Govt. Saadat College Debating Club GSC-DC

Govt. Saadat College Debating Club GSC-DC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govt. Saadat College Debating Club GSC-DC, Digital creator, Tangail, Tangail.

আজ ১২-ই আগষ্ট ২০২৫ সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের কক্ষে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন ক্...
12/08/2025

আজ ১২-ই আগষ্ট ২০২৫ সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের কক্ষে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন ক্লাস(উন্মুক্ত সেশন) সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজে ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ড. আরমান হোসাইন আজম স্যার, উপদেষ্টা নাইমুল ইসলাম স্যার , উপদেষ্টা রাজিবুল ইসলাম স্যার, সানজিদা মেহের নাহিদা (সভাপতি), শাহরিয়ার রহমান সাজিদ(সাধারণ সম্পাদক), ডিবেটিং ক্লাবের সকল সম্পাদক এবং সকল সদস্য।

এসময় বিতর্কের মৌলিক বিষয়াবলি , ক্লাবের অর্জন, অতীত ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্লাবের সম্ভাবনা, বর্তমান কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপদেষ্টামন্ডলী, ক্লাবের সম্পাদকমণ্ডলী ও সদস্যগণ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের আয়োজনকে সফল করেছে। ক্লাবের ঐতিহ্য ও সফলতা ধরে রাখতে সকলের দোয়া প্রার্থী।

ধন্যবাদান্তে
শাহরিয়ার হাসান সাজিদ
সাধারণ সম্পাদক।

উন্মুক্ত সেশন :অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা আগামী মঙ্গলবার (১২ ই আগস্ট ২০২৫) ডিবেটিং ক্লাবের নবীন সদস্যদের জন্য প...
09/08/2025

উন্মুক্ত সেশন :

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা আগামী মঙ্গলবার (১২ ই আগস্ট ২০২৫) ডিবেটিং ক্লাবের নবীন সদস্যদের জন্য প্রথম উন্মুক্ত সেশনের আয়োজন করতে যাচ্ছি।
যাদের বিতর্ক সম্পর্কে আগ্রহ আছে, যারা যুক্তি নিয়ে খেলতে ভালোবাসেন এবং নিজেকে শাণিত একজন মানুষ হিসেবে তৈরি করতে চান তাদের সকলের জন্য এটি সুবর্ণ সুযোগ। আগ্রহী সকলকেই সেশনটিতে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছি।

বিস্তারিত জানতে পেইজে অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন
: +8801518751130

📌 সেশন অনুষ্ঠিত হবে:
📅 তারিখ: ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার
🕘 সময়: সকাল ১১.১৫ ঘটিকা
📍 স্থান: কলেজের ডিবেটিং ক্লাব রুম

সানজিদা মেহের নাহিদা,
সভাপতি
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

05/08/2025

নোটিশ
আগামী মঙ্গলবার (১২ ই আগস্ট ২০২৫) ডিবেটিং ক্লাবের নবীন সদস্যদের জন্য প্রথম সেশন অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে, তাদেরকে অনুরোধ করা যাচ্ছে যত দ্রুত সম্ভব সদস্য ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য। প্রতিদিন ক্লাবে এসে সদস্য ফর্ম পূরণ করতে পারবেন।

প্রতিনিধির নম্বর : +8801518751130

📌 সেশন অনুষ্ঠিত হবে:
📅 তারিখ: ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার
🕘 সময়: সকাল ১১.১৫ ঘটিকা
📍 স্থান: কলেজের ডিবেটিং ক্লাব রুম

সকল আগ্রহী নবীন সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সেশনে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

সানজিদা মেহের নাহিদা,
সভাপতি
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের বর্ষাকালীন উৎসব
29/07/2025

সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের বর্ষাকালীন উৎসব

নোটিশ :প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহব্যা...
26/07/2025

নোটিশ :

প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু হতে যাচ্ছে। যারা যুক্তিবিন্যাস, সমসাময়িক বিষয়াবলি, ও মত প্রকাশের দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী, তারা এই ক্লাবের সদস্য হতে পারেন।

সদস্য হওয়ার জন্য যা করতে হবে:
👉 কলেজের যেকোনো বর্ষের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন (প্রথম বর্ষের শিক্ষার্থীদের উৎসাহিত করছি)
👉 নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে
👉 নির্ধারিত তারিখে পরিচিতি ও প্রাথমিক বাছাই পর্বে অংশ নিতে হবে

সদস্য সংগ্রহ চলবে:
📅 ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত

ফর্ম সংগ্রহ ও জমাদানের স্থান:
📍 কলেজ ডিবেটিং ক্লাব অফিস/নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে

যোগাযোগ:

সম্পাদক :+8801518751130

নতুনদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। যুক্তির মাধ্যমে নিজেকে গড়তে চাইলে এই সুযোগ হাতছাড়া করবেন না!

সভাপতি,
সানজিদা মেহের নাহিদা
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

21/07/2025

Government Saadat College Debating Club family deeply saddened by the accident that took place on the Milestone premises. Our heartfelt condolences go out to the families of the deceased and the injured.

Sanjida Meher Nahida
President
government Saadat College Debating Club

19/07/2025

📌 নোটিশ
তারিখ:১৯ জুন,২০২৫

বিষয়: ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে "মোরগ পার্টি/হাঁস পার্টি" আয়োজন।

স্নেহের সহপাঠী বন্ধুরা,
আসসালামু আলাইকুম।

টানা ক্লাস, নিয়মিত উপস্থিতি আর নানা ব্যস্ততায় আমরা সবাই কিছুটা একঘেয়ে হয়ে পড়েছি। সবার মাঝেই একটু বিনোদনের ক্ষুধা কাজ করছে, তাই নয় কি?

