30/11/2025
মনে আছে সেই ছোটবেলার দিনগুলো…
মসজিদে খিচুড়ি দিত, বন্ধুরা সবাই মিলে কলাপাতায় বসে খাওয়া—
হাসাহাসি, চিৎকার, ছোট ছোট আনন্দে ভরা সেই সময়গুলো আজও মনে পড়ে বারবার।
সময় বদলেছে, আমরা বড় হয়েছি…
কিন্তু সেই স্বাদ, সেই স্মৃতি, সেই আবেগ এখনও ঠিক একইরকম তাজা।
আবারও সেই শৈশবের অনুভূতি ফিরে পেতে
আজ আমরা সবাই মিলে আয়োজন করলাম খিচুড়ির, এবারও কলাপাতার ওপর ঠিক আগের মতো।
মনে হলো—
জীবন যতই এগিয়ে যাক,
শৈশবের স্মৃতি সবচেয়ে মিষ্টি স্বাদ হয়ে ফিরে আসে 🍃✨
পুরোনো দিনগুলোকে ফের একবার ছুঁয়ে দেখার ছোট্ট চেষ্টা…