AK Cake Studio

AK Cake Studio পরিশ্রম করে যাও,সফলতা একদিন ধরা দিবেই।

মার্বেল কেকের দ্বিতীয় অর্ডার ছিলো এটি।যদিও অর্ডার টা আর‌ও আগের কনফার্ম করা ছিলো।আজকে ডেলিভারি হবে।
07/08/2025

মার্বেল কেকের দ্বিতীয় অর্ডার ছিলো এটি।
যদিও অর্ডার টা আর‌ও আগের কনফার্ম করা ছিলো।আজকে ডেলিভারি হবে।

আজকে আলহামদুলিল্লাহ ৩ বক্স মোমো ও ৪ টি চিকেন স্টাফড বানের অর্ডার ডেলিভারি করা হয়েছে।এছাড়াও আমাদের কাছে পাবেন কাপ কেক,জ...
27/07/2025

আজকে আলহামদুলিল্লাহ ৩ বক্স মোমো ও ৪ টি চিকেন স্টাফড বানের অর্ডার ডেলিভারি করা হয়েছে।
এছাড়াও আমাদের কাছে পাবেন কাপ কেক,জার কেক,টাব কেক,জন্মদিনের চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ,লেমন ফ্লেভারের কেক,পিজ্জা,চকলেট ও চিকেন বান,পাস্তা ।
অর্ডার ৩/৪ দিন আগে কনফার্ম করতে হবে।
ডেলিভারি চার্জ যুক্ত হবে।

আলহামদুলিল্লাহ এক পাউন্ড ভ্যানিলা কেকের অর্ডার ডেলিভারি দিলাম  আজকে। অর্ডার এক রিপিট কাস্টমার এর ছিলো।তার কথা মতে আজকের ...
20/07/2025

আলহামদুলিল্লাহ এক পাউন্ড ভ্যানিলা কেকের অর্ডার ডেলিভারি দিলাম আজকে। অর্ডার এক রিপিট কাস্টমার এর ছিলো।
তার কথা মতে আজকের কেক নাকি আগের টার থেকেও বেশি মজা হয়েছে😊
আলহামদুলিল্লাহ ♥️
কাস্টমারের থেকে এরকম রিভিউ পেলে সত্যি অনেক শান্তি লাগে ও কাজের প্রতি আর‌ও উৎসাহ বাড়ে।

19/07/2025

আলহামদুলিল্লাহ্‌
আজকের ডেলিভারি ২১ টা‌ কাপ কেক

১ পাউন্ড ভ্যানিলা কেক ডেলিভারি ✅
18/07/2025

১ পাউন্ড ভ্যানিলা কেক ডেলিভারি ✅

একটা হাফপাউন্ড ভ্যানিলা কেকের ডেলিভারি ✅ কেকটি আমার রিপিট কাস্টমার থেকে তার সোনামনির জন্য নেওয়া হয়েছে।তার নাকি ফুল কেক...
17/07/2025

একটা হাফপাউন্ড ভ্যানিলা কেকের ডেলিভারি ✅
কেকটি আমার রিপিট কাস্টমার থেকে তার সোনামনির জন্য নেওয়া হয়েছে।
তার নাকি ফুল কেক লাগবে।
এই কেকটা করতে গিয়ে দুইবার ক্রিম বিট করতে হয়েছে।কেনো এই ক্রিমটা বিট করার একটু পর‌ই ফেটে যায়।যার জন্য কাজ করতে অনেক কষ্ট হয়।যাই হোক শেষে একটা নিউ লুক দিতে পেরেছি।
আলহামদুলিল্লাহ।

14/07/2025

আমি আমার ছোট একটা স্বপ্ন টাকে শুধুমাত্র এক ধরণের করে দেখতে চাইনা।আমি চাই এটা আস্তে আস্তে বড় হোক।আস্তে আস্তে পণ্যের মান এবং সংখ্যা বাড়াতে চাচ্ছি।আমি শুধু অনলাইন ও অফলাইন দুই ভাবেই বিজনেস টা কে নিয়ে স্বপ্ন দেখি ।আমার এই ছোট হোম বেকারির পণ্য চাই সব জায়গায়‌ই অল্প অল্প থাকুক।আপনারা চাইলে আমার কাছ থেকে দোকানের জন্য,বাসায় হালকা নাস্তার জন্য বিভিন্ন ধরণের পাউন্ড কেক,বান,মিনি ব্রেড গুলোও পাবেন।সব সময়ের জন্য এই ধরণের পাউন্ড কেক,মার্বেল / জেব্রা কেকগুলো নাস্তায় খাওয়া হয়।পাউন্ড কেক মার্কেটে এভেইলেবল থাকলেও জেব্রা ও মার্বেল কেক গুলো পাওয়া যায় না। তবে এই কেকগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়ে থাকে এবং বাচ্চারা খুব মজা করে খেতে পারবে।
দোকানের জন্য নিলে পাইকারি নিতে পারবেন।