এমতাবস্থায় ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে একটুখানি ভিন্নধর্মী আনন্দ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে— "মোরগ পার্টি" অথবা "হাঁস পার্টি"!
এটি এ মাসে যেকোনো সুবিধাজনক দিনে আয়োজন করার কথা ভাবা হচ্ছে, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে।

🔹 বর্ষার এই স্নিগ্ধ সময়ে আমরা মিলে হাসি, গল্প আর খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে কিছুটা সময় কাটাতে চাই।
🔹 এই আয়োজন সফল করতে প্রতিজন শিক্ষার্থীকে ১০০ টাকা করে চাঁদা প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
🔹 স্থান ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এই আয়োজন কেবল খাওয়া-দাওয়ার নয়—এটা হবে বন্ধুত্বের, একতার, এবং আনন্দের এক অনন্য অভিজ্ঞতা।

📍 বিশেষ অনুরোধ:

নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা প্রদান নিশ্চিত করুন।

অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সুন্দর করতে সক্রিয় অংশগ্রহণ করুন।

পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পরস্পরের প্রতি সৌহার্দ্য বজায় রাখার অনুরোধ রইল।

চলুন সবাই মিলে একটু আনন্দ করি, ক্লাসের ক্লান্তি দূর করি, আর নতুন উদ্যমে সামনে এগিয়ে যাই।

ধন্যবাদান্তে,
সানজিদা মেহের নাহিদা
সভাপতি
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

06/07/2025

নোটিশ :

সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবে এখন থেকে বাংলা ও ইংরেজি – দুটি সেশনই নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

🔹 বাংলা সেশন (১১.১৫ থেকে শুরু) এবং
🔹 ইংরেজি সেশন (১২.০০ থেকে শুরু)

আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে, যাতে সকল শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারেন।

✅ যে কেউ নিজের পছন্দমতো সেশনে অংশগ্রহণ করতে পারবেন।
✅ উভয় সেশনে অংশ নেওয়ার সুযোগও থাকবে।

আগ্রহী সকল শিক্ষার্থীকে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

স্থান : সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

সানজিদা মেহের নাহিদা
সভাপতি,
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের কার্যক্রমের অ...
31/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের কার্যক্রমের অংশবিশেষ।

🟢শিক্ষার্থীদের সিট প্ল্যান বুঝিয়ে দেওয়া
🟢তাদের গুরুত্বপূর্ণ কাগজ, ব্যাগ ও মোবাইল ফোন সংরক্ষণ করা
🟢পানি, কলম দিয়ে সাহায্য করা
🟢বিশ্রামের ব্যবস্থা সহ বিভিন্নভাবে সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা পরীক্ষার্থীদের সহযোগিতা করেছেন।

📢 নোটিশভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কআয়োজনে: সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবতুমি কি ভর্তি পরীক্ষা দিতে এসে নতুন জ...
30/05/2025

📢 নোটিশ

ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক
আয়োজনে: সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

তুমি কি ভর্তি পরীক্ষা দিতে এসে নতুন জায়গা, রুটিন বা কেন্দ্র নিয়ে দ্বিধায় ভুগছো?
তবে আর দুশ্চিন্তার কিছু নেই!

সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব তোমাদের সহযোগিতার জন্য আয়োজন করেছে একটি হেল্প ডেস্ক, যেখানে তুমি পাবে:

✅ ভর্তি পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য
✅ সঠিক ভবন ও কক্ষ খুঁজে পেতে সহায়তা
✅ মানসিক সাপোর্ট ও উৎসাহ
✅ পানীয় জল ও জরুরি প্রয়োজনীয় সামগ্রীতে সহায়তা

📍 স্থান: কলেজ মেইন গেটের পাশে (হেল্প ডেস্ক ব্যানারের নিচে)
🕘 সময়: পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে থেকে শুরু

ভর্তি পরীক্ষার দিন আমরা থাকবো তোমাদের পাশে —
ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলো!

সানজিদা মেহের নাহিদা,
সভাপতি,
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব

26/05/2025

আপনি কি আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে নিজেকে উপস্থাপন করতে চান?
আপনার শাণিত যুক্তির শক্তিকে মঞ্চে তুলে ধরতে চান?

তাহলে আপনার জন্য দারুণ সুযোগ!

সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব প্রথমবারের মতো আয়োজন করছে
ইংলিশ ডিবেট ও পাবলিক স্পিকিং প্রশিক্ষণ সেশন!

যা শিখবেন:

ইংরেজিতে বক্তৃতা ও বিতর্ক

স্পিচ ডেলিভারি ও বডি ল্যাঙ্গুয়েজ

প্রেজেন্টেশন স্কিল

প্রশ্ন-উত্তরের কৌশল

আত্মবিশ্বাস গড়ে তোলা

যাদের জন্য:
সরকারি সা'দত কলেজের যেকোনো আগ্রহী শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

সময় ও স্থান:
প্রতি মঙ্গলবার, সকাল ১১.১৫ ঘটিকা, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের কক্ষে।

রেজিস্ট্রেশন: ক্লাবে এসে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারেবন।

আপনার কণ্ঠ হতে পারে পরিবর্তনের হাতিয়ার।
আজই যুক্ত হন সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের সাথে।

ধন্যবাদান্তে,
সানজিদা মেহের নাহিদা
সভাপতি, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব।

Address

Tangail
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Saadat College Debating Club GSC-DC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share