Tangail District

Tangail District Tangail formerly Tangail Upzilla of Greater Mymensingh district is a district in the central region of Bangladesh.

We will try to highlight all the issues including the history, heritage, culture of Tangail district. tangail, tangail bangladesh, populations, tangail district, tangail bangladesh, tangail weather today, tangail weather tomorrow, tangail district thana, tangail tour, in tangail, at tangail, the tangail, Tangail district, Tangail sadar upazila, Tangail Sadar Upazila, tangail zilla, Tangail Tour,

বর্তমান টাংগাইল প্রি-ক্যাডেট স্কুল তখন জেলখানা ছিল। কিন্তু দেওয়াল ছিল না। চারদিকে লম্বালম্বা বাঁশের বেড়া, তার মধ্যে একখা...
28/07/2025

বর্তমান টাংগাইল প্রি-ক্যাডেট স্কুল তখন জেলখানা ছিল। কিন্তু দেওয়াল ছিল না। চারদিকে লম্বালম্বা বাঁশের বেড়া, তার মধ্যে একখানা খড়ের ছোট ঘর, কয়েদিরা সেখানে থাকত।

মোক্তার মহাশয়দের কী হিন্দু কী মুসলমান, তখন সকলেরই পোশাক ছিল পরিধানে ঢোলা পাজামা বা ধুতি, গায়ে চাপকান, মাথায় শামলা, একখানা চাদর পশ্চাদ দিক হতে মুড়িয়ে সম্মুখের দিকে এনে আড়াআড়ি ভাবে কাঁধের উপরে ঝুলানো। মোক্তারদের মধ্যে কেউ কেউ অতি প্রকান্ড একটি তালপাতার ছাতার নিচে কাছারিতে আসতেন। ঐ ছাতাটি একজন মালী বহন করে আনতো।

যমুনা রেলসেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাকে যুক্ত করেছে। এ...
28/07/2025

যমুনা রেলসেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাকে যুক্ত করেছে।

এই সেতুর ৮৫ ভাগ টাঙ্গাইল জেলার এবং বাকি অংশ সিরাজগঞ্জে। যমুনা নদীর উপর যমুনা সেতুর ৩০০ মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলক ভাবে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

সেতুটি ২০২৫ সালের ১৮ মার্চ উদ্বোধন করা হয়।

পদ্মমনি পুকুর! 💥 এই পুকুর ঘিরেই আছে টাংগাইলের ইতিহাসের অনেকটা। এটি বড় পুকুর নামে পরিচিত। এর পাশেই বিন্দুবাসিনী সরকারি বা...
28/07/2025

পদ্মমনি পুকুর! 💥 এই পুকুর ঘিরেই আছে টাংগাইলের ইতিহাসের অনেকটা। এটি বড় পুকুর নামে পরিচিত। এর পাশেই বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

টাংগাইলের বাঁশ ও বেত শিল্প💥টাঙ্গাইলের বাঁশ ও বেতশিল্পেরও রয়েছে একটি সুপ্রাচীন ইতিহাস। বাঁশ দিয়ে শুধু বাঁশি তৈরি হয় নি। এ...
28/07/2025

টাংগাইলের বাঁশ ও বেত শিল্প💥

টাঙ্গাইলের বাঁশ ও বেতশিল্পেরও রয়েছে একটি সুপ্রাচীন ইতিহাস। বাঁশ দিয়ে শুধু বাঁশি তৈরি হয় নি। এদিয়ে তৈরি হয়েছে নানাবিধ উপকরণ। টাঙ্গাইলের বেতঝোপ থেকে বেত কেটে এনে হাতের গুণে তৈরি করা হয় নানা প্রকার ব্যবহার যোগ্য জিনিস। বেতের ডালিয়া, ধান চাউলের বেড় ও তিল তিসি, সরিষা রাখার ছোট বড় ডুলি। বাটখারা প্রচলনের পূর্বে পাঁচসেরি মুনকা বা ধামার ব্যবহার ছিল। এখনো গ্রামাঞ্চলে ব্যবহৃত হয়। বাঁশের চটি দিয়ে তৈরি হয় ডালি, চাটাই, ধাড়ি, কাইত্যা, বেড়, ডুলি, ঘরের বেড়া। এছাড়াও টুকরি, ঝাকা, কূলা, চালনি, খালই, তালাই প্রভৃতি। আজো গ্রাম বাংলায় কৃষিকাজ করার জন্য কৃষকের মাথায় মাথাইল ব্যবহৃত হয়ে আসছে। টাঙ্গাইলের বিপুল সংখ্যক নারীপুরুষ বাঁশজাত সামগ্রী তৈরির কাজে নিয়োজিত আছেন।

