SriKrishna Kotha Procher

SriKrishna Kotha Procher Hello friends! welcome to my page. Please follow my page. If you like my videos please comment and Share ❤️❤️

শুভ রাত্রি সবাইকে 🌹🌹🙏🙏🌺🥰❤️
19/09/2025

শুভ রাত্রি সবাইকে 🌹🌹🙏🙏🌺🥰❤️

🪔🪔🌹🙏🌺 শুভ  সন্ধ্যা 🌺🙏🌹🪔🪔​সন্ধ্যা আসে ধীরে, পাখিরা ফেরে নীড়ে,আঁধারের চাদর নামে ধরণীর তীরে।একটু একটু করে তারা জ্বলে আকাশে,...
19/09/2025

🪔🪔🌹🙏🌺 শুভ সন্ধ্যা 🌺🙏🌹🪔🪔

​সন্ধ্যা আসে ধীরে, পাখিরা ফেরে নীড়ে,
আঁধারের চাদর নামে ধরণীর তীরে।
একটু একটু করে তারা জ্বলে আকাশে,
মন তখন ডুব দেয় গভীর বিশ্বাসে।
​এসেছে তো দিন শেষে, সকল কোলাহল থামে,
শুধু তোমারই নাম তখন মনে বাজে।
আলো জ্বালিয়ে বসেছি প্রদীপ তোমার তরে,
পূজার থালি সাজাই মনভরা জপসুরে।
​হে ঈশ্বর, তুমিই তো সব প্রাণের প্রাণ,
তোমার করুণা বিনা সব যে ম্লান।
এই সন্ধ্যায় তাই তোমায় ডাকি বারে বারে,
তোমারই আলোয় ভরে দিও এই মনটারে।
আঁধারে দিও পথ, মনে দিও শান্তি,
তোমার চরণে রাখি সকল ক্লান্তি।
#শুভসন্ধ্যা

19/09/2025

হরে কৃষ্ণ 🙏🙏
বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান ইসকন স্বামীবাগ আশ্রম মন্দির ঢাকা।

আমার প্রিয় মিষ্টি সকল সদস্যদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন 🌅🌅🌺🌹❤️
19/09/2025

আমার প্রিয় মিষ্টি সকল সদস্যদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন 🌅🌅🌺🌹❤️

হরে কৃষ্ণ!!! প্রশ্নঃ লোকে বলে বিবাহ না করলে ধর্ম হয় না। কথাটি কি ঠিক? # উত্তরঃ বিবাহ করেও মানুষের ধর্ম হয় না। ধর্ম হল ...
18/09/2025

হরে কৃষ্ণ!!!
প্রশ্নঃ লোকে বলে বিবাহ না করলে ধর্ম হয় না। কথাটি কি ঠিক?
# উত্তরঃ বিবাহ করেও মানুষের ধর্ম হয় না।
ধর্ম হল ভগবানের দেওয়া নিয়মকানুন।
ধর্মং তু সাক্ষাদ্ ভগবৎ প্রণীতম্।
অধিকাংশ মানুষ সেই নিয়ম ভঙ্গ করছে।
ধর্ম পালন করছে না।
বিবাহ সংস্কার বিধি সম্পর্কে অধিকাংশ ব্যক্তিই অজ্ঞ।
ইন্দ্রিয়পর ও উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য পরিবার, সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে, তার ভুরি ভুরি নজির হামেশাই পাওয়া যাচ্ছে।
বিবাহ বিচ্ছেদ, বধূ নির্যাতন, বধূহত্যা, পতিহত্যা, আত্মহত্যা, ভ্রূণহত্যা, নাবালক শিশুহত্যা, ভ্রাতৃবিরোধ, সম্পত্তি দখল, কুটুম্ব বিরোধ ইত্যাদি অঘটন প্রতিদিন দেশের কোথাও না কোথাও যেভাবে ঘটে চলেছে, তা থেকে কারও বুঝতে আর বাকি নেই যে, বহু মানুষের বিবাহিত জীবনের আনন্দ নারকীয় বিষগ্ন জীবনে পরিণত হয়েছে।
তাদের বিবাহ করার ফ্যাশনটাই শেষে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে।
যদিও তারা প্রথমে জেনেছিল সেটি তাদের কতই না সাধের ‘শুভ পরিণয়’।
বিবাহ কথাটির আক্ষরিক অর্থ হল বিশেষরূপে বহন করা। অর্থাৎ, পারিবারিক দায়িত্ব এমন ভাবে বহন করতে হয় যাতে বিবাহিত জীবন নারকীয় জীবনে পর্যবসিত না হয়।
আবার দেখা যায়, অনেকে বিবাহ করছে না, অথচ বিবাহ বহির্ভূত ইচ্ছৃঙ্খল সঙ্গে লিপ্ত হচ্ছে। কেউ বা বিয়েপাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য শ্রীল প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন, বিবাহিত হয়ে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে। তবে বদ্চরিত্র ব্যক্তিরা বিবাহিত হয়েও উত্তরোত্তর উচ্ছৃঙ্খলতা বাড়িয়ে চলে।
যারা ভগবদ্ভক্তি অনুশীলন করে না, তাদের সব দিকই পরিণামে গণ্ডগোল। শাস্ত্রে বলা হয়েছে যে, সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীহরির সন্তোষ বিধান করা। বিবাহ অনুষ্ঠানও একটি যজ্ঞ। বিবাহযজ্ঞ। বর-বধূ যদি কৃষ্ণ ভক্ত না হয়, তবে তারা কখনই ভগবানের সন্তোষবিধান করতে পারবে না। অভক্তের বিবাহ অনুষ্ঠান কখনই শুভ নয়।অমল পুরাণ শ্রীমদ্ভাগবতে নির্দেশ করা হয়েছে যে, ভক্তি পথের উপদেশ দ্বারা যে ব্যক্তি তার পত্নীকে মৃত্যুরূপ সংসার চক্র থেকে মোচন করতে পারবে না, সেই ব্যক্তির বিবাহ করা উচিত নয়, সে কারও পতি হওয়ার উপযুক্ত নয়। আবার বিবাহের পূর্ণতা লাভ হয় সন্তানের পিতা-মাতা হওয়ার মাধ্যমে। কিন্তু পিতা-মাতা যদি সন্তানকে জন্ম-মৃত্যুর ভবদশা থেকে উদ্ধার পাওয়ার পন্থা না শেখাতে পারে, তবে তারা পিতা-মাতা হওয়ার যোগ্য নয়। তাদের সন্তান উৎপাদনে যত্নশীল হওয়াই উচিত নয়।
এই ধরনের উপদেশ শ্রীঋষভদের তাঁর পুত্রদের প্রদান করেছিলেন।
এই সমস্ত শিক্ষা মানুষ যদি না পায়, তবে তার জীবন কুকুর বিড়ালের সমতুল্য।
ধর্মেণ হীনা পশুভিঃ সমানা।
তাই মানুষকে ধর্মপরায়ণ হতে হবে, ভক্তিময় জীবন গ্রহণ করতে হবে, তারপর সে বিবাহ করুক আর নাই করুক, তাতে কিছু যায় আসে না।
"গৃহে থাকো, বনে থাকো,
সদা 'হরি' বলে ডাকো।"
হরিভজন ছাড়া সবই অধর্ম। হরিভজনের অনুকূল হলে সমস্ত অনুষ্ঠান ভাল,
হরিভজনের প্রতিকূল বিষয় গ্রহণ করে যে সমস্ত অনুষ্ঠান তা পরিণামে মন্দ।।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরেহরে
হরেরাম হরেরাম রামরাম হরেহরে!!!!

