21/03/2025
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংক্ষেপে: বেরোবি) বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[২] যা রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ দ্বারা স্থাপিত হয়, পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ আইন দ্বারা অধ্যাদেশটি লোপ করা হয়।[৩] রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে ২০১১ সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নাম “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” নামকরণ করা হয়।[৪] বর্তমানে ২২টি বিভাগে স্নাতক স্তরে ৫৯৮২ জন এবং স্নাতকোত্তর স্তরে ১০৬৮ জন মিলে মোট ৭০৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[৫]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাক্তন নাম
রংপুর বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য
জ্ঞানেই শক্তি
ধরন
সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত
১২ অক্টোবর ২০০৮; ১৬ বছর আগে
অধিভুক্তি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বাজেট
৭১.৪৪ কোটি (২০২৪-২৫)[১]
ইআইআইএন
১৩৬৬১৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্য
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্য
শওকত আলী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৯৯
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৩১
শিক্ষার্থী
৭০৫০
স্নাতক
৫৯৮২
স্নাতকোত্তর
১০৬৮
ঠিকানা
পার্কের মোড়, ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক, রংপুর, ৭৩০১, বাংলাদেশ
শিক্ষাঙ্গন
শহুরে, ৭৫ একর (৩০ hectare)
ভাষা
বাংলা, ইংরেজি
সংক্ষিপ্ত নাম
বেরোবি (BRUR)
ওয়েবসাইট
brur.ac.bd