A.H.Y Marketing Agency

A.H.Y Marketing Agency Welcome To Our Digital Marketing Agency, We Provide All Of Digital Marketing Services

তোমাদের আবার কি হলো? 🙂
03/04/2024

তোমাদের আবার কি হলো? 🙂

আপনি Messenger ব্যবহার করে অন্য ব্যক্তির সাথে চ্যাট করলে মেসেন্জার -এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়। এন্ড-টু-এ...
02/04/2024

আপনি Messenger ব্যবহার করে অন্য ব্যক্তির সাথে চ্যাট করলে মেসেন্জার -এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন এটি নিশ্চিত করে যে, আপনি নিজে এবং যার সাথে যোগাযোগ করছেন শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া, যা পাঠানো হচ্ছে তা অন্য কেউ দেখতে অথবা শুনতে পাবে না, এমনকি WhatsApp-ও নয়।

অনলাইনে যোগাযোগের জন্য যেসব অ্যাপে

‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা থাকে, সেগুলোকে নিরাপদ মনে করা হয়।

ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিও অটুট থাকে বলে মনে করা হয়।

এন্ড টু এন্ড এনক্রিপশন বিষয়টা আসলে কী?

এনক্রিপশন হলো এমন এক পদ্ধতি যেখানে মূল তথ্য বা উপাত্ত পরিবর্তন করে অপর একটি সংকেত (কোড) তৈরি করা হয়, যা সাধারণভাবে পাঠোদ্ধার করা সম্ভব নয়।

এই পরিবর্তন এবং পরিবর্তিত কোড পুনরায় পড়ার জন্য বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়।

এনক্রিপ্ট করা কোনো কোড পড়ার পদ্ধতি হলো ডিক্রিপশন। এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার এ বিজ্ঞান হলো ক্রিপ্টোগ্রাফি।

এনক্রিপশন সব সময়ই কম্পিউটারনির্ভর নয়। তবে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপারটিতে আমাদের পরিচয় বাড়ছে।

ইন্টারনেটে তথ্য সংরক্ষণ এবং তথ্য আদান-প্রদানের জন্য এনক্রিপশন একরকম বাধ্যতামূলকই বলা যায়।

তথ্যের গোপনীয়তা রক্ষার জন্যই মূলত এনক্রিপশনের প্রয়োজনীয়তা বাড়ছে।

এনক্রিপ্ট করা হয়নি এমন তথ্যগুলোকে বলা হয় সাধারণ লেখা বা প্লেইন টেক্সট এবং এনক্রিপ্ট করার পর সেগুলোকে বলা হয় সাইফার টেক্সট। ইন্টারনেটে সংরক্ষিত সব তথ্যই অন্য কেউ পড়তে পারে বলে ধরে নেওয়া হয়।

এসব তথ্য প্লেইন টেক্সট হিসেবে সংরক্ষিত থাকলে সেই তথ্যের অর্থোদ্ধার করা সম্ভব হবে। কিন্তু সাইফার হিসেবে থাকলে পাঠোদ্ধারের জন্য ডিক্রিপ্ট করা ছাড়া ওই সংকেতর অর্থ জানা সম্ভব হবে না।

এনক্রিপশনের জন্য সিমেট্রিক কি পদ্ধতি বেশ জনপ্রিয়। এ ক্ষেত্রে তথ্য এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য একই কি ব্যবহার করা হয়। এনক্রিপশনের অপর একটি ধরন হলো পাবলিক কি এনক্রিপশন।

এখানে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য আলাদা আলাদা কি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে এনক্রিপশনের জন্য দুটি কি তৈরি করা হয়। একটি কি ব্যবহার করে এনক্রিপ্ট করা হয় এবং অপরটি ব্যবহার করা হয় সেটি ডিক্রিপ্ট করার জন্য, মানে পড়ার জন্য।

কম্পিউটার বা ইন্টারনেটে তথ্য সংরক্ষণের জন্য মূলত পাবলিক কি এনক্রিপশনেরই বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করা হয়।

বর্তমান সময়ের জনপ্রিয় বার্তা আদান-প্রদান করার প্রায় সব অ্যাপ যেমন ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগনাল ইত্যাদিতে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়।

