অনুভূতির গল্প

অনুভূতির গল্প لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ
(1)

30/06/2024

দ্বিতীয় নারী শিখিয়ে দেয় প্রথম নারী ভুল ছিলো.

যে পদ্মা সেতু পদ্মা সেতু করে মুখে ফেনা তুলে ফেলেছেন কিছু মানুষ সে পদ্মা সেতু এ দেশের কিছু এলাকে যুক্ত করেছে এটা ঠিক। কিছ...
25/06/2024

যে পদ্মা সেতু পদ্মা সেতু করে মুখে ফেনা তুলে ফেলেছেন কিছু মানুষ সে পদ্মা সেতু এ দেশের কিছু এলাকে যুক্ত করেছে এটা ঠিক। কিছু এলাকার মানুষের জীবন মানের উন্নতি হবে এটা ঠিক। কিন্তু যদি বলা হয় পদ্মা সেতু তৈরির পেছনে আছে আরও বড় কোনো উদ্দেশ্য। যদি বলা হয় পদ্মা সেতু তৈরি করা হয়েছে কলকাতা থেকে আগরতলায় ৭ ঘন্টায় পৌঁছানোর জন্য তাহলে কী অবাক হওয়ার কিছু আছে!

আগে কলকাতা থেকে আগরতলা ভায়া ট্রেনে ট্রানজিট সময় লাগতো ৩৭ থেকে ৪০ ঘন্টা। সেই ট্রানজিট এখন মাত্র ৭ থেকে ৮ ঘন্টায় নেমে এসেছে। বাংলাদেশের মানুষ উপকার খুব করছে ঠিকই। আসলে বাংলাদেশের মানুষ নয় বরং বাংলাদেশে কয়েকটি জেলার মানুষ উপকার ভোগ করছে। অন্যদিকে ভারত উপকার ভোগ করছে শত গুণ। পদ্মা সেতু মংলা বন্দরকে দিয়েছে গতি। কিন্তু সেটা বাংলাদেশের জন্য নয় বরং ভারতের জন্য।

এইটুকু বুঝার জন্য নিশ্চয়ই রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই।

২৩ জুন ১৭৫৭, বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। সেদিন মানুষের কোনো হুশ ছিল না যে কতবড় বিপদের মধ্যে তারা পড়তে চলেছে। সেদিন সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তার দুই পাশে সারি সারি দাঁড়িয়েছিল। বলা হয় সেদিন প্রত্যেকে যদি একটা করে পাথর ছুড়েও মারতো তাহলে সেদিন সিরাজের ঐ পরিণতি হতো না।

আজ ২৩ জুন ২০২৪, ভারত বাংলাদেশকে তাদের রেল করিডোর বানিয়ে নিয়েছে। এ দেশের তথাকথিত সরকার তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য এ দেশের সার্বভৌমত্বের দাফন দিয়েছে। অথচ, আমাদের হুশ নেই। আমরা কি বুঝতে পারছি বাংলাদেশের স্বাধীনতা অস্তমিত হওয়ার পথে।

এ দেশের ১৭ কোটি মানুষ কি দেশের এই দুঃসময়ে কেবল চুপ থাকবে? আওয়াজ তুলবে না? চাইবে না এই রাহাজানির হিস্যা?

©

তারকাঁটার যদি মূল্যই না থাকে তাহলে ফেলানী ঝুলছে কেনো ?
24/06/2024

তারকাঁটার যদি মূল্যই না থাকে তাহলে ফেলানী ঝুলছে কেনো ?

03/05/2024

Trust is Everything!❤️🙂

13/04/2024

🖤❤️

19/01/2024
31/08/2023

🔥🔥

30/08/2023

হে টিকটক সম্প্রদায়...

তোমরা যখন টিকটিক করতে করতে ক্লান্ত হয়ে যাও, এক্সাম দিতে চাও না...
তাদের বয়সে এদেশের তরুণরা কি ছিল দেখে নাও...
কি স্মার্ট, কি দারুণ ইংরেজিতে কথা বলে...
এখনকার ভার্সিটির পোলাপাইনদের ই তো ইয়ে মানে এয়া এয়া করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়...
আমরা শিক্ষায় অন্তত ১০০ বছর পিছিয়েছি, মানবিকতায় পিছিয়েছি অন্তত হাজার বছর...

বি: দ্র : আমার পোস্ট এমন বাইরের মানুষ কম কম ই নটিশ করে, আমি সেভাবে তেমন রিপ্লাই দেই না। অনেকে কমেন্ট করছে ইংরেজিতে কথা বলছে এখানে মানবিকতার কি দেখা গেলো?

এইটুকু বুঝার জন্য সেন্স থাকা লাগবে, যে সময়ে এই তরুণ রা দেশের জন্য লড়ছিল, সেই একই সময়ে কেউ কেউ জান বাঁচাতে পালাচ্ছিল...
দেশকে অকৃত্রিম ভালোবেসে যারা স্বাধীন করে গেছে তারা কখনোই এইটা ভেবে যাই নি যে আগামীর প্রজন্ম(বেশিরভাগই) এতটা অথর্ব হবে, গাধা হবে, বস্তি হবে।
উনারা এইটাই চেয়েছিল যে অনাগত শিশুরা স্বাধীনতার স্বাদ পাক,
আর আমরা স্বাধীনতার স্বাদ পেয়ে ভিডিও বানিয়ে বেড়াই, " সেইই স্বাদ "
আহারে প্রজন্ম!!!

© Collected

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতির গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতির গল্প:

Share

Welcome To অনুভূতির গল্প

Enjoy Our post....!

Then Like, Comments, Share And Stay With Us...!!