13/07/2025

আলহামদুলিল্লাহ আমার নতুন ওভেনের তৈরি কেকের প্রথম ডেলিভারি ✅
১৫ টি কাপ কেক সকাল সকাল গন্তব্যে চলে গিয়েছে।
আমাদের পেইজে এখন ওভেন বেকড্ জন্মদিনের কেক,কাপ,জার ও টাব কেক,সাথে ফাস্টফুড আইটেম (পাস্তা, চিকেন চিজ পিৎজা, চিকেন বান, ভেজিটেবল বান, চকলেট বান,চিকেন/ভেজিটেবল রোল,চিকেন মোমো ফ্রাইড ও স্টিমড্ +স্পেশাল চিলি সস,চিকেন স্টাফড্ বান ইত্যাদি পেয়ে যাবেন।
এবং অতি শিঘ্রই আমরা মিট বক্স ও চালু করবো ইনশাআল্লাহ।
সুলভ মূল্যে হোমমেড খাবার পেতে আমাদের Ak Cake Studio হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন।
#টেস্ট_ও_ডেকোরেশন_আর‌ও_উন্নত_হয়েছে

সব সময় কি শুধু কাস্টমারের জন্য‌ই বানাবো‌।তাই আর এদিক ওদিক না তাকিয়ে বানিয়ে ফেললাম আমার চিকেন চিজ পিৎজা।বলতে গেলে একটু...
11/07/2025

সব সময় কি শুধু কাস্টমারের জন্য‌ই বানাবো‌।তাই আর এদিক ওদিক না তাকিয়ে বানিয়ে ফেললাম আমার চিকেন চিজ পিৎজা।
বলতে গেলে একটু ফাঁকিবাজির পিৎজা।হাতের কাছে যা ছিলো তা সব দিয়েই বানিয়ে ফেললাম এই পিৎজা।
রিজনেবল প্রাইজের মধ্যে পিৎজা নিতে চাইলে এখনি যোগাযোগ করেন আমাদের পেইজে।

আলহামদুলিল্লাহ আমার পাওয়া সব থেকে বড় অর্ডার ছিলো এইটি।২.৫ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার কেক।একটু ভিনটেজ টাইপের কেক ডিজাইন ...
10/07/2025

আলহামদুলিল্লাহ আমার পাওয়া সব থেকে বড় অর্ডার ছিলো এইটি।২.৫ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার কেক।একটু ভিনটেজ টাইপের কেক ডিজাইন করতে চেয়েছিলাম।
যত কোর্স করাই হোক না কেন যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কোনো পারফেকশন আসে না।এই কেকটা করতে গিয়ে ট্রিকস নিজে থেকেই শিখতে পারছি।আগের থেকে এখন আমি নিজেই বুঝতে পারি ডিজাইন পারফেক্ট হচ্ছে ।

কেকের ছবি আপলোডের আগেই যখন তার রিভিউ চলে আসে 😍😍কেকটা ছিল ২.৫ পাউন্ডের।কেকটা অর্ডার করেছিলো আমার কিউট আন্টি...
09/07/2025

কেকের ছবি আপলোডের আগেই যখন তার রিভিউ চলে আসে 😍😍
কেকটা ছিল ২.৫ পাউন্ডের।
কেকটা অর্ডার করেছিলো আমার কিউট আন্টি...

 #নতুন_আইটেম_স্টাফড_ভেজিটেবল_বানআপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আইটেম।আর‌ও আসছে সামনে।।অর্ডার চালু আছে।চটজলদি অর্ডার কর...
07/07/2025

#নতুন_আইটেম_স্টাফড_ভেজিটেবল_বান
আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আইটেম।আর‌ও আসছে সামনে।।
অর্ডার চালু আছে।
চটজলদি অর্ডার করে ফেলুন।

Address

Tangail

Telephone

+8801521565261

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Cake Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share