কওমী নিউজ

কওমী নিউজ সত্যের সাথে ইসলামের পথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতিকে ঢাকা বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নি...
05/07/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতিকে ঢাকা বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা আজ সকাল ১০টায় শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

এ মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে হবে - খেলাফত মজলিসঢাকা, ০৩ জুলাই ২০২৫:খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মা...
04/07/2025

এ মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে হবে - খেলাফত মজলিস

ঢাকা, ০৩ জুলাই ২০২৫:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা সম্ভব। এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগের সদিচ্ছা। কিন্তু উক্ত কাজে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক আঞ্চলিক কার্যালয় স্থাপনের অনুমোদন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সঠিক হয়নি। এখানে মানবাধিকার সুরক্ষার দোহাই দিয়ে সমকামিতা ও অবাধ যৌনাচার, মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে অবস্থান, পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের প্রশ্রয় দান সহ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার বিরুদ্ধে কোন অপতৎপরতা দেশপ্রেমিক জনতা কখনো মেনে নিব না। ইতিমধ্যে বাংলাদেশে নতুন করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসেবে একজন সমকামী ব্যাক্তিকে নিয়োগ দানে অভিযোগ উঠেছে। যা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতার জন্য এক হুমকি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। মূলনীতিতে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করতে হবে। নতুন করে যাতে কোন কর্তৃত্ববাদী শাসন আসন গেড়ে বসতে না পারে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে নির্বাচনে অর্থ ও পেশী শক্তির দাপট বন্ধে স্থায়ী বন্দোবস্ত থাকতে হবে। ঐকমত্যের ভিত্তিতে এই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে হবে।

সন্ধ্যা সোয়া ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ¦ আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, আলহাজ¦ আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল সদর পৌর শাখার কাউন্সিল ও কমিটি গঠন সম্পন্ন২৬ জুন ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবারটাঙ্গাইল সদরআলহ...
27/06/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল সদর পৌর শাখার কাউন্সিল ও কমিটি গঠন সম্পন্ন

২৬ জুন ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার
টাঙ্গাইল সদর

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দিকনির্দেশনার আলোকে টাঙ্গাইল সদর পৌর শাখার কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ কাউন্সিলে উপস্থিত প্রায় ১২০ জন মুরব্বি, ওলামায়ে কেরাম ও দ্বীনদার মানুষের লিখিত প্রস্তাবের ভিত্তিতে সবার সম্মতিতে কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত নেতৃত্ব

সভাপতি: মাওলানা মোঃ শহীদুল ইসলাম

সাধারণ সম্পাদক: আলহাজ্ব মাওলানা কে.এম আনছার আলী

সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা ফজলুল হক

সিনিয়র সহ-সভাপতি: হাফেজ মাওলানা আব্দুল বাতেন

অর্থ সম্পাদক: হাফেজ মাওলানা জুনায়েদ

দপ্তর সম্পাদক: মাওলানা নাজমুল হক

প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা রফিকুল ইসলাম

ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক :
মুফতি সাব্বির আহমদ ফারুকী।

এই সম্মানিত কমিটি পরবর্তী তিন বছর দ্বীনের খেদমতে নিয়োজিত থাকবেন ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন:

সভাপতিত্ব: মুফতি আব্দুল মালেক (উপজেলা আহবায়ক)

প্রধান অতিথি: মাওলানা ইয়াসিন আলী সাহেব (জেলা আহবায়ক)

প্রধান আলোচক: মুফতি আলী আজম খান সাহেব (জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক)

পরিচালনা: মাওলানা ক্বারী শামসুদ্দীন সাহেব (জেলা সদস্য সচিব)

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

মাওলানা শামসুজ্জামান সাহেব,
মুফতি শামসুল আলম সখিপুরী,
মুফতি মাহমুদুল হক সাহেব।
মুফতি এরশাদুল ইসলাম আলমগীর,
মুফতি নোমান মিয়াজী সাহেব।
মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
মাওলানা আব্দুর রহমান মাদানী
মুফতি সালাহউদ্দীন সাহেব
মুফতি সাদ রহমান সাহেব
হাঃ আলমগীর তালুকদার।
মাওলানা নুরুল ইসলাম,
মাওলানা আবু বকর।
মুফতি রফিকুল ইসলাম,
মুফতি সাইফুল ইসলাম,
মুফতি আসাদুল্লাহ খান,
মাওলানা সোলাইমান রিয়াজী,
হাঃ মাওঃ মুফতি আনিসুর রহমান।
মুফতি ইব্রাহিম খলিল (ঘাটাইল) প্রমুখ।