এর অর্থ হলো এসব অ্যাপ থেকে পাঠানো সব লেখা, ছবি, ভিডিও, ফোনকল বা অন্যান্য ফাইল কেবল যাকে পাঠানো হচ্ছে, সে ছাড়া আর কেউই পড়তে পারবে না। এই পদ্ধতি নিশ্চিত করছে যে আপনার পাঠানো কোনো তথ্য অনাকাঙ্ক্ষিত কেউ জেনে যাচ্ছে না। শুধু মেসেঞ্জারই নয়, ই-মেইলেও এই এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করা যায়।

এটি মূলত সকলের নিরাপত্তার জন্য সকল Platform Implement করছে যাতে কারো ডাটা না লিক হয়। ❤️

তাই ভয় পাওয়া কিংবা বিরক্ত হওয়ার কিছু নেই।

26/03/2024

Hello!! are you looking for an expert digital marketer and web developer? Professionally we Providing Website designing And social media marketing like... Facebook ads✅ Instagram ads ✅Google Ads✅ and all kind of social media advertising services. We are here for you. We are highly expert and experienced for Digital marketing. We can help to grow your business.

Let's take your business to the next level.

15/03/2024

Do you want to promote your brand digitally? With our creative services, we are experts in Facebook ads, Google Ads, and...
13/03/2024

Do you want to promote your brand digitally?

With our creative services, we are experts in Facebook ads, Google Ads, and social media marketing.

Your Success Our Motto: Smart Marketing System: Experts in Social Media Marketing & Google Ads.

ফেসবুক পেজ মনিটাইজ করে তো আর্নিং এর ইচ্ছা সবারই। কিন্তু কয়জন তা করতে পেরেছেন। হয়তো আপনি ভিডিও আপলোড দিচ্ছেন  কিন্তু ওয়াচ...
12/03/2024

ফেসবুক পেজ মনিটাইজ করে তো আর্নিং এর ইচ্ছা সবারই। কিন্তু কয়জন তা করতে পেরেছেন। হয়তো আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট করতে পারছেননা। তাই আপনারা সস্তা এবং সর্টকার্ট কিছু মাধ্যম অবলম্বন করছেন কিন্তু বর্তমানে মেটা অত্যন্ত শক্তিশালী হওয়ায় প্যানেল কিংবা সফ্যটওয়ার থেকে নেয়া ওয়াচটাইম সহজেই ধরে ফেলছে। যার ফলে আপনার পেজের মনিটাইজেশন বাতিল করে দেওয়া হচ্ছে ।
আর এই প্রব্লেমের সলুশনের জন্য আপনাকে আর কোথাও যেতে হবেনা। কেননা আপনার পেজে আমরা দিচ্ছি ১০০% অর্গানিক ওয়াচ টাইম। আর আপনার মৃত প্রায় পেজটি অত্যন্ত দ্রুত গতিতে গ্রো করবে
আমাদের সার্ভিস সমূহঃ
1. ৬০k ওয়াচ টাইম (অর্গানিক )
2. ৫k ফলোয়ার (real for monetization )
3. মনিটাইজেশন setup on
4. Apply for Govt . TIN certificate
5. Apply for Monetization
6. ১০০% Support before got Monitization
আমাদের সার্ভিসটি হলো সম্পূর্ণ পেজ মনিটাইজেশনের উপর। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার পেজ মনিটাইজ হচ্ছে আমরা আপনাকে ছাড়ছিনা।
প্যাকেজ নিতে আমাদের পেইজে মেসেজ করুন

🙂😀🔰আপনি কি ডিজিটাল মার্কেটার খুজছেন ?🔰আপনি কি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন ?🔰আপনি কি আপনার ওয়েবসাইট ডেভেলোপমেণ্ট ক...
08/03/2024

🙂😀
🔰আপনি কি ডিজিটাল মার্কেটার খুজছেন ?
🔰আপনি কি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন ?
🔰আপনি কি আপনার ওয়েবসাইট ডেভেলোপমেণ্ট করতে চান ?
🔰আপনি কি আপনার বিজনেস এর পরিধি বাড়াতে চান ?
তাহলে এখনি যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বার এ অথবা মেইল করতে পারেন।