সূর্যাস্তের নরম আলোয় যখন চারপাশটা ঝলমলে হয়ে ওঠে, তখন এই রকম এক নির্ভেজাল আনন্দ মনে একটা নতুন শান্তি এনে দেয়। এই ছবিটি সে...
18/09/2025

সূর্যাস্তের নরম আলোয় যখন চারপাশটা ঝলমলে হয়ে ওঠে, তখন এই রকম এক নির্ভেজাল আনন্দ মনে একটা নতুন শান্তি এনে দেয়। এই ছবিটি সেই মুহূর্তটিই ধরে রেখেছে, যেখানে এক শিশুর হাসি আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে একাকার।
​শুভ বিকালের এই সময়টা যেন আমাদের জীবনেও এমনই হাসি আর খুশির বার্তা নিয়ে আসে।
​শুভ বিকাল!
#শুভ_বিকাল
#পদ্মফুল
#প্রকৃতি
#শান্তি
#নৌকাভ্রমণ
#বিকেল

18/09/2025

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 400টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

আমার প্রিয় মিষ্টি সকল সদস্যদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন 🌅🌅🌺🌹❤️
18/09/2025

আমার প্রিয় মিষ্টি সকল সদস্যদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন 🌅🌅🌺🌹❤️

"শিষ্য যদি তার গুরুমহারাজের সেবায় দৃঢ় থাকে, তাকে আর কখনই মায়ার কবলে পড়ার ভয় করতে হবে না।"~শ্রীল জয়পতাকা স্বামী,  শ্রীকৃষ...
17/09/2025

"শিষ্য যদি তার গুরুমহারাজের সেবায় দৃঢ় থাকে, তাকে আর কখনই মায়ার কবলে পড়ার ভয় করতে হবে না।"

~শ্রীল জয়পতাকা স্বামী, শ্রীকৃষ্ণভাবনার মাধুর্য্য
Hare Krishna 🙏🙏

Hare Krishna 🙏🙏
17/09/2025

Hare Krishna 🙏🙏

পুরস্কার হাতে হাসি ঝলমল,তোমার চোখে আনন্দের আলো।সাফল্যের এই মুহূর্তটা,মনটা করে দেয় আরো ভালো।​ #সাফল্য  #পুরস্কার  #আনন্দে...
16/09/2025

পুরস্কার হাতে হাসি ঝলমল,
তোমার চোখে আনন্দের আলো।
সাফল্যের এই মুহূর্তটা,
মনটা করে দেয় আরো ভালো।
​ #সাফল্য #পুরস্কার #আনন্দের_মুহূর্ত

ব্রজেন্দ্রনন্দন যেই,        শচীসূত হইলো সেই,                বলরাম হইলো নিতাই।।Hare Krishna 🙏🙏
16/09/2025

ব্রজেন্দ্রনন্দন যেই, শচীসূত হইলো সেই,
বলরাম হইলো নিতাই।।
Hare Krishna 🙏🙏

Address

Pathrail
Tangail
1912

Alerts

Be the first to know and let us send you an email when SriKrishna Kotha Procher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SriKrishna Kotha Procher:

Share