Abdur Rahman bd

Abdur Rahman bd আসসালামু ওয়ালাইকুম আমাদের ইসলামিক পেজে আপনাকে স্বাগতম

🤲হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট।বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার স...
02/04/2025

🤲হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট।বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।😪

সত্যিকারের বন্ধুত্ব হল সুস্থ স্বাস্থ্যের মতো; এটি হারিয়ে না যাওয়া পর্যন্ত এর মূল্য খুব কমই জানা যায়।
01/04/2025

সত্যিকারের বন্ধুত্ব হল সুস্থ স্বাস্থ্যের মতো; এটি হারিয়ে না যাওয়া পর্যন্ত এর মূল্য খুব কমই জানা যায়।

✨ ঈদ মোবারক! ✨প্রিয় ফেসবুক পরিবার, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।ঈদ মানে আনন্দ, ঈদ মানে স...
31/03/2025

✨ ঈদ মোবারক! ✨

প্রিয় ফেসবুক পরিবার, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করা। এই পবিত্র দিনে সুখ-শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সকলের সাথে ঈদের খুশি ভাগাভাগি করুন।

আমার এই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক! 🌙✨

30/03/2025

🎉 ঈদ মোবারক! 🎉 ঈদের দিন মানেই খুশি, আনন্দ আর উৎসবের দিন! কিন্তু আপনি জানেন কি, এই পবিত্র দিনে কিছু বিশেষ সুন্নত আমল রয়েছে, যা পালন করলে আমাদের ঈদ আরও বরকতময় হয়ে ওঠে?

এই ভিডিওতে আমরা জানবো ঈদের দিনের ৯টি গুরুত্বপূর্ণ সুন্নত, যা আমাদের প্রিয় নবী (ﷺ) পালন করতেন। আপনি যদি চান আপনার ঈদ আরও সুন্দর ও অর্থবহ হোক, তাহলে এই সুন্নতগুলো মেনে চলতে ভুলবেন না!

✅ এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✔️ ঈদের সকালে প্রথম কাজ কী করা উচিত?
✔️ নবীজি (ﷺ) ঈদের দিনে কী খেতেন?
✔️ ঈদের নামাজের আগে-পরে করণীয় সুন্নত আমল
✔️ কিভাবে তাকবির ও দোয়ার মাধ্যমে ঈদকে আরও বরকতময় করবেন?
✔️ ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সহজ উপায়!

📢 এই ঈদে আসুন আমরা নবীজির সুন্নত অনুসরণ করি এবং খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিই!

🔔 ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং পেজটি ফলো করুন!
✍️ কমেন্টে জানান, আপনি এই ঈদে কোন সুন্নতগুলো পালন করবেন?
#ঈদের_সুন্নত ্পেশাল

যে রব! গাছের ডালে ঘুমন্ত পাখিকেও পড়তে দেয় নাআপনি কিভাবে ভাবলেনসেই আল্লাহ আপনার হৃদয়ের কথা শোনেন নাআপনি কিভাবে ভাবলেন সে...
29/03/2025

যে রব! গাছের ডালে ঘুমন্ত পাখিকেও পড়তে দেয় না

আপনি কিভাবে ভাবলেন

সেই আল্লাহ আপনার হৃদয়ের কথা শোনেন না

আপনি কিভাবে ভাবলেন সে আল্লাহ আপনার কথার সারা দিচ্ছে না

আমার আল্লাহ এমন ভাবে আপনাকে দিবেন

আপনি যা চেয়েছেন তার চেয়েও বেশি দিবেন

সেই জন্য আল্লাহর উপর ভরসা রাখুন

তাওয়াক্কুল করুন আমার মালিকের উপর

আমার আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন

29/03/2025

🌙 লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও উত্তম রহমতের রাত! 🌙

আপনি কি জানেন, একটি রাতের ইবাদত যদি ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি সওয়াব নিয়ে আসে, তাহলে আমরা কি তা হাতছাড়া করতে পারি? 🤯

এই ভিডিওতে আমরা শেয়ার করছি লাইলাতুল কদরের সঠিক আলামত, যা কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করা হয়েছে! 📖✨ এছাড়াও থাকছে—
✅ কিভাবে চিনবেন লাইলাতুল কদর?
✅ কোন দোয়া পড়লে গুনাহ মাফ হবে?
✅ এই রাতে কী কী ইবাদত করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে?

👉 এই রাতটিই হয়তো হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ! তাই দেরি না করে, এখনই ভিডিওটি দেখুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন!

📌 ভুলে যাবেন না:
🔔 ফলো করুন – যেন কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও মিস না হয়!
👍 লাইক দিয়ে অন্যদের উৎসাহিত করুন!
💬 কমেন্টে জানান, আপনি লাইলাতুল কদরের কোনো আলামত অনুভব করেছেন কি না!

সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে..🌼তুমি কি রাগ করেছো গোলাপ দেইনি বলে?🌹তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়ে দামি..🥀তাই তো ত...
17/01/2025

সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে..🌼

তুমি কি রাগ করেছো গোলাপ দেইনি বলে?🌹

তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়ে দামি..🥀

তাই তো তোমায় সবসময় মিস করে আমি..।✨

16/01/2025

শ্রেষ্ঠ মোনাজাত || ||Islamicstory ||

কার কার এরকম বেস্ট ফেন্ডস আছে প্লিজ সারা দাওএবং তুমার সেই বেস্ট ফেন্ডের নামটা লিখে যাও❤️
20/10/2024

কার কার এরকম বেস্ট ফেন্ডস আছে প্লিজ সারা দাও
এবং তুমার সেই বেস্ট ফেন্ডের নামটা লিখে যাও❤️

এই শুক্র ও শনিবার (৯-১০ আগস্ট) গ্রামীণফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি (ভোর ৬টা - সন্ধ্যা ৬টা)। কোন প্যাক লাগবে ...
09/08/2024

এই শুক্র ও শনিবার (৯-১০ আগস্ট) গ্রামীণফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি (ভোর ৬টা - সন্ধ্যা ৬টা)। কোন প্যাক লাগবে না।

চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হায়রে বাংলাদেশ 😪😪
30/07/2024

চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হায়রে বাংলাদেশ 😪😪

Address

Tangail

Telephone

+8801311764758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Rahman bd:

Share