সভার এক পর্যায়ে জেলা হেফাজতের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি জমা দিতে নির্দেশনা প্রদান করা হয়।
মুফতি আলী আজম খান সাহেব বলেন,
এই নতুন কমিটি দ্বীনের খেদমতে একনিষ্ঠতা, আমানতদারি ও ইখলাসের সাথে কাজ করবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা নতুন নেতৃত্বকে কবুল করুন এবং দ্বীনের সঠিক পথে দৃঢ়ভাবে রাখুন-আমীন।

আগামি  ২৬/০৬/২০২৫ ইং, বৃহস্পতিবার,সময়: বাদ যোহর, ০২ টা ৩০ মিঃস্থান: টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে, হেফাজতে ইসলাম বাংলাদ...
25/06/2025

আগামি ২৬/০৬/২০২৫ ইং, বৃহস্পতিবার,

সময়: বাদ যোহর, ০২ টা ৩০ মিঃ

স্থান: টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে,

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল
পৌরসভা কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

সভাপতিত্ব করবেন: মুফতি আব্দুল মালেক সাহেব।
প্রধান মেহমান :মাওলানা ইয়াসিন আলী সাহেব।

প্রধান আলোচক: মুফতি আলী আযম খান সাহেব।

কাউন্সিল পরিচালনা: মাওলানা শামসুদ্দীন সাহেব।

বিশেষ মেহমান :মাওলানা ফজলুল করিম।
মুফতি মাহমুদুল হক।
মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
মাওলানা হারুন অর রশিদ।
মাওলানা হাফিজুর রহমান।
মাওলানা আবু বকর।
মাওলানা শহীদুল ইসলাম।
মাওলানা নুরুল ইসলাম।
মাওলানা আব্দুর রহমান মাদানী।
মুফতি সাইফুল ইসলাম।
মুফতি রফিকুল ইসলাম সহ।
জেলা ও উপজেলার সিনিয়র ওলামায়েকেরামগণ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
উক্ত কাউন্সিলে টাঙ্গাইল পৌরসভার সর্বস্তরের ওলামায়ে কেরাম দ্বীনদার বুদ্ধিজীবী ধর্মপ্রাণ তৌহিদী জনতা সহ ও আইম্মা হযরত দল মত নির্বিশেষে সকলের আন্তরিকতার সহিত উপস্থিতি কামনা করছি।

24/06/2025

মানিকগঞ্জের,ঘিওরে এই জুলুমের বিচারের জন্য,
আওয়াজ তুলুন, স্থানীয়রা এগিয়ে আসুন!

টাকা ছাড়াই জোর করে দোকানে কাজ করতে চায়, তাই টাকার কথা বলায় এবং টাকা ছাড়া কাজ করতে না চাওয়ায় মানিক কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের মালিক আলী আজম মানিককে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ নাসিম ভূঁইয়া গং ২৩/০৬/২০২৫ই‌ং তারিখে রাত্রি ৯:০০ ঘটিকার সময় দাড়ি ধরে টানাটানি ও মারধর করেছে (সিসিটিভি ফুটেজ)।

আমরা এই জুলুমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জালিমের কঠিন বিচার চাই।

ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরের যৌথ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত। ২১শে জুন,  পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব ম...
24/06/2025

ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরের যৌথ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত।

২১শে জুন, পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর এর যৌথ দায়িত্বশীল বৈঠক মহানগর উত্তর এর সভাপতি মুফতি এমরান ইউসুফ এর সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মনসুর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজ মহিউদ্দিন জামিল,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান, কেন্দ্রীয় নির্বাহি সদস্য মাওলানা ইকবাল হোসাইন, প্রমূখ।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সন্ত্রাসমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ------------------------------...
23/06/2025

