Govt. Saadat College Rover Scout Group

Govt. Saadat College Rover Scout Group একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় সেবাদান কর্মসূচি-২০২৫🔥২০২৪-২০২৫ সেশনের 'সরকারি সা'দত কলেজ' -এর ভর্তি পরিক্ষা মোট ৫টি ভ্যেন...
31/05/2025

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় সেবাদান কর্মসূচি-২০২৫🔥

২০২৪-২০২৫ সেশনের 'সরকারি সা'দত কলেজ' -এর ভর্তি পরিক্ষা মোট ৫টি ভ্যেনুতে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ভ্যেনুতেই রোভারদের সেবাদান কর্মসূচি চালু ছিলো। প্রতিটি রোভার ও
গার্ল-ইন-রোভার তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সেবা প্রদান করেছেন।❤️

তারিখ: ৩১ই মে ২০২৫ খ্রি.
স্থান: সরকারি সা'দত কলেজ, করটিয়া,টাঙ্গাইল।

"১২ তম কোর্স ফর রোভারমেট"-এ অংশগ্রহণ শেষে সরকারি  সা'দত কলেজ রোভার স্কাউট গ্রুপের অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন-রোভার অধ...
27/05/2025

"১২ তম কোর্স ফর রোভারমেট"-এ অংশগ্রহণ শেষে সরকারি সা'দত কলেজ রোভার স্কাউট গ্রুপের অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন-রোভার অধ্যক্ষ মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

স্থান: অধ্যক্ষের কার্যালয়, সরকারি সা'দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল
তারিখ: ২৭ ই মে ২০২৫ খ্রি.

সাপ্তাহিক ক্রু মিটিং আজকের কার্যক্রম ছিলো মানচিত্র পাঠ ও হাইকিং।অধ্যায় শেষে সবাইকে নিয়ে ছোট পরিসরে একটি হাইকিং এর  আয়োজন...
26/05/2025

সাপ্তাহিক ক্রু মিটিং

আজকের কার্যক্রম ছিলো মানচিত্র পাঠ ও হাইকিং।
অধ্যায় শেষে সবাইকে নিয়ে ছোট পরিসরে একটি হাইকিং এর আয়োজন করা হয়েছে। এরসাথে করটিয়া জমিদার বাড়ি ভ্রমন ছিলো।

তারিখ: ২৬ই মে ২০২৫ খ্রি.

"১২ তম কোর্স ফর রোভারমেট"টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব শরিফা হক, জেলা ...
23/05/2025

"১২ তম কোর্স ফর রোভারমেট"
টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব শরিফা হক, জেলা প্রশাসক ও সভাপতি,বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার।এছাড়াও ছিলেন জেলা রোভারের কমিশনার ও সম্পাদক মহোদয় সহ সকল কোর্স শিক্ষক।

এখানে সরকারি সা'দত কলেজ রোভার স্কাউট গ্রুপ এর ৫জন রোভার নিজেদেরকে দক্ষ ও দ্বায়িত্ববান রোভারমেট করার লক্ষ্যে অংশগ্রহণ করেছেন।তাদের সাথে মতবিনিময় করতে এসেছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা বিভাগের সিনিয়র রোভারমেট প্রতিনিধি অনির্বান দত্ত দ্বীপ।
তাদের সকলের জন্য সুস্বাস্থ কামনা ও শুভকামনা রইল।

সাপ্তাহিক ক্রু মিটিং আজকের কার্যক্রম ছিলো সহচর ও সদস্য স্তরের সিলেবাস থেকে কুইজ প্রতিযোগিতা ও কিমস গেমের আয়োজন করা হয়েছে...
19/05/2025

সাপ্তাহিক ক্রু মিটিং

আজকের কার্যক্রম ছিলো সহচর ও সদস্য স্তরের সিলেবাস থেকে কুইজ প্রতিযোগিতা ও কিমস গেমের আয়োজন করা হয়েছে।
এবং বিজয়ী ২ জনকে পুরস্কার প্রদান করা হয়।

তারিখ: ১৯ই মে ২০২৫ খ্রি.

