দেয়, এবং জীবনের প্রতিটি মুহূর্তকে করে আরও অর্থবহ।আপনার যদি ভিন্ন পরিবেশে বা উপলক্ষে ব্যবহার করার পরিকল্পনা থাকে (উদাহরণ: সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রবন্ধ, বক্তৃতা), আমি সেটিও অনুযায়ী সংশোধন করে দিতে পারি। #ভালোবন্ধু #বন্ধুত্ব #জীবনেরআশীর্বাদ

29/06/2025

বিমান বন্দরের নিরাপত্তা তল্লাশীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি সহ ম‍্যাগাজিন। অস্ত্রটি অবশ্য তাঁর ব‍্যাগে পাওয়া যায়নি। কিন্তু একজন উপদেষ্টা, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন তাঁর ব‍্যাগে অস্ত্রের ম‍্যগাজিন কেন থাকবে?তিনি কি সাধারণত অস্ত্রবহন করেন? তাঁর জন্যে সরকারের নিরাপত্তা প্রটোকল আছে, অস্ত্র তো তাঁদের বহন করার কথা। আরো অবাক বিষয় হলো আসিফ বিদেশে যাওয়ার প্রাক্কালে তাঁর ব্যাগে অস্ত্রের ম‍্যাগাজিন এলো কিভাবে? আসিফের কি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে? এবং এই গুলি উদ্ধারের পর তাঁকে কোন রকম জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে?এবার আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি গেইটের প্রথম চেকিংয়ের সময় অপারেটর সম্ভবত একটু উদাসীন ছিলেন, তাই প্রথম ধাপে ম‍্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিমানে বোর্ডিং এর আগের চেক পয়েন্টে — সৌভাগ্যক্রমে গুলিসহ ম‍্যাগাজিনটি চিহ্নিত হয়, এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান।এ বিষয়ে করা বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রায় সকল গণমাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশ ২.০ তে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেলো?আগামীতে কোন প্রকাশিত/প্রচারিত সংবাদ গায়েব করবেন না? যদি করেন। তাহলে গায়েব করা সংবাদের কেন্দ্রে গিয়ে তা এভাবে তুলে ধরতে আরো আগ্রহী হবো।Credit: Zulkarnain Saer

গল্প নাম: “দশ বছরের আকাশ, সাত মাসের পাথর”লেখক: মোঃ জাহিদুল ইসলামরিয়াদ শহরের গ্রীষ্ম তখন বেশ চড়া। দুপুরের রোদে দোকানের বা...
29/06/2025

গল্প নাম: “দশ বছরের আকাশ, সাত মাসের পাথর”
লেখক: মোঃ জাহিদুল ইসলাম

রিয়াদ শহরের গ্রীষ্ম তখন বেশ চড়া। দুপুরের রোদে দোকানের বাইরে গরম বাতাস যেন আগুনের হলকা ছুড়ে মারছে। শহরের এক কোণে ছোট্ট একটি রেস্টুরেন্টে আমি, রফিক ভাই, কাজ করি প্রায় দশ বছর ধরে। একঘেয়ে হলেও জীবনের ছন্দটা এভাবেই কেটে যাচ্ছিল।

সেই দুপুরেই ঘটল ঘটনাটা। রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক ডেলিভারি ড্রাইভারের চোখে আমি দেখলাম ক্লান্তি, হতাশা আর একটা অদ্ভুত শূন্যতা। সে এগিয়ে এসে কাঁধে হাত রাখল, বলল,
“ভাই, আপনি কি বাংলাদেশি? মুখ দেখে তো মনে হচ্ছে অনেক কষ্টের মধ্যে আছেন।”

আমি একটু হেসে বললাম,
“হ, ভাইজান, ১০ বছর হইল এই দেশে। বাঁচা-মরার মতোই চলতেছি।”

ড্রাইভার ছেলেটার নাম ছিল মারুফ। জানাল, সে মাত্র সাত মাস হলো সৌদি এসেছে। এখনো কোনো আইডি কার্ড, আকামা কিছু পায়নি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
“তাহলে দেশে যাবেন কিভাবে?”

উত্তরে বলল,
“শুনছি মক্কায় পুলিশ ধরে দেশে পাঠায় দিতেছে। ভাবতেছি ওদিকেই যামু। ধরা পড়লেই দেশে যেতে পারমু।”

পাবনা জেলার ছেলে সে। দেশে মা আছে, স্ত্রী আছে। এসেছিল স্বপ্ন নিয়ে—বাবার ঋণ শোধ করবে, ঘরের মেরামত করবে, ছেলেমেয়েকে স্কুলে পাঠাবে। কিন্তু আজ সে বিদেশের মাটিতে শূন্য হাতে, কাগজপত্র ছাড়া, ভবিষ্যত্‍হীন এক যাত্রায় আটকে আছে।

আমি বললাম,
“যে দালাল তোকে পাঠাইছে, তারে কিছু কস নাই?”

লজ্জায় মাথা নিচু করে বলল,
“ভাই, বলার সুযোগ নাই। আত্মীয়ের আত্মীয়। ভাইয়ের শ্বশুরের কাছের মানুষ। বলল ঢাকা অফিসে সমস্যা হইছে।”

জানলাম, সে এক গ্রুপে ৫৭ জনসহ এসেছে। সবাই একই অবস্থা—কেউ চাকরি পায়নি, কেউ আকামা পায়নি। এজেন্সি নাকি তাদের সৌদি পাঠিয়েই দায়মুক্ত হয়ে গেছে।

সেদিন অনেকক্ষণ আমরা দুজনে বসে ছিলাম। আমার ১০ বছরের পথ আর ওর সাত মাসের যুদ্ধ এক অদ্ভুত মিল তৈরি করল। দুজনেই যেন ভিন্ন দুই ধারার ট্র্যাজেডির ভাগীদার।

বিদেশে এসে মানুষ শুধু টাকা রোজগারের যন্ত্র না—তারা মানুষ, যাদের আশা আছে, পরিবার আছে, স্বপ্ন আছে। কিন্তু দালাল আর দুর্নীতির জালে তারা অনেকেই জীবনের শুরুতেই হেরে যায়।

আমি এই লেখার মাধ্যমে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রতিটি রেমিট্যান্স পাঠানো মানুষের পেছনে একটি গল্প থাকে, একটি সংগ্রাম থাকে। তাদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্বই নয়, এটি একটি মানবিক দায়।

আমরা চাই—প্রতারণা বন্ধ হোক, দালালচক্রের বিচার হোক, এবং প্রতিটি প্রবাসী যেন নিরাপদে, সম্মানের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করে কাজ করতে পারে। কারণ আমরা সবাই মানুষ, আর মানুষের কষ্টের গল্প কখনো যেন অদৃশ্য না হয়।



শেষ কথা:
এই গল্পটা শুধুই মারুফের না। এটা হাজারো মারুফের, যারা এখনো পথে। আজও যারা “দেশে যাওয়ার চেষ্টা করছি” বলেই বাঁচার আশা রাখে।

Address

Tangail

Telephone

+966538151727

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ প্রেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ প্রেমী:

Share