
29/08/2025
https://www.facebook.com/share/p/173dgzMUu8/
অনেকই Excavator course সম্পর্কে আমাকে জিজ্ঞেসা করেন তাদের উদ্দেশ্যে
একটা বিষয় বর্ণনা করছি।আমাদের কোম্পানিতে আমার ভাতিজা ও কোন দিন Excavator চালায় নাই, তবে সিগনাল ম্যান হিসেবে সবসময় Excavator ফলো করে কাজ করছে তাই Excavator কাজ সমন্ধে ভালো ধারণা ছিল, ৮ মাস আগে Excavator course করার জন্য Fonda global training centre ভর্তি হয়।আমাদের সাইডে সেফটি যেহেতু কড়াকড়ি তাই শেখানোর সুযোগ ছিল না,তারপর ক্লাসের আগের দিন ২৫ মিনিটের মতো চালাতে দিয়ে দেখলাম কিছুই পারে না।তারপর ক্লাস করতে গিয়ে যখন দেখলো পারতেছে না,ও তখন ৯০০ ডলার দিয়ে ৬ টা এক্সট্রা ক্লাস নিয়ে,শিখে পরিক্ষা দিল।আলহামদুলিল্লাহ গতকাল রেজাল্ট এসেছে পাশ করেছে। ওর মোট খরচ হয়েছে ১৬৬৭+৯০০=২৫৬৭ ডলার সাথে ৯ দিন কাজ বন্ধ গিয়েছে।সবমিলিয়ে বলা চলে ৩০০০+।আমি বলবো ৩০০০ + খরচ গেলেও ও সফল। কারণ এই ৩ হাজার ডলারের বিনিময়ে একদিকে যেমন সিঙ্গাপুরে ওর একটা ভালো অবস্থান তৈরি হবে তেমনি এই অবস্থানের ফলে ও বেতন বৃদ্ধি পাবে।
তাই সিঙ্গাপুর যারা নতুন এসেছেন তাদের জন্য আমার সাজেশন একটা টার্গেট করে সে অনুসারে এগিয়ে যান।
ছবিতে পরিক্ষায় দেওয়া ওর প্রজেক্ট।