টাঙ্গাইলের পাট বেতের সাহায্যে চমৎকার হস্তশিল্প শীতল পাটি তৈরি হয়। বুনন কৌশলে ও কাজের দক্ষতায় যে কোনো সাধারণ পাটিতেও ফুটিয়ে তোলা হয় জ্যামিতিক নকশা। এছাড়া জীবজন্তু, ব্যবহার্য দ্রব্যাদি, ফুল, লতাপাতা, মিনার, মসজিদ, নৌকা, পালকী, প্রভৃতি ফুটে উঠে শীতল পাটির বুননের মাধ্যমে। টাঙ্গাইলের কালিহাতি ঘাটাইল, বাশাইল, মির্জাপুর, নাগরপুর ও দেলদুয়ারের পাইতারা সম্প্রদায় পটিয়াল বলে পরিচিত। তারা সাধারণ ও শীতল পাটি বুনে থাকে। টাঙ্গাইলের গ্রামাঞ্চলে ৫/৭ ফুট উঁচু একপ্রকার গাছের ছাল দিয়ে পাটি তৈরি করা হয়। গরমের সময় কারুকার্যময় শীতল পাটি বিছানায় ব্যবহার করলে শরীর ঠান্ডা হয়। এক সময় টাঙ্গাইলের পাটি সুদূর কলকাতাসহ বিভিন্ন জায়গায় রপ্তানি হতো। টাঙ্গাইলে এখনও পাটি বোনার যথেষ্ট কারিগর রয়েছে। বিশেষভাবে এলাসিনের কিছু কারিগরেরা সিলেটের মতো উৎকৃষ্ট পাটি প্রস্তুত করতে পারে। কুটিরশিল্পের ক্ষেত্রে এটি একটি বড় অঙ্গ। কাগমারী, তারটিয়া, মটরা, এলাসিন, কালিহাতী, মির্জাপুর প্রভৃতি পাটুনিদের তৈরি জিনিষ সমূহ বিশেষভাবে সমাদৃত। এই শিল্পের সম্ভাবনা এখনো প্রচুর। তবে কাঁচামালের অভাব এবং উপযুক্ত মূল্য না পাওয়ার ফলে এই শিল্প হুমকির সম্মুখীন।

আধুনিক ব্রয়লার মুরগির আকার গত কয়েক দশকে নাটকীয়ভাবে বেড়েছে, যার পেছনে আছে নির্বাচিত প্রজনন (selective breeding) ও উন্...
27/07/2025

আধুনিক ব্রয়লার মুরগির আকার গত কয়েক দশকে নাটকীয়ভাবে বেড়েছে, যার পেছনে আছে নির্বাচিত প্রজনন (selective breeding) ও উন্নত খাদ্য ব্যবস্থাপনা। USDA-এর তথ্য অনুযায়ী, বাজারজাত মুরগির গড় ওজন ১৯৭৫ সালে যেখানে ছিল ৩.৭৬ পাউন্ড, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৫৭ পাউন্ডে— যা ৫০ বছরে প্রায় ৭৫% বৃদ্ধি।

আরও দীর্ঘ সময়ের দৃষ্টিতে দেখলে বৃদ্ধি আরও বেশি চোখে পড়ে: ১৯৫০-এর দশকের তুলনায় আজকের মুরগির ওজন ৪০০% বেশি। ব্রয়লার মুরগির এত দ্রুত বৃদ্ধি, যা এখন মাত্র ৪৭ দিনে অর্জন করা হয় তা ১৯২৫ সালে সময় লাগত ১১২ দিন। বিষয়টা ব্রয়লার এর খাদ্যের গুণমান, পশুর কল্যাণ ও আমরা আসলে কী খাচ্ছি এই বিষয়ে প্রশ্ন তোলে।

