Tangail District

Tangail District Tangail formerly Tangail Upzilla of Greater Mymensingh district is a district in the central region of Bangladesh.

We will try to highlight all the issues including the history, heritage, culture of Tangail district. tangail, tangail bangladesh, populations, tangail district, tangail bangladesh, tangail weather today, tangail weather tomorrow, tangail district thana, tangail tour, in tangail, at tangail, the tangail, Tangail district, Tangail sadar upazila, Tangail Sadar Upazila, tangail zilla, Tangail Tour,

১৮৬৬ পর্যন্ত টাঙ্গাইলের দক্ষিণাংশ তথা আতিয়া থানা(পরগণা) ছিল ঢাকা জেলার অন্তর্গত।তবে শুরু থেকেই উত্তর টাঙ্গাইল ছিল ময়মন...
18/10/2025

১৮৬৬ পর্যন্ত টাঙ্গাইলের দক্ষিণাংশ তথা আতিয়া থানা(পরগণা) ছিল ঢাকা জেলার অন্তর্গত।তবে শুরু থেকেই উত্তর টাঙ্গাইল ছিল ময়মনসিংহের সাথে।

১৮৬৬ থেকে ১৯৬৯ এই ১০৩ বছর এখনকার টাঙ্গাইল জেলা ছিল ময়মনসিংহের অন্তর্ভুক্ত।

১৮৭০ সালের আগে টাঙ্গাইল নামের অস্তিত্ব পাওয়া যায়না।

১৮৬৯ সালে আতিয়া মহকুমা প্রতিষ্ঠা পায় ময়মনসিংহের অধীনে।

১৮৭০ সালে আতিয়া মহকুমা সদর বর্তমান টাঙ্গাইল জেলা শহর এলাকায় স্থানান্তরিত হলে টাঙ্গাইল নামের পরিচিতি শুরু হয়।

অনেকের মতে জায়গাটির পূর্ব নাম ছিল টানআইল।

ময়মনসিংহ সদরের সাথে পূর্ব ময়মনসিংহ তথা কিশোরগঞ্জ-নেত্রকোনার যেই সাহিত্যিক, সাংস্কৃতিক, ভাষাগত সাদৃশ্য রয়েছে সেটা পশ্চিম ময়মনসিংহ তথা টাঙ্গাইল-জামালপুরের সাথে কম‌ই দেখা যায়।

ঐতিহ্যগতভাবেই দক্ষিণ টাঙ্গাইল এলাকার সাথে ময়মনসিংহ সদরের সামাজিক-সাংস্কৃতিক পার্থক্য রয়েছে।

১৯৪৭ সালে বৃটিশ চলে গিয়ে পাকিস্তান হবার পর তিনটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে আজকের বাংলাদেশ ভূখণ্ড।১৮২৯ সালে বিভাগ প্রথ...
18/10/2025

১৯৪৭ সালে বৃটিশ চলে গিয়ে পাকিস্তান হবার পর তিনটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে আজকের বাংলাদেশ ভূখণ্ড।

১৮২৯ সালে বিভাগ প্রথা প্রবর্তিত হবার পরেই ছিল পূর্ববঙ্গে তিনটি বিভাগ ছিল।

রাজশাহী,ঢাকা এবং চট্টগ্রাম

তখন অবশ্য ময়মনসিংহ বিভাগ ছিল না।

লালন সাঁই-এর ১৩৫তম তিরোধান দিবস পালন উপলক্ষ‍্যে আজ ১৭/১০/২০২৫ তারিখ জেলা শিল্পকলা একাডেমিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠা...
17/10/2025

লালন সাঁই-এর ১৩৫তম তিরোধান দিবস পালন উপলক্ষ‍্যে আজ ১৭/১০/২০২৫ তারিখ জেলা শিল্পকলা একাডেমিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, টাঙ্গাইল।

টাঙ্গাইলের গৌরব💥=============ইন্টারস্কুল চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগীতায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভারই দ্বিমুখী উ...
17/10/2025

টাঙ্গাইলের গৌরব💥
=============
ইন্টারস্কুল চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগীতায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

ময়মনসিংহ জেলাকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে💥

জি আই পন্য গুলো একটা অঞ্চলের জন্য ঔতিহ্য কে বিশ্ববাসির কাছে তুলে ধরতে সহায়তা করে।  টাংগাইলের জিআই পন্য ৪টি,  ময়মনসিংহ জে...
17/10/2025

জি আই পন্য গুলো একটা অঞ্চলের জন্য ঔতিহ্য কে বিশ্ববাসির কাছে তুলে ধরতে সহায়তা করে।

টাংগাইলের জিআই পন্য ৪টি, ময়মনসিংহ জেলার ২ টি এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলার (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ) রয়েছে ৬ টি।

এখন থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হবে। 💥
17/10/2025

এখন থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হবে। 💥

আনারসের মধুপুর🍍 ব্রান্ডিং মধুপুর🍍উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে এই সুন্দর  চত্বর, যা উপজেলাকে আরো ভালোভাবে ব্রান...
17/10/2025

আনারসের মধুপুর🍍 ব্রান্ডিং মধুপুর🍍

উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে এই সুন্দর চত্বর, যা উপজেলাকে আরো ভালোভাবে ব্রান্ডিং করতে সহায়তা করবে৷

Update:মেয়েটিকে পাওয়া গেছে।নিখোঁজ বিজ্ঞপ্তিটাঙ্গাইলের মির্জাপুরের (সদরেও থাকতেন) মেয়ে, কুমুদিনী কলেজ থেকে পাশ করা, বর...
17/10/2025

