Md Maruf Ahmmed

Md Maruf Ahmmed নিজেকে এগিয়ে নিয়ে যান।
তবে মানুষকে ঠকিয়ে নয়,
মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস
খুবই ভয়ংকর!

10/09/2025

ভালোবেসেই কি হেরে গেলাম?
তবুও তো ভালোবাসি তাকে
#ভালোবেসে #হেরেগেলাম
Sumaiya Islam Zara

03/05/2025

আমি যে একজন মানুষ তা মনে রাখার জন্যও মাঝে মাঝে আমি একাই হাসি।

With Md. Maruf Ahmmed – I'm on a streak! I've been a top fan for 9 months in a row. 🎉
29/04/2025

With Md. Maruf Ahmmed – I'm on a streak! I've been a top fan for 9 months in a row. 🎉

আজ আমার "মারজান ইসলাম শায়রা" মামুনির ২য় জন্ম বার্ষিকী।
01/03/2025

আজ আমার "মারজান ইসলাম শায়রা" মামুনির ২য় জন্ম বার্ষিকী।

27/01/2025

সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসচ্ছল ও চলাচলের অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্টান।

19/01/2025
"পুরুষ হওয়া অত সোজা নয়!" একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে...
05/01/2025

"পুরুষ হওয়া অত সোজা নয়!"
একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই।

#পুরুষ
#বাবা
#ছেলে

01/01/2025

বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো ভাবতে ভাবতে বন্ধুরাই হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না আবার কখনো পরিবার মানে না। তারপর একসময় বন্ধুরাও আর থাকে না। যে যার মতো দূরে চলে যায়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, দেখা হয় না, তেমন কথাও হয় না। হ্যাঁ, জীবন তো এমনই তাইনা?

31/12/2024

এ বছরের শেষ প্রান্তে দাড়িয়ে...

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূ...
11/10/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী।

এবার আসি মানুষ প্রসঙ্গে।

কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় চরিত্র রহিমার মার এক অনেক দর্শক নন্দিত ডায়ালগ ছিল,
'মানুষ ইতো ভৃল করে, গরু ছাগল তো করে না।'

আসলেই তাই।

ভৃল থেকেই এ পৃথিবীর সৃষ্টি। মানুষ সেতো জেনে না জেনে ভৃল করবে এটা স্বাভাবিক।

তবে মানুষ সে' 'আশরাফুল মাখলুকাত'।

যদি সে ভূল করে ফেলে তবুও অনুশোচনাবোধ তাকে মানুষ হিসেবে স্রেষ্ঠত্ব দিয়ে জীবন পাত্র তার সুধায় ভরিয়ে দেয় কানায় কানায়।

প্রখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত কে একবার সালমান খান প্রশ্ন করেছিল,

'এখন তোমার কিসের নেশা সবচেয়ে বেশি?

উত্তরে সে হেসে বলেছিল,

'জীবনের নেশা,পরিবারের নেশা। আর বাকী যা ছিল এতদিন সব ছিল 'মোহ।''

মানুষ খারাপ হয় না। কারণ একমাত্র মানুষ ই ভুল করে। আর এই ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন পরিপূর্ণ ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

যেভাবে দুধের চেয়ে পনির বেশি মূল্যবান হয়ে যায়।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে।

আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ স্বর্ন শিখরে।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে কেউ সত্যি কিছু শিখতে পারে না!

আমাদের সবার তাই পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করা উচিত, যাতে ভুল হলে রাবার ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে!

একমাত্র কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! কলম দিয়ে কখনো সুন্দর চিত্র হয় না!

ভুলগুলোকে যারা নিজে নোটিস করে এবং রেক্টিফাই করে নেয় তারা পড়ে যায় না নীচে তবে এটি অনুশীলনের চর্চা ক্রমাগত নিরলস ভাবে করে যেতে হয়।

এক সময় সেটাই বা চর্চা যা তাকে নিখুঁত করে তোলে। তখন সেই ভুলগুলো ফুল হয়ে সামনে সহাস্যে অভিনন্দনের বার্তা নিয়ে এসে দাড়ায়।

©️

Address

Boali, Sakhipur
Tangail
1950

Alerts

Be the first to know and let us send you an email when Md Maruf Ahmmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share