আমাদের টাঙ্গাইল-Amader Tangail

আমাদের টাঙ্গাইল-Amader Tangail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের টাঙ্গাইল-Amader Tangail, Media/News Company, Tangail.
(1)

একটি স্বপ্ন, একটি ভালোবাসা, একটি প্ল্যাটফর্ম—যেখানে টাঙ্গাইল জেলার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা উঠে আসে সম্মিলিত কণ্ঠে।
সমন্বিত প্রচেষ্টায় একটি জেলার উন্নয়ন সম্ভব। তাই এই পেইজ হবে মত, স্মৃতি, স্বপ্ন ও সৃষ্টির মিলনমঞ্চ টাঙ্গাইল জেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি, সৌন্দর্য ও বৈচিত্র্য উন্নয়ন সারাদেশ সহ বিশ্ব বাসীর সামনে তুলে ধরাই আমাদের টাঙ্গাইল পেইজের লক্ষ্য ।

আমরা

তুলে নিয়ে আসবো প্রতি টি সম্ভাবনা কে। আমরা টাঙ্গাইল জেলাবাসী একে অপরের পাশে থেকে কাজ করব, সবাই সবার তরে...।

28/07/2025

জুলাই পদযাত্রা: টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

সারা দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি। এর আগে সোমবার রাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“ভাসানী ছিলেন মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন এক আন্দোলনের নাম। পিন্ডি-দিল্লীর আধিপত্যের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর আদর্শেই বৈষম্যহীন বাংলাদেশের পথ ধরে এগিয়ে যেতে চাই।”

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
পদযাত্রা সফল করতে এনসিপির জেলা ইউনিট ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।


#আমাদের_টাঙ্গাইল #জুলাই_পদযাত্রা
#ভাসানী
#টাঙ্গাইল #রাজনীতি
#বাংলাদেশ #গণজাগরণ

টাঙ্গাইলে পৌঁছে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতৃবৃন্দটাঙ্গাইলে পৌঁছেই গভীর শ্রদ্ধার সঙ্গে মজলু...
28/07/2025

টাঙ্গাইলে পৌঁছে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতৃবৃন্দ
টাঙ্গাইলে পৌঁছেই গভীর শ্রদ্ধার সঙ্গে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

#আমাদের_টাঙ্গাইল #টাঙ্গাইল #ভাসানী #রাজনীতি #বাংলাদেশ #সংবাদ #জুলাই_পদযাত্রা

28/07/2025

রাতের নিস্তব্ধতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ

দিনের কোলাহল পেরিয়ে রাতের নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ—আলো-আঁধারিতে গম্ভীর, দায়িত্বশীল এক প্রহরীর মতো।
চারপাশে কমে যায় শব্দ, কিন্তু এই ভবনের ভেতর কিছু মানুষ নির্ঘুম থাকে—জীবনের সাথে যুদ্ধ করে চলা রোগী, সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরা।
রাতের টাঙ্গাইল মেডিকেল যেন এক অন্যরকম অনুভব, এক গোপন শহরের মতো।

#আমাদের_টাঙ্গাইল #হাসপাতাল

সখিপুরের ছিলিমপুর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ আকাশমনি ও ইউক্লিপটাস গাছের চারাসরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সখি...
28/07/2025

সখিপুরের ছিলিমপুর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ আকাশমনি ও ইউক্লিপটাস গাছের চারা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সখিপুর উপজেলার ছিলিমপুর বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে পরিবেশবিধ্বংসী আকাশমনি ও ইউক্লিপটাস গাছের চারা।
বিগত কয়েক বছর ধরেই পরিবেশবাদী সংগঠন ও বিশেষজ্ঞরা এই দুটি গাছ রোপণে নিরুৎসাহিত করছেন, কারণ এসব গাছ মাটির উর্বরতা কমিয়ে দেয়, পানি শোষণের মাত্রা অত্যাধিক এবং জীববৈচিত্র্য নষ্ট করে।

সরকার এই গাছ দুইটির রোপণ ও বিক্রি নিরুৎসাহিত করলেও স্থানীয় বাজারে এর ব্যবসা বন্ধ হয়নি। পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনই প্রয়োজন।

#আমাদের_টাঙ্গাইল

28/07/2025

🔴 সরাসরি সম্প্রচার | সাবালিয়া চার রাস্তার মোড়ে বৃষ্টি!