উৎস: ন্যাশনাল চিকেন কাউন্সিল / USDA ব্রয়লার পারফরমেন্স ডেটা

টাংগাইলে মৃৎ শিল্প💥মাটি আর মানুষ আমাদের বড় সম্পদ। এ সত্যের প্রকাশ ঘটেছে টাঙ্গাইলের মৃৎশিল্পে। টাঙ্গাইলের এঁটেল মাটির তৈজ...
27/07/2025

টাংগাইলে মৃৎ শিল্প💥

মাটি আর মানুষ আমাদের বড় সম্পদ। এ সত্যের প্রকাশ ঘটেছে টাঙ্গাইলের মৃৎশিল্পে। টাঙ্গাইলের এঁটেল মাটির তৈজসপত্র দ্রব্যাধার পুতুল ও দেবদেবীর বিগ্রহ দেখতে সুন্দর, কাজে টেকসই। গবাদি পশুর সম্মুখে যে-পাত্রে খাওয়া দেওয়া হয় তার নাম চাড়ি।

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে এটি তৈরি হয়। এছাড়া মটকি বা কোলা বা বিশাল বপু পাতিল তৈরি হয় টাঙ্গাইলের বিভিন্ন কুমার/ পাল পাড়ায়। পোড়া মাটির টালি এক সময় এখান থেকেই গোটা ময়মনসিংহ জেলায় চাহিদা মেটাত। ফুলের টব ও পাতা-কুয়ার মাটির পাট তৈরিতেও টাঙ্গাইলের কুমার সম্প্রদায় সুদক্ষ।

গোপালপুর থানার সূতী, ডুবাইল, বাগুয়াটা, কালিহাতীর বল্লা, টাঙ্গাইল সদরের করটিয়া, গালা, মির্জাপুরের জামুকী, মধুপুরের ধনবাড়িসহ বিভিন্ন স্থানের কুমাররা আজো শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে আসছে। মাটির তৈজসপত্র, সানকি, হাড়ি, সরা, বাটি, পিঠা তৈরির ছিদ্রযুক্ত পাতিল।

দইয়ের ঠিলা, কোলা, গুড়ের মটকি প্রভৃতি টাঙ্গাইলের কুমারদের অনবদ্য সৃষ্টি। এসব মাটির জিনিসপত্র সাধারণত বিভিন্ন হাটবাজার ও মেলায় বিক্রি হয়। ফেরি করেও বিক্রি করা হয়।

টাঙ্গাইলের কুমারদের মধ্যে অনেকে প্রতিমা নির্মাণে সিদ্ধহস্ত। এছাড়া ঘোড়া, গরু, বাঘ, হাতি, কুকুর, মাছ, আম, কাঁঠালসহ নানা ধরনের খেলনা শিশুদের মনোরঞ্জন করতে সক্ষম হয়। টাঙ্গাইলের এই শিল্পের উন্নয়নে আজো কিছু করা হয় নি। আদিমকালের সাজ সরঞ্জাম দিয়ে কুমাররা এখনো কাজ করে যাচ্ছেন

গ্রামের হাট বাজার।বারিন্দা হাট, নাগরপুর - মির্জাপুর, টাঙ্গাইল☘️
27/07/2025

গ্রামের হাট বাজার।
বারিন্দা হাট, নাগরপুর - মির্জাপুর, টাঙ্গাইল☘️

এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত💥২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের ট...
27/07/2025

এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত💥

২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ।

মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে।

চলছে বৃক্ষমেলা!  সময় করে ঘুরে আসতো পারেন ☘️
27/07/2025

চলছে বৃক্ষমেলা! সময় করে ঘুরে আসতো পারেন ☘️

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের আ...
26/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের আরেকটি মেডিকেল টিম গত ২৪ জুলাই রাত ১০টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছায়। সিঙ্গাপুর থেকে আগত এই দ্বিতীয় মেডিকেল টিমের সদস্যরা হলেন: Chow Wing Kit Chester (Zou Yongjie), Wei Guiru, Tan Kwee Yuen, Wong Jolin এবং Irene Wong Mei Jin।

এই বিশেষজ্ঞ দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবে।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tangail District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tangail District:

Share