রঙিন আকাশ

রঙিন আকাশ - I can't live without you !��

যাকে দেখে আমি হইয়ে ওঠয়ে ছিলাম জোনাকি থেকে জোছনা। যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না, জগৎ পূর নাম দিলো তার প...
09/07/2025

যাকে দেখে আমি হইয়ে ওঠয়ে ছিলাম জোনাকি থেকে জোছনা। যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না,
জগৎ পূর নাম দিলো তার প্রেমিকা.. তাকে দেখার পর চাত ফুল কিংবা প্রজাপতি সুন্দর মনে হইনি.. তাকে ভালো বাসবো বলে অন্ন কাওকে ভালোবাসিনি.. তবে সে হইনি আমার অরদহাগীনি.. কি ছিলো তার মহিমা? জগৎ পূর নাম দিয়েছিলো তার প্রমিকা.. সে তো হারাইনি বরং আমি হারিয়েছি আমায় সে বলে ছিলো ভালোবেসে পালটে দিবো তোমায়.. বিচ্ছেদের জামানাই আহ্ আহ্ এর বিপরিদে আমার মুখে ছিগারেট আর কবিতাই মানাই... ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা খিবর চুমন আজো ঠোটে কোনে নেই নেই অনামিকা...যার নাম দিয়েছিলো জগৎ পূর প্রেমিকা.. আমি শুনে ছিলাম পৃথিবীর মানুষ চাইলে সব কিছু হতে পারে... তাই আমি চাত তারা মহাবিশ্ব চাইনি হতে সুদু চেয়ে ছিলাম একজন ওন্ত্রময় ভালো বেসে জেতে আহ্ মায়াবতী..!😔




যানি না কে লেখছে? তবে বাস্তব কথা গুলা লেখছে...আমি ঠকেও অপরাধী..."আমি ঠকেও দোষী, তুমি ঠকিয়েও নির্দোষ!আমি ঠকে গেছি... ভালো...
08/07/2025

যানি না কে লেখছে? তবে বাস্তব কথা গুলা লেখছে...

আমি ঠকেও অপরাধী..."

আমি ঠকেও দোষী, তুমি ঠকিয়েও নির্দোষ!

আমি ঠকে গেছি... ভালোবেসে, বিশ্বাস করে, ভরসা রেখে।

আর সবাই বলে-ভুল ছিল আমার! আমি কেন এতটা মন দিলাম? কেন এতটা ভরসা করলাম? কেন অন্ধের মতো ভালোবাসলাম?

আর তুমি? তুমি ঠকিয়ে গেলে, চলে গেলে, ছিঁড়ে দিলে... তবুও সবাই বলে-"তুমি ঠিক ছিলে!"

কি অদ্ভুত না এই দুনিয়া? সত্যি কথা বললে কেউ বোঝে না, কিন্তু অভিনয় করলে? সবাই হাততালি দেয়!

তুমি মিষ্টি করে মিথ্যা বললে, আর আমি কেঁদে কেঁদে সত্যি বলেছি... শেষে মানুষ তোমাকেই ফেরেশতা বানিয়েছে, আর আমায় বানিয়েছে

ভুলের প্রতীক।

ক্যাপশন এর মাঝে ভুল হলে মাফ করবেন!


ভালো থাকুক পৃথিবীর সকল বাবা❤️বাবা কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।মা আমাদের শরীরে গঠন করেন...আর বাবা আমাদের জীবনটা গঠ...
07/07/2025

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা❤️

বাবা কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।

মা আমাদের শরীরে গঠন করেন...

আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।

মায়ের গর্ভে ৯ মাস ছিলাম, বাবার কাঁধে চেপে ছিলাম ২৫ বছর।

তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন।

মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন।

দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেনো ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা

প্রেক্ষাপট।

মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন।

মায়ের ভালোবাসা চোখে পড়ে,

বাবার ভালোবাসা হয়ত মাটির নিচের শিকড়ের মতো,

যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান।

ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই, দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি।

বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু চোখে থাকেন, মনে হয় কিছু বলতে চান, কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন।

বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি, মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।

কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা, নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো।

তবুও মুখে কোনো অভিযোগ নেই।

মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা-রুপা, আর বাবার আঙুলে সেই একটাই আংটি, যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন।

তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা।

বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য,

মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান।

স্বীকৃতি চান না, প্রশংসা চান না-শুধু চান সবাই ভালো থাকুক।

যখন বাবা-মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলে "বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না।"

হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে।

তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সামনে আসেন না-

কারণ তিনি জানেন, তার ভালোবাসা প্রমাণ করতে হয় না।

জীবন এক সুন্দর নদী, মৃত্যু তার মহাসাগরের মিলন। প্রতিটি জীবনের অবশ্যম্ভাবী পরিণতি, মৃত্যু নিয়তির রহস্য। প্রতিটি জীবনের অ...
05/07/2025

জীবন এক সুন্দর নদী, মৃত্যু তার মহাসাগরের মিলন। প্রতিটি জীবনের অবশ্যম্ভাবী পরিণতি, মৃত্যু নিয়তির রহস্য। প্রতিটি জীবনের অবশ্যম্ভাবী পরিণতি, মৃত্যু নিয়তির রহস্য।

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)বাবা ছেলেকে বললেন:> "আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো- জানিস কে...
04/07/2025

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

বাবা ছেলেকে বললেন:

> "আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো- জানিস কেন?

যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।

পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে

এটা তোর দায়িত্ব।"

"তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী

করে?

সে কাঁদে।

কার জন্য কাঁদে?

শুধু ফেলে আসা মা-বাবার জন্য না, সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো -

এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।"

"এরপর সে কাঁদবে মাত্র দুইবার:

১ মা হওয়ার আনন্দে,

২ তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে, তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।"

"জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী, তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।"

"আরেকটা কথা মনে রাখিস

তোর বউয়ের মা-বাবাকে কখনো 'শ্বশুর-শাশুড়ি' বলিস না, মা-বাবা বলিস। তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।"

▲ "সৃষ্টিকর্তা সবকিছু দেখেন। তোর পাল্লায় তুই যা দিবি, তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।"

বিয়ে মানে শুধু দু'জন মানুষের বন্ধন নয়, এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

* যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে, শেয়ার করে ছড়িয়ে দিন - হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।

(একটি মেয়েকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)বাবা মেয়েকে বললেন::বিয়ের আগের রাত। ঘরের এক কোণে বসে আছে রূপা। সাজগোজে যেন এক প...
03/07/2025

(একটি মেয়েকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

বাবা মেয়েকে বললেন::

বিয়ের আগের রাত। ঘরের এক কোণে বসে আছে রূপা। সাজগোজে যেন এক পরী। মাথায় লাল ওড়না, চোখে একটু জল। কাল সকালেই সে তার বাবার বাড়ি ছেড়ে নতুন জীবনে পা রাখবে। আজকের রাতটা যেন হৃদয়ের ভেতর এক অদৃশ্য ঝড় তুলে দিয়েছে।

তার বাবা, আব্দুল মতিন সাহেব, নীরবে ঘরে ঢুকলেন। চোখে তাঁর দুশ্চিন্তার ছায়া, মুখে হালকা হাসি। হাতে এক কাপ দুধ-মেয়ের প্রিয়।

তিনি রূপার পাশে এসে বসলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, "মা রে... আজ একটা কথা বলতেই হবে। শেষ কথা। তারপর তুই যে পথেই যা, জানিস তোর আব্বু সবসময় তোর পাশে থাকবে-মনে মনে হলেও।"

রূপা মাথা নিচু করে বলল, “আব্বু, আমি জানি... আপনি কাঁদবেন, আমিও কাঁদব। কিন্তু আমি তো যাচ্ছি আমার নতুন সংসার গড়তে।"

মতিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন-

"মা, এই জীবনে মানুষ অনেক কিছু শিখে-বিদ্যা, সৌন্দর্য, রান্নাবান্না। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো সহ্য আর ভালোবাসা। সংসার মানেই যুদ্ধ না, কিন্তু যুদ্ধের মতো ধৈর্য লাগে। কখনো মনে হবে স্বামী বুঝছে না, কখনো মনে হবে কেউ পাশে নেই। তখনই মনে রাখবি, শান্তি দিয়ে সবকিছু জয় করা যায়।

মা, সংসারে তুই কারও জন্য 'সম্পত্তি' হবি না। তুই হবি একটা মূল্যবান মানুষ-যার মন আছে, যন্ত্রণাও আছে। নিজের সম্মান নিজেই রাখবি। কারো অবিচারে মাথা নুইস না, আবার অভিমানেও সম্পর্ক ভাঙিস না।

তোর স্বামীর যত খুঁত দেখবি, তার গুণগুলো আগে দেখার চেষ্টা করিস। মনে রাখিস, কেউই পরিপূর্ণ না। ভালোবাসা মানে শুধু হাসি না, কখনো কখনো চোখের জলে একে অপরকে ধুয়ে পবিত্র করাও।

