10/05/2025
যখন আল্লাহর কাছে মন থেকে কিছু চাইবেন, দুয়া করবেন তখন অলৌকিক (miracle) এ বিশ্বাস রাখুন। পরিবেশ, পরিস্থিতি, আর সময়ের কারনে আপনি হয়তো ধরে নিয়েছেন আল্লাহর কাছে যা চেয়েছেন তা কখনো পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা পরিবেশ, পরিস্থিতি আর সময়ের মুখাপেক্ষী নন। বরং আসমান -জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী।
তাছাড়া দুয়া করার সময় এই বিশ্বাস রাখবেন, আপনার দু'আ অবশ্যই কবুল হবে। আল্লাহ্ যদি দু'আই কবুল না করবেন তাহলে তিনি আপনাকে দু'আ করার শক্তিই দিতেন না। আল্লাহর কাছে দু'আ করতে পারাটা ইটসেল্প একটা নিয়ামত (Blessing)। এই ইয়াকীন রাখবেন আল্লাহ্ নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দিবেন।
সহীহ হাদিস এসেছে,"অন্যমনস্ক, অমনোযোগী এবং গাফেল অন্তরের দুয়া আল্লাহ্ কবুল করেন না।"
Collected