03/06/2025
🚁 বাংলাদেশে ড্রোন উড়ানোর নিয়মকানুন (CAAB & DGCA-Approved)
ড্রোন ব্যবহারে নিরাপদ থাকুন, আইন মেনে চলুন!
১. ড্রোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
CAAB (সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ)-এর সাথে অনলাইন রেজিস্ট্রেশন করুন (www.caab.gov.bd)।
২৫০ গ্রাম ওজনের সব ড্রোন রেজিস্ট্রেশন করতে হবে।
২. নিষিদ্ধ জোন
রেড জোন: বিমানবন্দর, সামরিক স্থাপনা, সরকারি ভবনের ৫ কিমি范围内 উড়ানো নিষেধ।
ইয়েলো জোন: শহর/বসতিতে উড়াতে CAAB-এর অনুমতি প্রয়োজন।
৩. অনুমতি প্রাপ্তি
বাণিজ্যিক/শুটিংয়ের জন্য: CAAB-এর Special Permission নিন (অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য)।
ব্যক্তিগত ব্যবহার: ম্যাক্স ২০০ ফুট উচ্চতায় উড়াতে পারবেন (দিনের আলোতে)।
৪. নিরাপদ উড়ানের টিপস
দূরত্ব বজায় রাখুন: জনবহুল এলাকা/গাড়ি থেকে ৫০ মিটার দূরে উড়ান।
বিমান চলাচলের সময় এড়িয়ে চলুন।
ওয়েদার চেক করুন: ঝড়/বৃষ্টিতে উড়াবেন না।
৫. জরিমানা ও শাস্তি
অনুমতিবিহীন উড়ান: ৳১ লাখ পর্যন্ত জরিমানা বা ১ বছর কারাদণ্ড (বাংলাদেশ বিমান আইন, ২০২৩)।