16/06/2024
পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যে পিকচারটা ক্যাপচার করেছে, তিনিও রুম থেকেই তুলেছে।
"তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু।" আজ মরলে একটু পরেই সবাই পর। তোমার লাশটা ঘরে তোলা যাবে না।তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না। একটু চোখের জল পড়বে, যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও পড়ে সবার।
কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না।
সুতরাং যত দিন বাঁচবে নিজেকে ভালো রেখে, নিজেকে খুশি রাখার মতো করে বাঁচো।🖤