31/12/2025
দৈনিক আবহাওয়া বার্তা!!
তারিখ: পহেলা জানুয়ারি , বৃহস্পতিবার ২০২৬।
আকাশ : এদিন দেশের আকাশ কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ও দেশের বলতে গেলে ২০ থেকে ৩০ শতাংশ এলাকার উর্ধাকাশে ঘন কুয়াশাবেল্ট দ্বারা ঢাকা থাকতে পারে, বিশেষ করে উত্তর অঞ্চলে।
বৃষ্টি : পহেলা জানুয়ারি দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই,
বজ্রপাত : নেই।
তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় রাতে বেশ শীতল আবহাওয়ার সম্ভাবনা আছে। এবং দেশের বেশিরভাগ এলাকায় রাতে বেশ ভালো রকমের শীত পড়তে পারে।
দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে পশ্চিম, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এছাড়াও দেশের অন্যত্র কিছু কিছু এলাকায় তাপমাত্রা সমান হ্রাস পেতে পারে।
কুয়াশা : দেশের অধিকাংশ অঞ্চলের নদী অববাহিকায় রাত হতে সকাল ৯ টা পর্যন্ত মাঝারি কুয়াশা পড়তে পারে। এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।
কুয়াশাবেল্ট : দেশের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ এলাকার আকাশ গভীর কুয়াশাবেল্ট দ্বারা ঢাকা থাকতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। উল্লেখযোগ্য এলাকা সমূহ হলো রংপুর, ময়মনসিংহ বিভাগ এর বেশ কিছু এলাকা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকা। তবে অধিকাংশ এলাকায় দুপুরের ভেতরে রোদ উঠে যাবে আশাকরি।
শৈত্যপ্রবাহ : খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক এলাকা এবং ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে ৪ থেকে ৮ ঘন্টা করে ম্লান রোদের সম্ভাবনা আছে দেশের বিভিন্ন স্থানে।
এর মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বেশি রোদের সম্ভাবনা।
মেঘের গতিপথ (যদি মেঘ থাকে) : গড়ে পশ্চিম হতে পুর্ব দিকে।
সাগর : উত্তর বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে।
৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশে কোন বৃষ্টি রেকর্ড হয়নি। ( bmd)
৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় টেকনাফ +২৭.০০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় গোপালগঞ্জ +০৭.৫০° সেলসিয়াস। ( bmd)
পহেলা জানুয়ারি ঢাকায় সূর্য উঠবে সকাল ৬ টা বেজে ৪১ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫ টা বেজে ২৩ মিনিটে।
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪৬.৪৫° দক্ষিণে,
News Bangla নিউজ বাংলা