04/10/2025
বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, গণঅভ্যুত্থানের নায়ক— তোফায়েল আহমেদ আর নেই। নক্ষত্রের ও পতন হয়।তিনি ছিলেন সাহসের প্রতীক, ভাষণেই যার বিদ্রোহ জ্বলে উঠতো, নেতৃত্বে'ই যেত বয়ে ইতিহাসের স্রোত। আজ তিনি নেই কিন্তু রয়ে গেছে তার আদর্শ, ত্যাগ ও ভালোবাসা।
"সৃষ্টিকর্তা তাকে যেনও বেহেশতের উচ্চ মর্যাদা দান করেন"
তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি বহু বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৯ সালের গণআন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং “১১ দফা আন্দোলন”-এর অন্যতম নেতা হিসেবে পরিচিত।
News Bangla নিউজ বাংলা
゚