🔥সঠিক প্রচারণার মাধ্যমেই সেল বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি পরে এক্সপার্ট মার্কেটার এর হাতে তাহলে তো আর কথাই নেই।🔥...
06/03/2024

🔥সঠিক প্রচারণার মাধ্যমেই সেল বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি পরে এক্সপার্ট মার্কেটার এর হাতে তাহলে তো আর কথাই নেই।🔥
❤️আপনার বিজ্ঞা'পনটি সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।❤️

📞বিস্তারিত জানতে এস-এম-এস বা কল করুন।
📲WhatsApp: 01646423008
01609822741 , 018 1585 2344
আমাদের ওয়েবসাইট ভিজিট করুন -

👉আপনার সেল বাড়ানো বা বিজনেসকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিতে প্রয়োজন রাইট টার্গেট এঁর সাথে বুস্ট সার্ভিস। আর সঠিক মার্কেটিং ক্যাম্পেইন রেডি না করে বুস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যাবেনা সেই সাথে টাকার অপচয় তো আছেই। ফলে আশানুরূপ সাফল্য তো দূর উল্টো হারাতে পারেন আপনার টার্গেটেড অডিয়েন্স। আর ঠিক এই জায়গায় A.H.Y Marketing Agency আছে আপনাদের পাশে।

🔵আমরা হলাম মার্কেটের একমাত্র নির্ভরযোগ্য, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কাজ করছি একদল দক্ষ ও অভিজ্ঞ টীম নিয়ে। এবং আমাদের মূল উদ্দেশ্য কাস্টমারের লক্ষ্য পূরণে সর্বোচ্চ সাহায্য করা।

কেনো A.H.Y Marketing Agency বেস্ট❓
➡️ আমরা রিয়েল ডলার, অরিজিনাল ও ভেরিফাইড ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে বুস্ট করি।
➡️ আমাদের রয়েছে একদল স্কিলড ও এক্সপেরিয়েন্স ডিজিটাল মার্কেটার, যারা ফেসবুক বুস্টিং এর কাজটি খুব যত্নের সাথে হ্যান্ডেল করে থাকেন।
➡️ সবদিক বিবেচনা করে সঠিক ক্যাটাগরিতে বুস্ট করে থাকি।
➡️ টার্গেটেড অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখানোর সর্বোচ্চ প্রয়াস করে থাকি।
➡️ নির্দিষ্ট লোকেশন, বয়স ও পার্সন অনুযায়ী বিজ্ঞাপন দেখিয়ে থাকি।

আমাদের সার্ভিস সমূহ :
-------------------------------
✅প্রফেশনাল পেইজ সেট-আপ ও ভেরি-ফাই।
✅প্রফেশনাল-লোগো কভার,এবং পোস্ট ডিজাইন
✅পেইজ প্রমোট ও পেইজ লাইক
✅টার্গেটিং পেইজ লাইক
✅পোষ্ট বুষ্টিং
✅ওয়েবসাইট বু্স্ট, এসইও
✅ভিডিও বু্স্ট
✅পেজ ভেরিফিকেশন সার্ভিস।
✅কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সাপোর্ট।
☘️ রেস্ট্রিক্টেড (Restricted) পেইজ, Ads ম্যানেজার ও বিজনেস ম্যানেজার ঠিক করা হয় ☘️
❗বিজ্ঞাপন শেষে সমস্ত রেকর্ড দেখার সুবিধা আছে আমাদের কাছে।❗

🔰আমরা আপনার বিজনেসকে কাঙ্খিত সফলতার দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আর আমরাই দিচ্ছি আপনাকে মার্কেটের বেস্ট সার্ভিস উইথ কমপ্লিট সেটআপ এ্যান্ড প্লানিং। তাহলে আর দেরী কেন? আপনার সোশ্যাল মার্কেটিং-এ সবচেয়ে বেশি ও দ্রুত সাড়া পেতে এখনই যোগাযোগ করুন।🔰

📞বিস্তারিত জানতে এস-এম-এস বা কল করুন।
01609822742
01646423008
018 1585 2344

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when A.H.Y Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share