28/07/2025
জুলাই পদযাত্রা: টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
সারা দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি। এর আগে সোমবার রাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“ভাসানী ছিলেন মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন এক আন্দোলনের নাম। পিন্ডি-দিল্লীর আধিপত্যের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর আদর্শেই বৈষম্যহীন বাংলাদেশের পথ ধরে এগিয়ে যেতে চাই।”
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
পদযাত্রা সফল করতে এনসিপির জেলা ইউনিট ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
#আমাদের_টাঙ্গাইল #জুলাই_পদযাত্রা
#ভাসানী
#টাঙ্গাইল #রাজনীতি
#বাংলাদেশ #গণজাগরণ