18/10/2025
১৮৬৬ পর্যন্ত টাঙ্গাইলের দক্ষিণাংশ তথা আতিয়া থানা(পরগণা) ছিল ঢাকা জেলার অন্তর্গত।তবে শুরু থেকেই উত্তর টাঙ্গাইল ছিল ময়মনসিংহের সাথে।
১৮৬৬ থেকে ১৯৬৯ এই ১০৩ বছর এখনকার টাঙ্গাইল জেলা ছিল ময়মনসিংহের অন্তর্ভুক্ত।
১৮৭০ সালের আগে টাঙ্গাইল নামের অস্তিত্ব পাওয়া যায়না।
১৮৬৯ সালে আতিয়া মহকুমা প্রতিষ্ঠা পায় ময়মনসিংহের অধীনে।
১৮৭০ সালে আতিয়া মহকুমা সদর বর্তমান টাঙ্গাইল জেলা শহর এলাকায় স্থানান্তরিত হলে টাঙ্গাইল নামের পরিচিতি শুরু হয়।
অনেকের মতে জায়গাটির পূর্ব নাম ছিল টানআইল।
ময়মনসিংহ সদরের সাথে পূর্ব ময়মনসিংহ তথা কিশোরগঞ্জ-নেত্রকোনার যেই সাহিত্যিক, সাংস্কৃতিক, ভাষাগত সাদৃশ্য রয়েছে সেটা পশ্চিম ময়মনসিংহ তথা টাঙ্গাইল-জামালপুরের সাথে কমই দেখা যায়।
ঐতিহ্যগতভাবেই দক্ষিণ টাঙ্গাইল এলাকার সাথে ময়মনসিংহ সদরের সামাজিক-সাংস্কৃতিক পার্থক্য রয়েছে।