Digitech - A Digital Marketing Agency

Digitech - A Digital Marketing Agency DIGITECH - A Digital Marketing Agency. We work to develop your Business. We don't receive haram Orders. Stay with us.

29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, গত রমাদ্বান থেকে এই রমাদ্বানের মধ্যে অনেকেই এই দুনিয়া ছেড়ে...
11/03/2024

আসসালামু আলাইকুম সবাইকে,
আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, গত রমাদ্বান থেকে এই রমাদ্বানের মধ্যে অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ আমাকে এই রমাদ্বান পর্যন্ত হায়াত দান করেছেন। কাল থেকে সিয়াম শুরু, রমাদ্বানে এর জন্য চেকলিস্ট আমরা অনেকেই প্রিন্ট করে নিই, কিন্তু অনেকের হয়তো সেটা মেনে চলা হয়না। আমাদের বেশিরভাগ সময়ই কাটে এই ফোনে। এই রমাদ্বানে আমরা আমাদের ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করি ইনশাআল্লাহ। রমাদ্বান চেকলিস্ট কিছু জায়গা থেকে সংগ্রহ করে আমি একত্রিত করেছি একটি গুগল শীটে। দাওয়াহ এর উদ্দেশ্য। যার যার প্রয়োজন ব্যবহার করুন ও দাওয়াহ এর নিয়তে অন্যের কাছে পৌঁছে দিন। আল্লাহ উত্তম প্রতিদানকারী।
যার যেভাবে প্রয়োজন কপি করে নিয়ে সংযোজন বিয়োজন করে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রহ করার কারণে লিস্ট অনেক লম্বা হয়েছে। দেখে ঘাবড়ে যাবেন না। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন হোয়াটসএপ ও টেলিগ্রামে। আমরা চাইলে এই রমাদ্বান মাসটা ফেসবুক ডিটক্সে থাকতে পারি খুব বেশি প্রয়োজনীয় কিছু না থাকলে ইনশাআল্লাহ।

রমাদ্বান প্ল্যানারঃ https://cutt.ly/Fw0tf96a

যোগাযোগঃ

WhatsApp:
https://cutt.ly/Qw0ouxm8

Telegram:
https://cutt.ly/qw0ouMo9

Ramadan Checklist 1445 রামাদ্বান চ্যালেঞ্জ চেকলিস্ট ১৪৪৫ হিজরী তারিখঃ ১২ মার্চ - ১০ এপ্রিল ,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪,২.....

আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম।আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে Google SMTP (Simple Mail Tr...
26/12/2022

আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম।

আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে Google SMTP (Simple Mail Transfer Protocol) জানা বা না জানার 🤔 সাথে কি সম্পর্ক তাইনা? সম্পূর্ণ লেখাটা মনোযোগ দিয়ে পড়ুন, আশা করি উত্তর পেয়ে যাবেন।

মূল কথায় আসা যাকঃ

আপনার যদি যে কোনো প্রকার সার্ভিস বা বিজনেস টাইপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনার ওয়েবসাইট ইউজারদের কাছে ওয়েবসাইটের ওয়েব / বিজনেস ইমেইল যেটা আপনি তৈরি করেছেন, যেমনঃ ([email protected]) থেকে বাই ডিফল্টভাবে ইমেইল গিয়ে থাকে। যদি আপনি চান তবে আপনি আপনার জিমেইল থেকেই এসকল ইমেইল গুলো পাঠাতে পারবেন। শুধুমাত্র আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইমেইল সেন্ডিং অপশন থেকে কনফিগার করে দিলেই হয়ে যাবে। তবে এখানে একটা কিন্তু 🤔 রয়েছে, চলুন জেনে নেই কিন্তুটা কি?

কিন্তুঃ

সব হোস্টিং সার্ভিস প্রোভাইডার আপনার বিজনেস ইমেইল ছাড়া অন্য কোন ইমেইল সার্ভিস প্রোভাইডার কে অনুমতি দেয়না 😱। যার ফলে আপনি জিমেইল দিয়ে কনফিগার করে রাখলেও সেই ইমেইলগুলো যাবেনা, বা বাউন্স করবে। সোজা বাংলায়, আপনার ইমেইল গুলো ব্লক 🤔 করে দেওয়া হবে।

এবার আসা যাক, আপনি বিজনেস ইমেইল ছেড়ে জিমেইল ব্যবহার করবেন কেনো?