আর মা, নিজের মা-বাবা ভুলে যাস না। নতুন সংসার মানেই পুরনো সম্পর্কের শেষ না, বরং আরও গভীর বন্ধন। মাঝে মাঝে খোঁজ নিবি-এটুকুই আমাদের বেঁচে থাকার শক্তি।"

রূপার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বাবার হাতটা চেপে ধরল।

"আব্বু, আমি কথা দিচ্ছি-আমি চেষ্টা করব সব কথাই মনে রাখতে। আপনি আমাকে যে শিক্ষা দিয়ে বড় করেছেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া।"

সেই রাতে ঘরের বাতি নিভে গেল। কিন্তু মেয়ের হৃদয়ে জ্বলতে থাকল বাবার বলা প্রতিটি বাক্য। বিয়ে হলো, নতুন সংসার শুরু হলো, কিন্তু বাবার সেই শেষ উপদেশ-

তাকে করল এক পরিণত, শক্ত মেয়ের প্রতিচ্ছবি😔

ভালো লাগলে একটা শেয়ার দিয়েন,, ধন্যবাদ!

বাব কি জানেন? বাবা হলো এক আত্মবিশ্বাসের আরেক নাম, যার বাবা নাই সে জানে দুনিয়াটা তার জন্য কত কষ্ট। বাবা হল একটা বটগাছ যার...
02/07/2025

বাব কি জানেন? বাবা হলো এক আত্মবিশ্বাসের আরেক নাম, যার বাবা নাই সে জানে দুনিয়াটা তার জন্য কত কষ্ট। বাবা হল একটা বটগাছ যার চায়ার নিচে আমাদের সবাইকে আগলিয়ে রাখে। বাবা কি জানেন, বাবা হল ওই মানুষটা যে মানুষটা শুধু ফ্যামিলির জন্য সারা জীবন দিয়ে যায়। তার পর ও কেন বাবা মায়ের থেকে পিছিয়ে। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়।

১। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন। যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না।

২। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না।

৩। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান।

৪। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না।

৫। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা।

৬। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনও পিতার ভালবাসা পায়নি । father

৭। বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা।

৮। একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন।

৮। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়। কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।

১০। আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।

একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। বাবাকে ভালোবাসুন। আজ হয়তো তার সক্ষমতা আছে। তিনি আপনাকে আগলে রাখছেন। কিন্তু তার দুঃসময়ে আমাদের উচিৎ তার পাশে থাকা। তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন তিনি হলেন

বাবা।

লেখার মাঝে ভুল হলে ওইটা একটু বুঝে পড়েন.!

গল্পটা যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন!

» পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠিঃমা'রে,শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ...
01/07/2025

» পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠিঃ

মা'রে,

শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনদিন মা ছাড়া অন্য নামে ডাকেতে শুনিনি।

বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি।

ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি? আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো?

জানিস মা, তুই তোর তিন বছরের ভালবাসা খুঁজে পেয়েছিস। কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে। মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে। বাবাদের ভালবাসা শামুকের খোলসের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে।

বাবারা সন্তানদের কতোটা ভালবাসে তা বোঝাতে পারেনা, তবে অনেকটা ভালবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোের খারাপ লাগতে পারে। কি করবো বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি, কোন কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পরেছিলাম তাই এতকিছু লিখলাম।

আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগা টাকে সহজে মানতে চায় না? উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন।

যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহন করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে, যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কণ্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো। তাই তোর প্রতি এত অভিমান। মারে বাবার উপর রাগ করিসনা।

তোরা যদি অল্প দিনের ভালবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা বিশ বছরের ভালবাসার জন্য বেপরোয়া হবো না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো? আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো? তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেবো। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা।

ইতি

তোর জন্মদাতা "পিতা"

(এই চিঠিটা পড়ে অন্তত একটি মেয়ে/ছেলেও যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে মন্দ

কি.........? সবার কমেন্ট দেখতে চাই💔💔💔

01/10/2024

নিয়মিত রেড প্যাকেট কোড দেওয়া হবে💥

Join- Telegram channel

👇

CryptoBro🤑

Telegram link..
👇
https://t.me/kamrultach

এই ভাবে তো কখনো ভাবি নাই🙄
21/08/2024

এই ভাবে তো কখনো ভাবি নাই🙄

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when রঙিন আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share