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সন্ত্রাসমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
-------------------------------------------------------------------------------
ইরানের উপর যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মানবতা ধ্বংসের খেলায় মেতে উঠেছে-ইসলামী ঐক্যজোট
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সন্ত্রাসমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল সম্পূর্ণ বিনা উস্কানিতে ইরানে বর্বরোচিত হামলা করে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করেছে। এর ফলে ইরান-ইসরাইলের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধু সামরিক সহযোগিতাই দিচ্ছে না, বরং অযাচিতভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে সরাসরি সম্পৃক্ত হয়ে ইতিহাসের ঘৃণ্যতম নজির স্থাপন করেছে। আমরা সন্ত্রাসমূলক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, ইরানে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মানবতা ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করতে মরিয়া হয়ে কাজ করছে। ফলে আজ ইরান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন রক্তে রঞ্জিত।
তারা বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল যখন ফিলিস্তিন ও লেবাননের মুসলমানদের ওপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়, তখন কথিত মানবতার ধ্বজাধারী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইউরোপ রহস্যজনক নিরবতা পালন করে। অপরদিকে দখলদার ইসরাইল যখন কোনো মজলুম রাষ্ট্রের পক্ষ থেকে সামান্যতম প্রতিরোধের শিকার হয় কথিত মানবতার ধ্বজাধারী রাষ্ট্রগুলো আত্মরক্ষার দোহাই দিয়ে নির্লজ্জভাবে আগ্রাসী থাবা বিস্তার করে মজলুম দেশের ওপর। এভাবেই তারা বারবার সংঘাত তৈরি করে মুসলিম বিশ্বে যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিচ্ছে। এমতাবস্থায় সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ রোববার লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরার সভায় বক্তব্য রাখেন জোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতী শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মুফতী মনজুর মুজিব, মুফতী তাসলীম আহমদ, মুফতী আনিসুর রহমান, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মুফতী শামসুদ্দীন বড়াইলী, মাওলানা শহীদুল আনোয়ার, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আনসারুল হক ইমরানসহ শূরার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে জাতিসংঘ, ওআইসি, আরবলীগ এবং সভ্য বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্রগুলোকে জরুরী ভিত্তিতে আগ্রাসী যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয় এবং ইরান ও ফিলিস্তিনে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

শায়খে চরমোনাইয়ের নামে মিথ্যা বক্তব্য প্রচার, সতর্কইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল ...
23/06/2025

শায়খে চরমোনাইয়ের নামে মিথ্যা বক্তব্য প্রচার, সতর্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।
সোমবার (২৩ জুন) দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ফটোকার্ড শেয়ার করে এক বার্তায় বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে জানাচ্ছে যে, তিনি এই ধরনের কোনো কথা বলেননি। এটা ইসলামপন্থী দল ও জনতার মধ্যে বিভাজন তৈরি করা, বিতর্ক উস্কে দেওয়া এবং অস্থিরতা তৈরির একটি ঘৃণ্য প্রয়াস।

বার্তায় বলা হয়, আমরা দেশের সকল নাগরিক ও ইসলামপন্থী জনতাকে অনুরোধ করে বলবো, এখন রাজনীতিতে মিথ্যা, অপতথ্য, ভুলতথ্যকে এক শ্রেণীর নোংরা ও অশুভ মানসিকতার লোকেরা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এটাও তেমনি একটি অশুভ ও নোংরা প্রচারণা। সকলকে এই ধরণের অকৌশল সম্পর্কে সচেতন থাকার আহবান করছি।

খেলাফত মজলিসে যোগদান করলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিজি হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান ড...
23/06/2025

খেলাফত মজলিসে যোগদান করলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিজি হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান ডা. জহির উদ্দিন আহমেদ।

পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ, এসময় উপস্থিত ছিলেন নায়েবে
আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদৌস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান, বিশিষ্ট সমাজ সেবক মো: মিজানুর রহমান হাওলাদার, ঢাকা মহানগরী দক্ষিণের সহ সাধারণ এইচ এম হুমাযুন কবির আজাদ, পটুয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মো: মহিউদ্দিন, সহ সভাপতি মিজানুর রহমান তসলিম, কলাপাড়া উপজেলার সভাপতি মাওলানার মো: সাইফুর রহমান, সহসভাপতি হাফেজমো: শিহাব উদ্দিন, মো: আশরাফ উদ্দিন প্রমুখ।

ইরানে ই-s-রা-a-ইলী হামলা ও গাজায় অব্যাহত গণ/হ/ত্যার প্রতিবাদে বিক্ষো/ভ অনুষ্ঠিত-----------------------------------------...
20/06/2025

ইরানে ই-s-রা-a-ইলী হামলা ও গাজায় অব্যাহত গণ/হ/ত্যার প্রতিবাদে বিক্ষো/ভ অনুষ্ঠিত
-------------------------------------------------
ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ই-s-রা-a-ইলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে - খেলাফত মজলিস