✅ আমরা সবাই জিমেইল ব্যবহার করি😇।
❌ বিজনেস ইমেইলে আপনি আপনার বিজনেসের লোগো ব্যবহার করতে পারবেন না😢।
❌ ওয়েব / বিজনেস ইমেইলের জন্য যে মোবাইল এপ্লিকেশন রয়েছে Roundcube Webmail, এগুলো মোবাইল ইউজার ফ্রেন্ডলি না 😢।
❌ ইমেইল সিগনেচার সুবিধা সহজে পাচ্ছেন না ওয়েব ইমেইলে 😢।
✅ মোবাইলে আপডেটেড থাকার জন্য জিমেইলে থাকলে আপনার সুবিধা হবে 🥰।

শেষ কথাঃ

উপরোক্ত কারণগুলো অনেকের কাছেই ক্ষুদ্র মনে হতে পারে। তবে আপনার যদি এই ক্ষুদ্র কারণগুলোও প্রয়োজনীয় মনে হয়, তাহলে আপনি google smtp setup করে নিতে পারেন একটি মাত্র প্লাগইন (WP Mail SMTP by WPForms) দিয়েই। তবে গুগল ক্লাউড প্লাটফর্ম থেকে কনফিগার করতে হবে। যদি আপনি জেনে থাকেন কিভাবে এটি করতে হয়, তাহলে তো অনেক ভালো। না জেনে থাকলে, রিসার্চ করে দেখতে পারেন। সেটাও না করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন (Paid Setup) এর জন্য। Happy Business🥰.

WhatsApp: https://cutt.ly/XCFzOYE
Messenger: https://cutt.ly/0CFxsLc
Schedule A Meeting on Digisolmart: https://cutt.ly/cM31uVx

9 Unique Marketing PowerPoint Animated Templatesআসসালামু আলাইকুম, আপনি যদি মার্কেটিং এর স্টুডেন্ট, কর্পোরেট সেলস ম্যান ব...
11/09/2022

9 Unique Marketing PowerPoint Animated Templates

আসসালামু আলাইকুম, আপনি যদি মার্কেটিং এর স্টুডেন্ট, কর্পোরেট সেলস ম্যান বা মার্কেটিং এর যেকোনো সেক্টরে কাজ করে থাকেন, বা বিজনেস প্রেজেন্টেশনের জন্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে থাকে । তবে আপনি এই টেমপ্লেট বান্ডেলটি নিতে পারেন। যা দিয়ে আপনি কয়েক ক্লিকেই আপনার প্রেজেন্টেশন কে দিতে পারবেন অসাধারন প্রফেশনাল লুক। আপনি এই টেমপ্লেটগুলো সহজেই এডিট করে আপনার মনের মতো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।

✅ 9 Unique PowerPoint Templates
✅ Fully Customizable
✅ Font Provided
✅ Sound File Provided
✅ Wide HD Screen Ratio 1920×1080
✅ Business & Clean Modern Style
✅ All content easy editable

Price: 320

To get 20% discount coupon😍, knock on page or whatsapp.

অর্ডার করতে এখনি ইনবক্স করুন🥰🥰।

View on Whatsapp: https://cutt.ly/PCFz8mZ

কন্টেন্ট রাইটিং ফর প্রোডাক্ট মার্কেটিং আপনি কি নিজের বিজনেস শুরু করতে চাচ্ছেন❓ কিন্তু কিভাবে শুরু করবেন, কি কি বিষয় জানত...
31/05/2022

কন্টেন্ট রাইটিং ফর প্রোডাক্ট মার্কেটিং

আপনি কি নিজের বিজনেস শুরু করতে চাচ্ছেন❓ কিন্তু কিভাবে শুরু করবেন, কি কি বিষয় জানতে হবে, কি কি কাগজপত্র থাকতে হবে বুঝতে পারছেন না😵❓ আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখতে পছন্দ না করেন😐, ভিডিও এর চেয়ে ব্লগ বা বই পড়া যদি আপনার কাছে অধিক স্বাচ্ছন্দনীয়😊 হয়ে থাকে, তবে আমাদের Beginner's Guide to Start a Business 📕 ইবুকটি পড়ুন🥰। আশা রাখি ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। ২০০ টাকা মূল্যের এই ইবুকটি আপনি পেয়ে যাচ্ছেন ২০% ছাড়ে ১৬০💵 টাকায়😃। তাই দেরী না করে জলদি কিনে ফেলুন এই ইবুকটি।

সম্পূর্ণ লেখাটি পড়ুন কোরাতেঃ https://qr.ae/pvF7F1

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digitech - A Digital Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share