Emon Ahamed

Emon Ahamed আসসালামু আলাইকুম

28/07/2025

ফলো ব্যাক না পেলে এক মিনিটের মধ্যে আনফলো করে দেবেন।
যারা ফলো ব্যাক পাবেন কমেন্ট এ গিয়ে thanks লিখবেন।

28/07/2025

Big shout out to my newest top fans! Emon Ahamed

09/04/2025

তুমি যখন ‘আমি জানি না’ বলো, তখনই শেখার দরজা খুলে যায়।

অনেকেই ভাবেন সব জানাটাই বুদ্ধিমানের পরিচয়। কিন্তু প্রকৃত জ্ঞানী সেই, যে নিজেকে আজীবন ছাত্র মনে করে।

শেখার ৩টা গোপন চাবি:

1. প্রশ্ন করো – প্রশ্ন মানে অজ্ঞতা নয়, বরং জানার আগ্রহ।

2. শোনো মন দিয়ে – মানুষ কথা বলতেই ব্যস্ত, কিন্তু যারা গভীরভাবে শুনতে পারে, তারাই সত্যটা ধরে ফেলে।

3. ভুল শিকার করো – ভুল মানে শেষ না, বরং শেখার শুরু।

এই জিনিসগুলো যেদিন তুমি বুঝবে, সেদিনই তুমি আর পাঁচজনের থেকে আলাদা হয়ে যাবে।
শেখা মানেই এগিয়ে যাওয়া, আর যারা শেখে না—they only exist, they don’t live.

শিরোনাম: থেমে যেও না!জীবনে অনেক সময় এমন আসে, যখন মনে হয়—সব শেষ।চেষ্টা করি, তবুও ফল পাই না।স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা ধ...
07/04/2025

শিরোনাম: থেমে যেও না!

জীবনে অনেক সময় এমন আসে, যখন মনে হয়—সব শেষ।
চেষ্টা করি, তবুও ফল পাই না।
স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা ধাক্কা মারে।

এই সময়টাতেই যদি তুমি থেমে যাও, তাহলে স্বপ্নটাও চিরতরে থেমে যাবে।
কিন্তু যদি এক কদম এগিয়ে যাও,
তাহলে হয়তো ঠিক সেই কদমটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।

মনে রাখো:
“অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য ঠিকই ওঠে। তুমিও উঠবে—শুধু থেমে যেও না।”

05/01/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Arohi Nisa

20/12/2024

❤💔🖤

12/06/2024

গেছিলাম মামার বাড়ি, মামাতো বোন আবার আমার সেই ক্রাশ। এবার দেখলাম মামাদের বাথরুমে যে যায়। সেই দেখি জোরে জোরে গান করে 🙂

ফাস্ট এ ঢুকলো আমার মামাতো ভাই

মামাতো ভাই গান গায়: ''এ জীবনে যারে চেয়েছি,,আ আ আ আজ আমি তারে পাই নি, আ আ আ''

এবার ঢুকলো, মামি,,

মামি গান গায়: '' দিলবার দিলবার হো দিলবার দিলবার। হোস না খাবার হে, এ ক্যাসা আচার, হে তুমছে মিলনে কে বাদ এ দিলবার'' 🤧

এবার ঢুকলো,মামা।

মামা গান গায়: 'নাচ মেরে রানি। নাচ নাচ নাচ নাচ নাচ মেরে রানি'

সবাই বাথরুমে গিয়ে কেন গান করে। এটা আমার মাথায় ঢুকলো না।

এবার দেখি আমার চাপ লেগে গেলো। আমি তারাতারি, বাথরুমে গিয়ে লক করে দিলাম।কিন্তু গান গাইলাম না, যেহেতু এটা আমার ক্রাশের বাড়ি। 😕

এবার কিছুক্ষন পর দেখি। পুটাস করে দরজা টা খুলে গেলো। সামনে দাঁড়িয়ে আছে আমার ক্রাশ, সে হা করে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় ভুত দেখে ফেলেছে। 🤨🙄

তারপর বুঝলাম। এরা সবাই বাথরুমে গিয়ে কেন গান করে। আসলে তারের দরজার সিটকানি নষ্ট গান গেয়ে তারা বুঝার যে তারা ভিতরে আছে।🙂গল্প ভালো লাগলে পেইজ টি ফলো করেন😞😞

03/06/2024

✍️ঠান্ডা বউ ! 😒😒

বিয়ের পর থেকেই স্বামী একটা জিনিস লক্ষ্য করছেন। বউ এর সাথে যতই রাগারাগি করেন না কেন, সে কিছুই বলে না। নিশ্চুপ হয়ে সব শুনে। একটা কথাও বলেনা।

যখনই তার সাথে রাগারাগি হয়, সে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে এসে বলে, "এই নাও চা খেয়ে মাথা ঠান্ডা কর"।
স্বামী অবাক হয়ে চায়ে চুমুক দিয়েই শান্ত হয়ে যান। একা একা তো আর ঝগড়া করা যায় না। মনে মনে ভাবেন, এই মেয়েকে কি দিয়ে তৈরি করা হয়েছে, এত বকাঝকা করি তাও বিন্দুমাত্র রাগ নেই।

রাতে দুজনে শুয়ে। স্বামী বউকে আদুরে গলায় বললেন,
"আমি তোমাকে পেয়ে সত্যি অনেক সুখী"

বউ বলল,
"এভাবে বলছ কেন?"

স্বামী বললেন,
"এই যে, আমি তোমার সাথে কারনে-অকারনে এত খারাপ ব্যবহার করি, রাগারাগি করি, কিন্তু তুমি আমার উপর একটুও রাগ করনা। কখনো একটু অভিমানও করনা।"

বউ বলল,
"আমি রাগ করি তো"

স্বামী বললেন,
"কই রাগ করো? তুমি তো কিছুই বলো না, চুপ হয়ে থাকো"

বউ বলল,
"তুমি যখন আমার উপর রাগারাগি করো, আমি তখন রাগ করে তোমার জন্য চা বানাতে যাই।"

স্বামী বললেন,
"চা বানালেই কি রাগ কমে যায়?"

বউ বলল,
"ওই চা এর মধ্যে আমি থু থু দিয়ে দেই।"😁
///পোস্ট গুলো ভালো লাগলে পেইজটি ফোলো করে রাখুন///Emon Ahamed!

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Emon Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon Ahamed:

Share