
03/04/2025
প্রকৃতিকে কখনো কখনো অন্ধকার গ্রাস করে নেয়,কিন্তু সব অন্ধকার দূর করে সূর্যের কিরণ এক সময় দেখা দেয়ই।
তেমনই মানুষের জীবনেও কখনো কখনো অন্ধকার নেমে আসে, কিন্তু সেটাও ক্ষনিকের জন্য। মনে আশা রাখুন,যা সব অন্ধকার দূর করে আলো নিয়ে আসবেই!