News Bangla নিউজ বাংলা

News Bangla নিউজ বাংলা Welcome to News Bangla নিউজ বাংলা fb page. We are provide Update news and Latest Bangla News.
(1)

জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে...       News Bangla নিউজ বাংলা
01/01/2026

জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে...




News Bangla নিউজ বাংলা

Good Morning 2026
01/01/2026

Good Morning 2026

দৈনিক আবহাওয়া বার্তা!! তারিখ: পহেলা জানুয়ারি , বৃহস্পতিবার ২০২৬।আকাশ : এদিন দেশের আকাশ কিছু কিছু এলাকায়  আংশিক মেঘলা ...
31/12/2025

দৈনিক আবহাওয়া বার্তা!!
তারিখ: পহেলা জানুয়ারি , বৃহস্পতিবার ২০২৬।

আকাশ : এদিন দেশের আকাশ কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ও দেশের বলতে গেলে ২০ থেকে ৩০ শতাংশ এলাকার উর্ধাকাশে ঘন কুয়াশাবেল্ট দ্বারা ঢাকা থাকতে পারে, বিশেষ করে উত্তর অঞ্চলে।

বৃষ্টি : পহেলা জানুয়ারি দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই,

বজ্রপাত : নেই।

তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় রাতে বেশ শীতল আবহাওয়ার সম্ভাবনা আছে। এবং দেশের বেশিরভাগ এলাকায় রাতে বেশ ভালো রকমের শীত পড়তে পারে।
দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে পশ্চিম, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এছাড়াও দেশের অন্যত্র কিছু কিছু এলাকায় তাপমাত্রা সমান হ্রাস পেতে পারে।

কুয়াশা : দেশের অধিকাংশ অঞ্চলের নদী অববাহিকায় রাত হতে সকাল ৯ টা পর্যন্ত মাঝারি কুয়াশা পড়তে পারে। এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

কুয়াশাবেল্ট : দেশের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ এলাকার আকাশ গভীর কুয়াশাবেল্ট দ্বারা ঢাকা থাকতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। উল্লেখযোগ্য এলাকা সমূহ হলো রংপুর, ময়মনসিংহ বিভাগ এর বেশ কিছু এলাকা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকা। তবে অধিকাংশ এলাকায় দুপুরের ভেতরে রোদ উঠে যাবে আশাকরি।

শৈত্যপ্রবাহ : খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক এলাকা এবং ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে ৪ থেকে ৮ ঘন্টা করে ম্লান রোদের সম্ভাবনা আছে দেশের বিভিন্ন স্থানে।
এর মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বেশি রোদের সম্ভাবনা।

মেঘের গতিপথ (যদি মেঘ থাকে) : গড়ে পশ্চিম হতে পুর্ব দিকে।

সাগর : উত্তর বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে।

৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশে কোন বৃষ্টি রেকর্ড হয়নি। ( bmd)

৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় টেকনাফ +২৭.০০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় গোপালগঞ্জ +০৭.৫০° সেলসিয়াস। ( bmd)

পহেলা জানুয়ারি ঢাকায় সূর্য উঠবে সকাল ৬ টা বেজে ৪১ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫ টা বেজে ২৩ মিনিটে।
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪৬.৪৫° দক্ষিণে,

News Bangla নিউজ বাংলা

31/12/2025

হা দির ঘটনায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা। পূর্বের ভিডিও এডিটেড কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও এই ভিডিও নিয়ে কোন সন্দেহ নাই।

ভিডিওতে ফয়সাল স্পষ্ট করেই বলেছে, ওসমান হাদিকে সে ৫ লাখ টাকা দিয়েছিল মন্ত্রণালয় থেকে কাজ নিয়ে দেওয়ার জন্য। সেই টাকা ক্যাশ দিয়েছে।

আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো সে দুবাইতে অবস্থান করছে, ভারতে নয়।

কতটুকু জড়িত কতটুকু জড়িত নয় সেটা আদালত বলবে, তবে প্রাথমিকভাবে বলা যাচ্ছে হাদির সাথে তার লেনদেনজনিত কিংবা অন্যকারো সাথে ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা ছিল।হা দির ঘটনায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা। পূর্বের ভিডিও এডিটেড কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও এই ভিডিও নিয়ে কোন সন্দেহ নাই।

ভিডিওতে ফয়সাল স্পষ্ট করেই বলেছে, ওসমান হাদিকে সে ৫ লাখ টাকা দিয়েছিল মন্ত্রণালয় থেকে কাজ নিয়ে দেওয়ার জন্য। সেই টাকা ক্যাশ দিয়েছে।

আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো সে দুবাইতে অবস্থান করছে, ভারতে নয়।

কতটুকু জড়িত কতটুকু জড়িত নয় সেটা আদালত বলবে, তবে প্রাথমিকভাবে বলা যাচ্ছে হাদির সাথে তার লেনদেনজনিত কিংবা অন্যকারো সাথে ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা ছিল



News Bangla নিউজ বাংলা

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মেজর জেনারেল (অ...
31/12/2025

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)




News Bangla নিউজ বাংলা

খালেদা জিয়ার জানাজায় এক কাতারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। ছবি: মিডিয়া সেল
31/12/2025

খালেদা জিয়ার জানাজায় এক কাতারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছবি: মিডিয়া সেল

খালেদা জিয়ার জানাজায় এক কাতারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। ছবি: মিডিয়া সেল      News Bangla নিউজ বাংলা
31/12/2025

খালেদা জিয়ার জানাজায় এক কাতারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছবি: মিডিয়া সেল

News Bangla নিউজ বাংলা

থার্টি ফার্স্টনাইটে কক্সবাজারে ৭টি কঠোর নিষেধাজ্ঞা  News Bangla নিউজ বাংলা
31/12/2025

থার্টি ফার্স্টনাইটে কক্সবাজারে ৭টি কঠোর নিষেধাজ্ঞা


News Bangla নিউজ বাংলা

31/12/2025
টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ  News Bangla নিউজ বাংলা
31/12/2025

টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ


News Bangla নিউজ বাংলা

 খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে, রংপুর ও ঢাকা বিভাগের কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আজ। এছাড়াও খুলনা ও রাজশ...
31/12/2025


খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে, রংপুর ও ঢাকা বিভাগের কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আজ। এছাড়াও খুলনা ও রাজশাহী বিভাগের কিছু স্থানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দিনের বেলা বেশকিছু স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি রোদ পাওয়া যেতে পারে।

👉একই ধারার আবহাওয়া চলমান থাকতে পারে।
News Bangla নিউজ বাংলা

of Bangladesh- #বাংলাদেশেরআবহাওয়া

 News Bangla নিউজ বাংলা
31/12/2025


News Bangla নিউজ বাংলা

Address

Tangail
1970

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla নিউজ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share