21/08/2024
                                            এই যে আরামে শুয়ে আছি। কারেন্ট আছে, নেট আছে, কোনো বৃষ্টি নাই, বন্যার ভয় নাই।  
আমি জাস্ট ভাবতেছি গতো রাত থেকে যারা বন্যার পানি দেখতেছে,আজকে সারাদিন পানি বাড়লো,এইসব মানুষ রাতে কিভাবে ঘুমাবে? কোথায় ঘুমাবে? যারা সব হারিয়েছে, তারা কিভাবে থাকবে? এতো ভয়ানক রাত তারা কিভাবে পার করবে?! কল্পনাও করা যায়না এমন কিছু!!