JuYel RaNa ༆

JuYel RaNa ༆ ❥•༏༏༏❝যে-তোমার জন্য তৈরি হয়েছে~
❝দিন শেষে সে তোমার কাছে আসবেই༆
ইন শা আল্লাহ
❝শুধু-ধৈর্যের প্রয়োজন….!!

ফ্লাইটে পাইলট ঘোষণা করলো, আধা ঘণ্টার মধ্যে আমরা ল্যান্ড করতে যাচ্ছি।🙂একথা বলার পর  কিন্তু পাইলট মাইক বন্ধ করতে ভুলে গেলো...
27/01/2024

ফ্লাইটে পাইলট ঘোষণা করলো, আধা ঘণ্টার মধ্যে আমরা ল্যান্ড করতে যাচ্ছি।🙂

একথা বলার পর কিন্তু পাইলট মাইক বন্ধ করতে ভুলে গেলো এবং পাশে থাকা পাইলটকে বললো,
এখন আমি প্রথমে গরম চা খাবো তারপর এয়ার হোস্টেস কে চুমু খাবো।🐸🫠
একথা শুনে এয়ার হোস্টেস মাইক বন্ধ করার জন্য দৌড়াতে গিয়ে এক শিশুর পায়ে হোঁচট খেয়ে নিচে পড়ে গেলো।

শিশুটি বলল, আপনার এতো ভেতরে যাওয়ার তাড়া কিসের!ও আগে চা খাবে বললো শোনোনি? 🙃🤣

পোলারা যে পছন্দের নারীরে পটানোর জন্য শুধু ফেমিনিস্টই সাজে, এই কথাটা পুরোপুরি সত্যি না। বরং অনেক পোলা মেয়ে পটানোর জন্য ই...
06/01/2024

পোলারা যে পছন্দের নারীরে পটানোর জন্য শুধু ফেমিনিস্টই সাজে, এই কথাটা পুরোপুরি সত্যি না।

বরং অনেক পোলা মেয়ে পটানোর জন্য ইসলামিস্ট সাজে এবং সফলও হয়।

আমার এক বন্ধু ছিলো অ্যাথিস্ট। পুরোপুরি অ্যাথিস্ট না ঠিক, অজ্ঞেয়বাদী বলা যাইতে পারে। তো এই ছেলেরে এক বোরকাওয়ালা মেয়ে সত্যি সত্যি পাগল করে ফেললো।

মেয়ে কঠিন কনজার্ভেটিভ ফ্যামিলির এবং মেন্টালিটির, সো, এই ছেলে ঐ মেয়েকে পটানোর জন্য দাঁড়ি রাখসে, টাখনুর উপর প্যান্ট উঠাইসে ইভেন হাদিস কুরআনের আয়াত পর্যন্ত শেয়ার দিসে।

এন্ড লিটারালি সে মেয়েটাকে পটাইসেও ঐ ইসলামের বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া। মন ভাঙা ঠিক না, মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক নারাজ হন, আমি বদদোয়া দিলে আজীবন তোমার উপর আল্লাহর গজব পড়তে থাকবে, একজন সত্যিকারের মুসলিমের উচিত না কারো সাথে কঠোর বিহেভ করা টাইপের ইমোশনাল ব্ল্যাকমেইলে মেয়েটা এক সময় ছেলের প্রপোজাল এক্সেপ্ট করে।

এবং এদের ডেটের সবচে উদ্ভট পার্ট ছিলো, আসরের নামাজ না পড়ে ডেটে গেলে মেয়ে ওর সাথে কথাও বলতে দিতো না, কাছেও ঘেষতে দিতো না, কিছু করতেও দিতো না।

এই কথা শোনার পর ছেলেটার জন্যও না, মেয়েটার জন্যও না, আমার সবচে বেশি মায়া হয়েছিলো বেচারা ইবলিশের জন্য।

এতোটা কনফিউজড এবং গোলমেলে একটা জাতির মধ্যে কাজ করা ইবলিশের জন্য আসলে কতটা কঠিন বলেন? ইভেন প্রেমিকারে চুমু খাইতে হইলে যদি মাগরিবের নামাজ পড়ে আসার শর্তই দেয়, তাইলে ঐ চুমু দিয়ে ইবলিশ করবেটা কী?

©সাদিক খান

এমন শিক্ষিকা কই পাওয়া যায়🙂
04/01/2024

এমন শিক্ষিকা কই পাওয়া যায়🙂

03/01/2024

- Don't Call me "ভাইয়া" you are not my "বাপের মাইয়া.!😒

03/01/2024

- মানুষ যে এত তাড়াতাড়ি নিচে নামতে পারে ❕🙂
- সেটা লিফ্ট না থাকলে জানতেই পারতাম না 😶

03/01/2024

❥•༏༏༏❝যে-তোমার জন্য তৈরি হয়েছে~
❝দিন শেষে সে তোমার কাছে আসবেই༆
ইন শা আল্লাহ
❝শুধু-ধৈর্যের প্রয়োজন….!!

03/01/2024

“৩বছর হলো নীলাকে বিয়ে করেছি, এখনো বাবা ডাক শুনতে পাইনি”..গল্পের এটুকু পড়েই কমেন্টে লিখলাম -
“বৌ কেন আপনাকে বাবা ডাকবে😐

Thirty First Night এর স্বীকার এই অবোলা পাখি গুলা😥
01/01/2024

Thirty First Night এর স্বীকার এই অবোলা পাখি গুলা😥

Address

Tangail
#563/76

Alerts

Be the first to know and let us send you an email when JuYel RaNa ༆ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JuYel RaNa ༆:

Share

Category