Shuci

Shuci please radiate positively..! �

Adventure Awaits | Journey Junction | Explore Everyday | Globe Trotters | Nomadic Nook | Wanderlust Wonders |

12/09/2025

আমার মন থেকে কেউ কখনো একদিনে উঠে যায় না,
আমি দেখি, সহ্য করি, ভাবি, তারপর নিজেই আমার জীবন থেকে সরিয়ে দেই।🫰

06/09/2025

আজ একটা হলুদ বোরখা আর কালো চাদর নেই বলে🥹

চিরন্তন সত্যি এটাই !😪
05/09/2025

চিরন্তন সত্যি এটাই !😪

31/08/2025

জাহান্নামে কোন পাপের জন্য কোন শাস্তি দেওয়া হবে জেনে নিন🥺

🌕🔴 Blood Moon Eclipse – September 7-8, 2025 🔴🌕On the night of September 7-8, 2025, the sky will transform into one of th...
30/08/2025

🌕🔴 Blood Moon Eclipse – September 7-8, 2025 🔴🌕

On the night of September 7-8, 2025, the sky will transform into one of the most mesmerizing celestial shows of the year — a Blood Moon Eclipse. 🌌✨

🌑 What is a Blood Moon Eclipse?
A Blood Moon occurs during a total lunar eclipse, when the Earth passes directly between the Sun and the Moon. Instead of going completely dark, the Moon takes on a deep red or copper glow. This stunning effect happens because Earth’s atmosphere scatters sunlight, filtering out the blue light and allowing only shades of red and orange to reach the Moon.

🔭 Why You Shouldn’t Miss It:

It’s a rare astronomical phenomenon visible to the naked eye.

No special equipment is needed, though binoculars or a telescope will make the view even more spectacular.

Across history, cultures have linked Blood Moons to mythology, change, and renewal — making this event not just a scientific marvel, but a symbolic one.

🌍 Where to Watch:
The eclipse will be visible across large parts of the world, depending on your location. For the best experience, try to get away from city lights and give your eyes 15–20 minutes to adjust to the dark sky.

📸 Photography Tip:
Use a tripod and long exposure settings to capture the Moon’s fiery red glow against the stars.

✨ On this night, look up and witness how the Moon, Earth, and Sun align perfectly to create a breathtaking cosmic spectacle. The Blood Moon Eclipse of 2025 is nature’s reminder of the beauty and mystery of the universe.

30/08/2025

রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না। তিনি মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না। অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না। তিনি গম্ভীর থাকতেন,তবে অহংকারী ছিলেন না।

সবচেয়ে নরম মেজাজের ছিলেন তিনি। সবর ও ধৈর্যের ছিলেন মূর্তপ্রতিক। কিন্তু দ্বীনের কোন বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে কঠোর।

কখনো কখনো দামী পোষাক পরেছেন, কিন্তু শো অফ করতেন না। তালিযুক্ত জামাও থাকতো, কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না। দুর থেকে কেউ তাকে দেখলে ভয় পেত। কিন্তু তার সাথে মিশলে তিনিই হয়ে উঠতেন তার সবচেয়ে প্রিয়।

পরিবারকে শাষন করতেন, তবে বদমেজাজী ছিলেন না। পরিবারকে ভালবাসতেন, কিন্তু দ্বীনের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

তাকে সাহাবীরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন,তার সামনে উচু আওয়াজে কথা বলতেন না। কিন্তু তার কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন। তিনি এমনই একজন ছিলেন, যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালবাসা, ভয় ও মুহাব্বত করা যেত।

ব্যালেন্সড ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার রাসুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

29/08/2025

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ❤️‍🩹

শিক্ষার্থীদের কাছে এই ৪টি অ্যাপ্‌স থাকা উচিত :১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সম...
25/08/2025

শিক্ষার্থীদের কাছে এই ৪টি অ্যাপ্‌স থাকা উচিত :

১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।

২. Buddytalk : ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্টনার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্টনার খুজে পাবেন।

৩. Moon+Reader :মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।

৪. Camscanner: বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখেন তাহলে কেমন হয়? এই অ্যাপটি আপনাকে যেকোনো ডকুমেন্ট স্কান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো।


03/08/2025

সুপ্ত আকাশে উড়ে যাক মলিন কিছু দুঃখ বিষাদ ❤️‍🩹

01/08/2025

আসতাগফিরুল্লাহ 😇

আজকে একটা নিউজ দেখলাম ফাঁ*সি*র আদেশ প্রাপ্ত এক আসামির আর্তনাদ৷ স্ত্রীকে পর্যন্ত জড়িয়ে ধরতে দিচ্ছে না পুলিশ৷ ভিডিওটা দেখ...
31/07/2025

আজকে একটা নিউজ দেখলাম ফাঁ*সি*র আদেশ প্রাপ্ত এক আসামির আর্তনাদ৷ স্ত্রীকে পর্যন্ত জড়িয়ে ধরতে দিচ্ছে না পুলিশ৷ ভিডিওটা দেখে আপনারও খারাপ লাগবে কেমন অমানবিক কাজ একটা লোকের সাথে৷ স্ত্রীকে জড়িয়ে ধরতে পর্যন্ত দিচ্ছে না৷ কিন্তু এই লোকটাই কি করছেন শুনবেন?

ফরিদপুরের অটোরিকশা চালক শওকত মোল্লা৷ বয়স মাত্র বিশ বছর৷ ২০১৯ সালে ১৪ নভেম্বর ভিডিওর লোকটা সহ আরো চারজন মিলে শওকত মোল্লাকে গলা *** মে* ফেলে শুধুমাত্র একটা অটোরিকশা জন্যে৷

এইযে আসামির আজকে কি আর্তনাদ! এমন আহাজারী শওকতের বাবা মা ও করছিল৷ আসলে আজকে তুমি যা করবে তার প্রতিদান এক যুগ পর হলেও ফিরে পাবা৷ তখন যদি অসহায় ছেলেটাকে খু* না করতা তাহলে আজকে এ দিন দেখতে হতো না :)

- Rahat Ahmed Tulon

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuci posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuci:

Share