23/02/2025
জীবনে আর যাই করুন না কেন, ভালো মানুষ হবেন না, কেউ আপনার মূল্য বুঝবে না কেউ না,
কেনো জানেন? বর্তমান পৃথিবীতে ভালো মানুষ খুব কম, যার কারনে আপনাকে সব নোংরা মানুষ গুলোর সামনে পড়তে হবে, আর তারা তাদের নোংরা মন নিয়ে আপনাকে যাচাই করবে।
যে যেমন, সে তার সামনের মানুষ কে তেমনি ভাববে এটাই স্বাভাবিক
একটা বই এর মূল্য যেমন শিক্ষার্থীর কাছে বছর শেষ হওয়া পর্যন্ত, সেই বই এর মূল্য আবার ঝালমুড়িওয়ালার কাছে মুড়ি বিক্রি পর্যন্ত।
কিন্তু একজন সাহিত্যক বা প্রকৃত মানুষ এর কাছে অমূল্য 💝
ঠিক একজন মানুষ নিজের কাছে, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব এর কাছে যতই লয়াল ফেরেস্তা সমতুল্য হোক না কেন, অযোগ্য স্থান এ গেলে তার মূল্য ওই ঝালমুড়ির ঠোঙা' র মতো।
জীবনে ভুল করে যদি ২০ বছর পর উপলব্ধি করতে পারেন আপনি নিজের অজ্ঞতা বসতো ছাড়া কোনো দিন খারাপ কিছু করেন নাই, লয়াল ছিলেন, তবে নিজের পারমানেন্ট স্থানে স্থান দিতে ১০০ বার ভাববেন, ভূল জায়গায় স্থান পেলে এই ২০ বছরের সাফল্য তো যাবেই, সাথে নিজের আত্মাকে দেহের আগেই হারিয়ে ফেলবেন
"সমাজের মানুষ কি বলবে" এই আতংক কে না বলি🙏