আমাদের টাঙ্গাইল-Amader Tangail

আমাদের টাঙ্গাইল-Amader Tangail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের টাঙ্গাইল-Amader Tangail, Media/News Company, Tangail.

একটি স্বপ্ন, একটি ভালোবাসা, একটি প্ল্যাটফর্ম—যেখানে টাঙ্গাইল জেলার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা উঠে আসে সম্মিলিত কণ্ঠে।
সমন্বিত প্রচেষ্টায় একটি জেলার উন্নয়ন সম্ভব। তাই এই পেইজ হবে মত, স্মৃতি, স্বপ্ন ও সৃষ্টির মিলনমঞ্চ টাঙ্গাইল জেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি, সৌন্দর্য ও বৈচিত্র্য উন্নয়ন সারাদেশ সহ বিশ্ব বাসীর সামনে তুলে ধরাই আমাদের টাঙ্গাইল পেইজের লক্ষ্য ।

আমরা

তুলে নিয়ে আসবো প্রতি টি সম্ভাবনা কে। আমরা টাঙ্গাইল জেলাবাসী একে অপরের পাশে থেকে কাজ করব, সবাই সবার তরে...।

18/10/2025

জরুরি বিভাগে চিকিৎসকের অনুপস্থিতিতেই চলছে চিকিৎসা কার্যক্রম!
রোগীরা বলছেন, “হাসপাতালে গেলেও মিলছে না প্রত্যাশিত সেবা।”
চিকিৎসকের বদলে সহযোগী কর্মীরা রোগীদের সেবা দিচ্ছেন—যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও অমানবিক বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ।

আপনি কি কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন?
👉 হাসপাতালে গিয়ে আপনার অভিজ্ঞতা কী ছিল, কমেন্টে লিখুন।

#আমাদের_টাঙ্গাইল

18/10/2025

সখীপুর তালতলা চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনও"র একশন

18/10/2025

সুলতান সালাউদ্দিন টুকুর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মীর উদ্যোগে সাবালিয়া নয়া পাড়ায় নলকূপ স্থাপন

বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মী টাঙ্গাইল পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া নয়া পাড়া মন্দির সংলগ্ন এলাকায় একটি নলকূপ স্থাপন করেছেন।

কয়েকদিন আগে দুর্গাপূজায় মন্দির পরিদর্শনে গেলে এক বয়োবৃদ্ধ নারী সিম্মীর কাছে এলাকাবাসীর পানির কষ্টের কথা তুলে ধরে একটি নলকূপ বসানোর অনুরোধ জানান। সে সময় সায়মা পারভীন সিম্মী প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত ব্যবস্থা নেবেন — এবং অল্প সময়ের মধ্যেই তিনি সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন।

এলাকাবাসী জানান, একজন যোগ্য নেতার সহধর্মিণী হিসেবে তিনি যে কথার মূল্য রাখেন এবং জনসেবায় আন্তরিক, এই উদ্যোগ তারই প্রমাণ।

#আমাদের_টাঙ্গাইল

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণাটাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগে ...
17/10/2025

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা

টাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টায় টাঙ্গাইল হাইকোর্ট ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল জেলার মর্যাদা ও ঐতিহাসিক স্বকীয়তা রক্ষায় এই মানববন্ধনে জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কাম্য। প্রতিটি থানা থেকে ব্যানার ও ফেস্টুনসহ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলার নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে, যেন সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের বাইরে রাখা হয়।

#টাঙ্গাইল #ময়মনসিংহ #বিভাগ #মানববন্ধন #প্রতিবাদ #টাঙ্গাইলবাসী #একতাবদ্ধ #আমাদের_টাঙ্গাইল

জনগণের পাশে খন্দকার আহমেদুল হক সাতিল: টাঙ্গাইল সদর-৫ আসনে মানুষের ভালোবাসা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধযে নেতা মানুষের সুখ-দুঃ...
17/10/2025

জনগণের পাশে খন্দকার আহমেদুল হক সাতিল: টাঙ্গাইল সদর-৫ আসনে মানুষের ভালোবাসা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ

যে নেতা মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন, তাদের কথা শোনেন এবং ভালোবাসা ও আস্থা অর্জন করেন—তিনিই প্রকৃত জনগণের নেতা।
এই নীতিকে ধারণ করে টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

তিনি বিএনপি ও সমমনা দলসমূহের প্রণীত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণমানুষের পক্ষে নিরলসভাবে কাজ করছেন।

জনগণের সেবা ও কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেছেন, যেন সারাজীবন মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারেন।

#আমাদের_টাঙ্গাইল

17/10/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীয়্যিনা মোহাম্মদ (স:)

17/10/2025

টাঙ্গাইল শহরে প্রবেশ মুখেই ময়লার স্তুপ, দূর্গন্ধে নাক চেপে চলাচল করছে পথচারীরা

টাঙ্গাইল শহরে ঢোকার মুখেই দেখা যায় বিশাল ময়লার স্তূপ। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে, কিন্তু রাস্তার পাশের এ ময়লার স্তুপের কারণে তীব্র দূর্গন্ধে নাক চেপে চলাচল করতে হয় তাদের। শহরের প্রবেশদ্বারে এমন চিত্রে অনেকেই নাক সিটকাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি।

#বাংলাদেশ #আমাদের_টাঙ্গাইল

17/10/2025

জাতীয় সংসদ ভবন এলাকায় দেয়া হলো আগুন 🔥

17/10/2025

টাঙ্গাইলের ৭ কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ... 🥱

17/10/2025

‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

দ‍্যুতিকে পাওয়া গেছে ,আলহামদুলিল্লাহ ।
17/10/2025

দ‍্যুতিকে পাওয়া গেছে ,আলহামদুলিল্লাহ ।

17/10/2025

সম্মানিত শিক্ষকদের বেতন বাড়িয়ে,
দূরে পোস্টিং দেওয়া হোক,
কারন শিক্ষকরা এলাকার বড় রাজনীতিবিদ,এরা শিক্ষার্থীদের বিভাজনের শিক্ষা দেয়

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের টাঙ্গাইল-Amader Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের টাঙ্গাইল-Amader Tangail:

Share