Update:মেয়েটিকে পাওয়া গেছে।
নিখোঁজ বিজ্ঞপ্তি

টাঙ্গাইলের মির্জাপুরের (সদরেও থাকতেন) মেয়ে, কুমুদিনী কলেজ থেকে পাশ করা, বর্তমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস (দ্যুতি) গতকাল দুপুর ৩টা থেকে নিখোঁজ রয়েছেন (ঢাকা থেকে নিখোঁজ হয়েছে)

তিনি ক্যাম্পাস এরিয়া (দত্তপাড়া) তেই থাকতেন।
তাঁর বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল।

যদি কেউ তাঁর কোনো খোঁজ বা তথ্য পেয়ে থাকেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের জানাবেন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করুন —
📞 01318529252

এবারের এইচএসসি ফলাফলে টাংগাইলে শতভাগ (১০০%) পাশ প্রতিষ্ঠানের দুটিই মির্জাপুরে। ভারতেশ্বরী হোমস ও মির্জাপুর ক্যাডেট কলেজ।...
17/10/2025

এবারের এইচএসসি ফলাফলে টাংগাইলে শতভাগ (১০০%) পাশ প্রতিষ্ঠানের দুটিই মির্জাপুরে।

ভারতেশ্বরী হোমস ও মির্জাপুর ক্যাডেট কলেজ।

নারী শিক্ষা প্রসারে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত ভারতেশ্বরী হোমস (বি. হোমস)। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি আবাসিক স্কুল ও কলেজ।

টাঙ্গাইলের বাসাইলে এইচএসসি পরীক্ষার সার্বিক ফলাফল
16/10/2025

টাঙ্গাইলের বাসাইলে এইচএসসি পরীক্ষার সার্বিক ফলাফল

এলেঙ্গা জমিদার বাড়ি : ইতিহাসের নীরব সাক্ষীটাঙ্গাইলের এলেঙ্গায় অবস্থিত এলেঙ্গা জমিদার বাড়ি খুব বড় না হলেও এর ভগ্নপ্রায়...
16/10/2025

এলেঙ্গা জমিদার বাড়ি : ইতিহাসের নীরব সাক্ষী

টাঙ্গাইলের এলেঙ্গায় অবস্থিত এলেঙ্গা জমিদার বাড়ি খুব বড় না হলেও এর ভগ্নপ্রায় প্রধান ভবন আজও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। মূল ভবনের অনেকাংশ ধ্বংস হয়ে গেলেও আশেপাশের স্থাপনাগুলো সেই সময়কার সাংস্কৃতিক সমৃদ্ধির আভাস দেয়।

১৮৭৫ সালে এখানে নির্মিত একটি চিত্তাকর্ষক নাট্যমঞ্চ এখনো কার্যকর অবস্থায় রয়েছে, যা জমিদার পরিবারের শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগের উজ্জ্বল প্রমাণ। ১৯৩২ সালে তৈরি একটি সিংহাসনসদৃশ সিঁড়ি একসময় প্রধান ভবনের অংশ ছিল। বর্তমানে সেই ভবনটি আর নেই, তবে সিঁড়িটি আজও অতীতের গৌরবের স্মৃতি মনে করিয়ে দেয়।

প্রবেশদ্বারের কাছেই কয়েকটি দৃষ্টিনন্দন মন্দির রয়েছে, যেগুলো দর্শনার্থীদের চোখে প্রথমেই ধরা দেয়। এই মন্দিরগুলো পুরো জমিদার বাড়ির স্থাপত্যকে আরও মহিমামণ্ডিত করে তোলে।

বর্তমানে এই জমিদার বাড়ি উত্তরাধিকার সূত্রে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দখলে রয়েছে। তিনি এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে পারিবারিক উত্তরাধিকার হিসেবে বহন করে চলেছেন।

এলেঙ্গা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, বরং অতীতের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের নিদর্শন হিসেবে আজও আমাদেরকে মুগ্ধ করে রাখে।

হাসান কলেজের গৌরবের অতীত কি ম্নান হয়ে যাচ্ছে?জেলা শহরে এক সময় এইচএসসির ফলাফল মানেই ছিল কুমুদিনী vs হাসান কলেজ 🔥কে বেশি প...
16/10/2025

হাসান কলেজের গৌরবের অতীত কি ম্নান হয়ে যাচ্ছে?

জেলা শহরে এক সময় এইচএসসির ফলাফল মানেই ছিল কুমুদিনী vs হাসান কলেজ 🔥

কে বেশি পাশ করল? কার বেশি জিপিএ-৫?
সবাই তাকিয়ে থাকত অধীর আগ্রহ নিয়ে!

কিন্তু এখন সেই পুরোনো প্রতিযোগিতার রঙ দিন দিন ফিকে হয়ে আসছে... তৈরী হচ্ছে চরম অসমতা।

দিন যত যাচ্ছে, কুমুদিনী কলেজ উঠছে শিখরে 🌟
হাসান কলেজ? আগের জায়গাতেই থেমে আছে! না পিছিয়ে যাচ্ছে?

যা হোক অভিনন্দন কুমুদিনী কলেজকে—
টাঙ্গাইল সদর উপজেলায় পাশের হারে প্রথম হওয়ার গৌরব তোমাদেরই! ❤️

Address

Thanapara
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tangail District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tangail District:

Share