Sayra-বুড়ি

Sayra-বুড়ি Alhamdulillah For Everything

জীবন বড়ই অনিশ্চিত তাইনা.? জীবনের এতো পরিকল্পনা এতো ভাবনা চিন্তা করে কিছু হয়!! কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মত। আমরা ক...
02/08/2025

জীবন বড়ই অনিশ্চিত তাইনা.? জীবনের এতো পরিকল্পনা এতো ভাবনা চিন্তা করে কিছু হয়!! কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মত। আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে.?কিভাবে কাটবে?জীবন আসলেই খুব সংক্ষিপ্ত কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন সময়ের স্রোতে সমস্ত কিছুই বদলে যায় এক মুহূর্তেই।এই অনিশ্চিতায় হয়তো জীবনকে রহস্যময় করে তোলে। 🖤

আমি সপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষগুলোকে ধীরে ধীরে দূরে সরে যেতে– দেখেছি! যারা ছিলো আমার জীবনের অংশ, তারা একে এক...
02/08/2025

আমি সপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষগুলোকে ধীরে ধীরে দূরে সরে যেতে– দেখেছি! যারা ছিলো আমার জীবনের অংশ, তারা একে একে হারিয়ে গিয়েছে, খুব শান্ত– ভাবে। সবাই বলে, ভালোবাসা বাঁচতে শেখায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর রাতে– একাকী কাঁদতে দেখেছি।
আশা ছিলো, ভালোবাসা আমাকে শক্তি দেবে, কিন্তু অনেক সময়, সেটা ব্যথার কারণ হয়ে দড়িয়েছে তবে, আমি জানি, জীবন এগিয়ে চলে, এবং কোনো না কোনো দিন, এই কষ্টগুলো সাফল্যে পরিনত হবে..!🙂❤️‍🩹

সুখ ব্যাপারটা অনেকটাই ভোরের নরম আলোর মত।যখন আসে খুব অদ্ভুত রকমের একটা একটা ভালোলাগা আচ্ছন্ন করে রাখে পুরো শরীর মন"কিন্তু...
02/08/2025

সুখ ব্যাপারটা অনেকটাই ভোরের নরম আলোর মত।
যখন আসে খুব অদ্ভুত রকমের একটা একটা ভালোলাগা আচ্ছন্ন করে রাখে পুরো শরীর মন
"কিন্তু "
সুখ জিনিসটাই যে ক্ষণস্থায়ী। সুখ আর দুঃখের সব সময়ই দুঃখই জিতে যাই। সুখের দাগ মিলিয়ে যায় দ্রুত কিন্তু দুঃখের দাগ দিনে দিনে চকচকে হয়। যে কোন সুখের স্মৃতি অনেক বছর পরেও যখন মনে পড়ে ঠিক সেরকম আনন্দ দেয় না। কিন্তু দুঃখের স্মৃতি মনে পড়লে ঠিকই দীর্ঘশ্বাস সমান জোর এনে দেয় সেই প্রথম দিনের পাওয়া কষ্টের মত আর জ্বালাময়। সুখ বড্ড দুর্বল আর বেহিসাবি। দুঃখ শক্ত আর হিসাবি।
বেহিসাবি সুখ সব সময় বিলীন হওয়ার সুযোগ খোঁজে। দুঃখ অনড় প্রতিটা সুখের মুহূর্তে সে চড়া দিয়ে উঠবেই উঠবে বারবার ফিরে আসবে। অনেক বছর পরেও আসবে।
কখনো হাজার কাজের মাঝে, কখনো হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে কখনো ছুটির দিনে কফির মগে।
চেপে থাকা দীর্ঘশ্বাস তখনো আগুন হয়ে বেরোবেই বেরোবে। ওই যে দুঃখ বলে কথা জিতবেই তো.....।

24/04/2025

মস্তিষ্কের চেয়ে বড় কবরস্থান আর কোথাও নেই 🙂

24/04/2025

আমরা মেয়েরা দিনশেষে ভাগ্যবতীর কাছে হেরে যাই

18/04/2025

তুমি যাকে যত বেশি মায়া করবা,
সে তত বেশি তোমাকে কষ্ট দেবে।

18/04/2025

প্রেম হলো আকর্ষণের এক গোপন টান যা হৃদয়ে না বলা কথার ভাষা হয়ে বাজে।
ভালোবাসা হলো নিঃস্বার্থ অনুভব, যেখানে প্রিয়জনের সুখ নিজের চেয়েও বড় হয়ে ওঠে।
মায়া আবেগের কোমল বন্ধন,যা ছুঁয়ে থাকা যায় বোঝানো যায় না🙂❤

তারা ঢাকা থেকে এসেছে।আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল...
13/03/2025

তারা ঢাকা থেকে এসেছে।
আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো?
কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার?
ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি।
আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না।
চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো।

ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু।

এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ।
ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো।❤

26/02/2025

আমি যা পাই তাতেই সুখী,,
আমার আঙ্গুল আমাকে শেখায় -
পৃথিবীর সবাই সমান না। 🙂🥀

জীবনে আর যাই করুন না কেন, ভালো মানুষ হবেন না, কেউ আপনার মূল্য বুঝবে না কেউ না, কেনো জানেন?  বর্তমান পৃথিবীতে ভালো মানুষ ...
23/02/2025

জীবনে আর যাই করুন না কেন, ভালো মানুষ হবেন না, কেউ আপনার মূল্য বুঝবে না কেউ না,
কেনো জানেন? বর্তমান পৃথিবীতে ভালো মানুষ খুব কম, যার কারনে আপনাকে সব নোংরা মানুষ গুলোর সামনে পড়তে হবে, আর তারা তাদের নোংরা মন নিয়ে আপনাকে যাচাই করবে।
যে যেমন, সে তার সামনের মানুষ কে তেমনি ভাববে এটাই স্বাভাবিক
একটা বই এর মূল্য যেমন শিক্ষার্থীর কাছে বছর শেষ হওয়া পর্যন্ত, সেই বই এর মূল্য আবার ঝালমুড়িওয়ালার কাছে মুড়ি বিক্রি পর্যন্ত।
কিন্তু একজন সাহিত্যক বা প্রকৃত মানুষ এর কাছে অমূল্য 💝
ঠিক একজন মানুষ নিজের কাছে, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব এর কাছে যতই লয়াল ফেরেস্তা সমতুল্য হোক না কেন, অযোগ্য স্থান এ গেলে তার মূল্য ওই ঝালমুড়ির ঠোঙা' র মতো।
জীবনে ভুল করে যদি ২০ বছর পর উপলব্ধি করতে পারেন আপনি নিজের অজ্ঞতা বসতো ছাড়া কোনো দিন খারাপ কিছু করেন নাই, লয়াল ছিলেন, তবে নিজের পারমানেন্ট স্থানে স্থান দিতে ১০০ বার ভাববেন, ভূল জায়গায় স্থান পেলে এই ২০ বছরের সাফল্য তো যাবেই, সাথে নিজের আত্মাকে দেহের আগেই হারিয়ে ফেলবেন
"সমাজের মানুষ কি বলবে" এই আতংক কে না বলি🙏

মানুষ একটা দোষ এর জন্য নয়টা গুনকে ভুলে যায়,,,😀🙂
23/02/2025

মানুষ একটা দোষ এর জন্য নয়টা গুনকে ভুলে যায়,,,😀🙂

সব কথা সবাই কে বলতে নেই 🙂🌸
23/02/2025

সব কথা সবাই কে বলতে নেই 🙂🌸

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Sayra-বুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayra-বুড়ি:

Share