
16/07/2024
আমার দাদা ছিল কৃষক বাবা প্রবাসী আমার বংশের কারো কোন কোটা নেই তাই বলে কি আমি রাজাকার এসব সম্পর্কে এখন আর প্রতিবাদও করা যাবে না কারণ কোন ছাত্রলীগ পোস্টটা দেখে ফেলবে আবার গুম করে দেবে আমাদেরকে কোটাধারীদের তো আবার কেস হয় না ওদের জন্য তো জেলখানাও রাজপ্রাসাদ সময় অনেক হয়ে গেছে ছাত্রলীগের চামচামনা করে বয়কট করুন এইসব আমাদের দেশ ধ্বংসের হাত থেকে আমাদেরকেই বাঁচাতে হবে আজকে আছি কালকে তো নাও থাকতে পারি তাই জন্য বলি যে যেভাবে পারেন পোষ্টের মাধ্যমে হোক বা মাঠে নেমে হোক বা শেয়ারের মাধ্যমে হোক এসব বয়কট করুন দেশপ্রেমে আবদ্ধ হন দেশকে বিক্রির হাত থেকে বাঁচান শিক্ষার আলো আবার গড়ে তুলুন