
21/07/2025
একটি সন্তানকে ৯ মাস নিজের শরীরে তিলতিল করে বড় করে,সীমাহীন কষ্ট সহ্য করে জন্ম দেয়া। তারপর সন্তানকে প্রতিদিনের যত্নে, স্বপ্নে, শাসনে, ভালোবাসায়,ত্যাগে,মায়ায় ,সাত রাজার ধনের মতো বড় করা সন্তানকে ঘুমু ঘুমু চোখে খাইয়ে স্কুলে পাঠিয়ে, দুপুরে ফিরে এসে কি খাবে সেই ব্যস্তটায় মগ্ন মা যখন শোনে তার সন্তান লা/শ হয়ে গেছে বা লা/শ টা খুঁজে পাচ্ছে না।তার দুনিয়া তো তখন ভেঙে চুরমার হয়ে যায়।
এই বাবা মা কি নিয়ে বাঁচবে, কিভাবে বাঁচবে?
একসাথে এতোগুলো বাচ্চা নাই হয়ে গেলো?
এই নিষ্পাপ প্রানগুলোর কি অপরাধ ছিলো ?
নিউজটা দেখার পর থেকে খুব বেশি কষ্ট হচ্ছে, কি হলো এটা? কেনো হলো ?😭😭
Cp....