ঢাকা, ২০ জুন ২০২৫:
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ই-s-রা-a-ইল সকল প্রকার সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ই-s-রা-a-ইল ইরানের অবকাঠামো ধ্বংস সহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানী ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়ানোর জন্য ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আগ্রাসী ই-s-রা-a-ইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আরো তীব্রভাবে দিতে হবে। এই অবৈধ রাষ্ট্রটি শান্তিকামী মানুষের জন্য হুমকি। ই-s-রা-a-ইলের পক্ষে যারা ভূমিকা পালন করবে তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ই-s-রা-a-ইলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে ধ্বংস করার বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায় তাদের পতন অনিবার্য্য। ইরানের প্রতিরোধের মুখে ই-s-রা-a-ইলের রাজধানীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলী নাগরিকদেরও অনুভব করা উচিৎ বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের সবকিছু হারানোর বেদনা কত কষ্টের! ড. আহমদ আবদুল কাদের আজ বাদ জুম্মা খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইরানে ই-s-রা-a-ইলী হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী সহ-সভাপতি মুফতি সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সেলিম হোসেন, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

আজ ১৯/০৬/২০২৫ ইং,হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠন সম্পন্ন।হযরত গোপন ব্যালট শব্দটা অনেকেই...
19/06/2025

আজ ১৯/০৬/২০২৫ ইং,হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠন সম্পন্ন।

হযরত গোপন ব্যালট শব্দটা অনেকেই বুঝেনা,

বুঝার সার্থে কথাটা এভাবে ক্লিয়ার করে বলা যেতে পারে

টাংগাইলের দেলদুয়ারে
কাউন্সিল/ কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি ব্যক্তির কাছ থেকে লিখিত প্রস্তাবের মাধ্যমে
প্রস্তাবিত নাম গুলোর রায় যেদিকে বেসি আসে সেই অনুযায়ী হেফাজতে ইসলাম এর কমিটি গঠন করা হয়েছে।

এতে মুফতি আসাদুল্লাহ খান কে সভাপতি,
মাওলানা হুমায়ূন কবীর কে সাধারণ সম্পাদক,
ও মুফতি আব্দুল কাদের মাহমুদ
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বৃহস্পতিবার বিকাল ৩ টায়,দেলদুয়ার উপজেলার
আরমৈষ্টা মাদরাসা মসজিদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মুফতি আলী আযম খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়াজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা ইয়াসিন আলী , হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব
ক্বারী মাওলানা শামসুদ্দীন,জেলা আহবায়ক সদস্য মুফতি আব্দুল মালেক, মুফতি মাহমুদুল হক, মুফতি রফিকুল ইসলাম,মাওলানা আব্দুর রহমান মাদানী,জেলা আহবায়ক সদস্য আলহাজ মাওঃ কে.এম আনছার আলী,
মাওলানা নুরুল ইসলাম,মাওলানা নাজমুল হক,মাওলানা ছানোয়ার হোসেন সরকার,মির্জাপুর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আলহাজ্ব মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল সদর থানা সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর,ও জামিয়া কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি এরশাদুল ইসলাম আলমগীর প্রমুখ।

কাউন্সিলে কোন পদে কেউ প্রার্থী না হলেও প্রায় ৯০ জনের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি ব্যক্তির কাছ থেকে লিখিত প্রস্তাবের মাধ্যমে সভাপতি সম্পাদ নির্বাচিত হন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা আলী আজম বলেন, ১০১ সদস্য বিশিষ্ট দেলদুয়ার উপজেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ।

সভাপতি - মুফতি আসাদুল্লাহ খান,

সাধারণ সম্পাদক - মাওলানা হুমায়ুন কবির

সাংগঠনিক সম্পাদক- মুফতি আঃ কাদের মাহমুদ,

দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ নাফি সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করে জেলা হেফাজতে ইসলামের আহবায়ক সদস্য সচিব মওলানা শামসুদ্দীন ঘোষণা করে,
আগামি ৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে বলেন।

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে শোকঢাকা, ১৮ জুন ২০২৫: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্...
18/06/2025

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে শোক

ঢাকা, ১৮ জুন ২০২৫: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আফতাব উদ্দিন আজ সকাল সাড়ে ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন ও ইসলামী আন্দোলনের অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।

আজ বাদ জোহর গোপালগঞ্জ সদর হাসপাতালের পার্শ্বে মারকাজ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হবেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

শায়খুল হাদীস মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মাওলানা আফতাব উদ্দিন আমৃত্যু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক ছিলেন। কর্মজীবনেও তিনি ইসলামী শিক্ষা ও দাওয়াত নিয়ে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন বিনয়ী, মৃদুভাষী ও চিন্তাশীল ব্যক্তিত্বকে হারালাম। আল্লাহ তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে অধিষ্ঠিত করুন। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসিরুদ্দিন, সহ জোন পরিচালক মাস্টার জুলহাস আহমদ, গোপালগঞ্জ জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিয়া।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when কওমী নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share