এইমাত্র শুরু হয়েছে বৃষ্টি। চলুন দেখে নেই সাবালিয়া চার রাস্তার মোড়ের বর্তমান পরিস্থিতি। যান চলাচল, পথচারীদের ভোগান্তি এবং বৃষ্টির রূপ—সবকিছু লাইভে তুলে ধরা হচ্ছে।

#আমাদের_টাঙ্গাইল

28/07/2025

টাঙ্গাইল শুধুই একটি জেলা নয়, এটি একটি ইতিহাস, একটি আন্দোলনের নাম, একটি সংস্কৃতির প্রাণ।

#আমাদের_টাঙ্গাইল

বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরষ্কার পেলেন এডলফ খান। আমি তো মনে করছি ওনি হি.... 🤭
28/07/2025

বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরষ্কার পেলেন এডলফ খান। আমি তো মনে করছি ওনি হি.... 🤭

বিমান দুর্ঘটনায় নিহত সখীপুরের হুমায়রার কবরে বাংলাদেশ বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদনসাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভা...
28/07/2025

বিমান দুর্ঘটনায় নিহত সখীপুরের হুমায়রার কবরে বাংলাদেশ বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত মাইলস্টোন স্কুলের মেধাবী শিক্ষার্থী মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামে হুমায়রার পারিবারিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি হুমায়রার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তাঁরা শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং একটি করুণ বিদায়ের প্রতি রাষ্ট্রীয় সম্মানের নিদর্শন।

#আমাদের_টাঙ্গাইল

আপনার চারপাশের গল্পটিই হতে পারে টাঙ্গাইলের পরিবর্তনের সূচনাসম্মানিত টাঙ্গাইলবাসী,আপনার এলাকার যে কোনো সমস্যা, সম্ভাবনা, ...
28/07/2025

আপনার চারপাশের গল্পটিই হতে পারে টাঙ্গাইলের পরিবর্তনের সূচনা

সম্মানিত টাঙ্গাইলবাসী,
আপনার এলাকার যে কোনো সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কিংবা সংকট—সবকিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আপনার চোখে দেখা ঘটনা, অভিজ্ঞতা কিংবা অবহেলিত কোন চিত্র তুলে ধরুন “আমাদের টাঙ্গাইল” প্ল্যাটফর্মে।

আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর: 01675-702324
ছবি বা ভিডিও পাঠান, সংক্ষেপে লিখে দিন—কি ঘটছে, কোথায় ঘটছে।
আমরা আপনার পাঠানো তথ্য তুলে ধরবো সামাজিক মাধ্যমে,
যাতে তা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

চুপ থাকবেন না—আপনার সচেতন অংশগ্রহণেই গড়ে উঠবে দায়িত্বশীল টাঙ্গাইল।
এটা শুধু আমাদের টাঙ্গাইল নয়, এটা আপনার টাঙ্গাইলও।

#আমাদের_টাঙ্গাইল #টাঙ্গাইলেরচোখে #টাঙ্গাইলেরগর্ব #জনগণের_ভয়েস
#টাঙ্গাইলউন্নয়ন #টাঙ্গাইলদুর্ভোগ #টাঙ্গাইলনাগরিক #দায়িত্বশীলটাঙ্গাইল

28/07/2025

রাতভর টানা বৃষ্টিতে ভিজে গেছে পুরো টাঙ্গাইল শহর
রাত থেকে টানা বৃষ্টিতে টাঙ্গাইল শহরের প্রতিটি রাস্তা, অলিগলি, এবং বাজার এলাকা ভিজে একাকার।
কয়েকটি এলাকায় ইতোমধ্যেই জলাবদ্ধতা দেখা দিয়েছে।
শহরের জনজীবন কিছুটা থমকে গেছে, বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।

#আমাদের_টাঙ্গাইল #বৃষ্টি_দিন #ভিজে_টাঙ্গাইল
#টাঙ্গাইলশহর #টাঙ্গাইলআজ #টাঙ্গাইলনিউজ #বৃষ্টি

28/07/2025

নাটিয়াপাড়া-টেঙ্গুরিয়াপাড়া রোড: শিক্ষার্থী ও জনসাধারণের দুর্ভোগ চরমে

নাটিয়াপাড়া থেকে বাসাইল উপজেলার টেঙ্গুরিয়াপাড়া রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রভারণ মডেল স্কুল, আন-নুজুম ইসলামিয়া মাদ্রাসা সহ অন্তত তিন থেকে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যাতায়াত করে।

কিন্তু বর্তমানে এই সড়কের অবস্থা এতটাই বেহাল যে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টি হলেই কাদাপানি, গর্ত আর ভাঙাচোরা পথ। এতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি দেলদুয়ার এবং বাসাইল থানার সম্মানিত প্রশাসক, উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

আমাদের একটাই দাবি—এই রাস্তাটির সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।

#দেলদুয়ার #বাসাইল #নাটিয়াপাড়া #টেঙ্গুরিয়াপাড়া #রাস্তার_দুরবস্থা ংস্কার #শিক্ষার্থীদের_দুর্ভোগ #জনসাধারণের_দাবি #আমাদের_টাঙ্গাইল #দ্রুত_ব্যবস্থা_নিন

27/07/2025

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছে টাঙ্গাইলের ব্যস্ততম ক্যাপসল মার্কেট।

#ক্যাপসলমার্কেট।
#টাঙ্গাইল #বৃষ্টি #বাজারজীবন #ভিজেবাজার #জীবনসংগ্রাম #নগরজীবন #স্থানীয়বাজার #আমাদের_টাঙ্গাইল

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের টাঙ্গাইল-Amader Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের টাঙ্গাইল-Amader Tangail:

Share