Shuci

Shuci please radiate positively..! �

03/08/2025

সুপ্ত আকাশে উড়ে যাক মলিন কিছু দুঃখ বিষাদ ❤️‍🩹

01/08/2025

আসতাগফিরুল্লাহ 😇

আজকে একটা নিউজ দেখলাম ফাঁ*সি*র আদেশ প্রাপ্ত এক আসামির আর্তনাদ৷ স্ত্রীকে পর্যন্ত জড়িয়ে ধরতে দিচ্ছে না পুলিশ৷ ভিডিওটা দেখ...
31/07/2025

আজকে একটা নিউজ দেখলাম ফাঁ*সি*র আদেশ প্রাপ্ত এক আসামির আর্তনাদ৷ স্ত্রীকে পর্যন্ত জড়িয়ে ধরতে দিচ্ছে না পুলিশ৷ ভিডিওটা দেখে আপনারও খারাপ লাগবে কেমন অমানবিক কাজ একটা লোকের সাথে৷ স্ত্রীকে জড়িয়ে ধরতে পর্যন্ত দিচ্ছে না৷ কিন্তু এই লোকটাই কি করছেন শুনবেন?

ফরিদপুরের অটোরিকশা চালক শওকত মোল্লা৷ বয়স মাত্র বিশ বছর৷ ২০১৯ সালে ১৪ নভেম্বর ভিডিওর লোকটা সহ আরো চারজন মিলে শওকত মোল্লাকে গলা *** মে* ফেলে শুধুমাত্র একটা অটোরিকশা জন্যে৷

এইযে আসামির আজকে কি আর্তনাদ! এমন আহাজারী শওকতের বাবা মা ও করছিল৷ আসলে আজকে তুমি যা করবে তার প্রতিদান এক যুগ পর হলেও ফিরে পাবা৷ তখন যদি অসহায় ছেলেটাকে খু* না করতা তাহলে আজকে এ দিন দেখতে হতো না :)

- Rahat Ahmed Tulon

31/07/2025

আমি বার বার নিজেকে আয়নায় দেখি আর অবাক হই, একটা মানুষ এতটা গরীব কীভাবে হতে পারে!🙂

31/07/2025

Right Now situation 🙂

04/07/2025

আমি জুলাই দেখেছি , কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো
১৯৭১.. ৭১ থাকবে হৃ`দ`য়ে চি'র'কাল।❤️‍🩹

মনু মিয়া আর নেই:এক নীরব সেবক, যিনি মানুষের শেষ যাত্রায় সঙ্গী ছিলেন। ৩০০০ এর বেশি কবর খুঁড়েছেন তিনি, প্রতিটি কবর যেন এক এ...
28/06/2025

মনু মিয়া আর নেই:
এক নীরব সেবক, যিনি মানুষের শেষ যাত্রায় সঙ্গী ছিলেন। ৩০০০ এর বেশি কবর খুঁড়েছেন তিনি, প্রতিটি কবর যেন এক একটি গল্প। আজ তিনি বিশ্রাম নিচ্ছেন, কিন্তু তার কাজগুলো চিরকাল মানুষের মনে গাঁথা থাকবে।
আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

That's why I'm lazy🙂
28/06/2025

That's why I'm lazy🙂

26/06/2025

Capcut ব্যবহার করা কি সেইফ??
৬ জুন ২০২৫ ক্যাপকাটের নতুন Terms & Condition অনুযায়ী, চিন্তা করলে CapCut ব্যবহার করা এখন অনিরাপদ!
Capcut চাইলে যা যা করতে পারে এখন:
- আপনি যখন অনলাইনে থেকে Capcut চালাবেন তখন ক্যাপকাট চাইলে Capcut এ আপলোড করা বা ইডিট করা ভিডিও বা কন্টেন্ট , নিজেরা নিয়ে ব্যবহার করতে পারবে!
- আপনার ডিভাইসের বিভিন্ন এক্সেস + মেটা ডাটা যেমন লোকেশন, ডিভাইসের ডিটেইলস সহজেই পেয়ে যায়।
- আপনার Capcut একাউন্ট না থাকলেও আপনার ভিডিও/কন্টেন্টের এক্সেস ক্যাপকাট পাবে!!

দেখেন ভাই কাহিনী হচ্ছে ডেটা সব এ্যপসেই নেয়, যখন আপনার ফোনে ইন্সটল থাকে। শুধু সাধু সাজার জন্য এক্সেস নেওয়ার আগে পারমিশন চায় ক্যামেরা, গ্যালারি এসবের।
আপনার কি মনে হয়, এক্সেসের পারমিশন না দিলে এক্সেস পাবেনা??

যাই হোক, Capcut এর সমাধান হচ্ছে offline এ থেকে বা Airplane Mood অন করে ভিডিও ইডিট করা। কিন্তু, এইভাবে তো ভিডিও ইডিটের সব ফিচার-ও পাবেন্না!
তাইলে সমাধান?
Capcut ব্যবহার আপাতত বাদ্দেন, আর চাইনিজ এ্যাপ মানেই ডাটা নিবে এটা সিউর। নিজের দেশের সব মানুষজনের-ই ডাটা ট্র‍্যাক করে সেখানে আমি-আপনি কে? যদিও এই নতুন নিয়মের পরে ওদের নামে মামলা চলতেছে!

© Abdullah Al Imran
Founder- Probfly IT

23/06/2025

গায়ের রং, height, weight, financial Status নিয়ে কাউকে ছোট করা মানুষগুলার থেকে নিজেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি! 🤗

06/06/2025

The festival brings back thousands of memories of lost loved ones and how alone actually you are!🥺

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuci posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuci:

Share