06/05/2025
সাপ্তাহিক ক্রু মিটিং আজকের কার্যক্রম ছিলো সহচর ও সদস্য স্তরের সিলেবাস থেকে কুইজ প্রতিযোগিতা। ৪টি করে উপদল ভিত্তিতে এতে অ...
28/04/2025

সাপ্তাহিক ক্রু মিটিং

আজকের কার্যক্রম ছিলো সহচর ও সদস্য স্তরের সিলেবাস থেকে কুইজ প্রতিযোগিতা। ৪টি করে উপদল ভিত্তিতে এতে অংশগ্রহণ করে।
এবং বিজয়ী উপদলকে পুরস্কার প্রদান করা হয়।

তারিখ: ২৮ ই এপ্রিল ২০২৫ খ্রি.

অনার্স ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষায় সেবাদান কর্মসূচি-২০২৫ (২য় দিন)তারিখ: ২৭ই এপ্রিল ২০২৫ খ্রি.স্থান: সরকারি সা'দত কলেজ, করটিয়...
27/04/2025

অনার্স ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষায় সেবাদান কর্মসূচি-২০২৫ (২য় দিন)
তারিখ: ২৭ই এপ্রিল ২০২৫ খ্রি.

স্থান: সরকারি সা'দত কলেজ, করটিয়া,টাঙ্গাইল।

সরকারি সা'দত কলেজের প্রতিষ্ঠাতা "মৌলভী ওয়াজেদ আলি খান পন্নী (চাঁদ মিয়া)"এর ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক রেলী তে অংশগ্...
25/04/2025

সরকারি সা'দত কলেজের প্রতিষ্ঠাতা "মৌলভী ওয়াজেদ আলি খান পন্নী (চাঁদ মিয়া)"
এর ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক রেলী তে অংশগ্রহণ করেন
সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষকবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।এছাড়াও এখানে দ্বায়িত্ব পালন করেন কলেজের রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দ ও গার্ল-ইন-রোভার।

স্থান:সরকারি সা'দত কলেজ ও করটিয়া জমিদার বাড়ি।

অনার্স ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষায় সেবাদান কর্মসূচি-২০২৫ (১ম দিন)তারিখ: ২৪শে এপ্রিল ২০২৫ খ্রি.স্থান: সরকারি সা'দত কলেজ, করটি...
25/04/2025

অনার্স ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষায় সেবাদান কর্মসূচি-২০২৫ (১ম দিন)
তারিখ: ২৪শে এপ্রিল ২০২৫ খ্রি.

স্থান: সরকারি সা'দত কলেজ, করটিয়া,টাঙ্গাইল।

সরকারি সা'দত কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও রোভার স্কাউটের সভাপতি মহোদয়ের সাথে মতবিনিময় সভা ও সিনিয়র রোভারমেট নির্বাচন ২০২৫ অন...
21/04/2025

সরকারি সা'দত কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও রোভার স্কাউটের সভাপতি মহোদয়ের সাথে মতবিনিময় সভা ও সিনিয়র রোভারমেট নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়।
নতুন নির্বাচিত সিনিয়র রোভারমেটগণ:
সিনিয়র রোভারমেটঃ সিয়াম সরকার রুপক
গার্ল-ইন-সিনিয়র রোভারমেটঃ ঝুমা আক্তার

স্থান: শিক্ষক মিলনায়তন, সরকারি সা'দত কলেজ।
সময়: সকাল ১১ টা

এসো হে বৈশাখ, এসো এসো 🔥আজ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সরকারি সা'দত কলেজ কতৃক আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতি...
14/04/2025

এসো হে বৈশাখ, এসো এসো 🔥
আজ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সরকারি সা'দত কলেজ কতৃক আয়োজিত
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থান - সরকারি সা'দত কলেজ,করটিয়া,টাঙ্গাইল।

Address

Saadat College Road
Tangail
1903

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801550684727

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Saadat College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share