06/01/2024
পোলারা যে পছন্দের নারীরে পটানোর জন্য শুধু ফেমিনিস্টই সাজে, এই কথাটা পুরোপুরি সত্যি না।
বরং অনেক পোলা মেয়ে পটানোর জন্য ইসলামিস্ট সাজে এবং সফলও হয়।
আমার এক বন্ধু ছিলো অ্যাথিস্ট। পুরোপুরি অ্যাথিস্ট না ঠিক, অজ্ঞেয়বাদী বলা যাইতে পারে। তো এই ছেলেরে এক বোরকাওয়ালা মেয়ে সত্যি সত্যি পাগল করে ফেললো।
মেয়ে কঠিন কনজার্ভেটিভ ফ্যামিলির এবং মেন্টালিটির, সো, এই ছেলে ঐ মেয়েকে পটানোর জন্য দাঁড়ি রাখসে, টাখনুর উপর প্যান্ট উঠাইসে ইভেন হাদিস কুরআনের আয়াত পর্যন্ত শেয়ার দিসে।
এন্ড লিটারালি সে মেয়েটাকে পটাইসেও ঐ ইসলামের বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া। মন ভাঙা ঠিক না, মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক নারাজ হন, আমি বদদোয়া দিলে আজীবন তোমার উপর আল্লাহর গজব পড়তে থাকবে, একজন সত্যিকারের মুসলিমের উচিত না কারো সাথে কঠোর বিহেভ করা টাইপের ইমোশনাল ব্ল্যাকমেইলে মেয়েটা এক সময় ছেলের প্রপোজাল এক্সেপ্ট করে।
এবং এদের ডেটের সবচে উদ্ভট পার্ট ছিলো, আসরের নামাজ না পড়ে ডেটে গেলে মেয়ে ওর সাথে কথাও বলতে দিতো না, কাছেও ঘেষতে দিতো না, কিছু করতেও দিতো না।
এই কথা শোনার পর ছেলেটার জন্যও না, মেয়েটার জন্যও না, আমার সবচে বেশি মায়া হয়েছিলো বেচারা ইবলিশের জন্য।
এতোটা কনফিউজড এবং গোলমেলে একটা জাতির মধ্যে কাজ করা ইবলিশের জন্য আসলে কতটা কঠিন বলেন? ইভেন প্রেমিকারে চুমু খাইতে হইলে যদি মাগরিবের নামাজ পড়ে আসার শর্তই দেয়, তাইলে ঐ চুমু দিয়ে ইবলিশ করবেটা কী?
©সাদিক খান