
07/01/2023
ফ্রিলান্সিং শেখার আগে কী কী স্কিল থাকতে হবে?
এর জন্য ২ টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করবোঃ
হার্ড স্কিল
সফট স্কিল
হার্ড স্কিল বলতে বোঝাচ্ছি, যেগুলো আপনি সরাসরি শিখতে পারেন, বা দেখা যায়।
আর সফট স্কিল বলতে, কিছু এমন বিষয় যেগুলো প্রয়োজন, কিন্তু সরাসরি দেখা যায় না।
প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করি, ফ্রিল্যান্সিং শেখা যায় না।
ফ্রিল্যান্সিং একটা সেক্টর, যে সেক্টরে অনেক ধরনের জব অপশন রয়েছে।
যেমন ধরুন, "আমি শিক্ষকতা শিখব", এটা কেউ বলতে পারবে না।
কারণ শিক্ষকতা শেখা যায় না।
আপনি হয়তো ফিজিক্সে MSc করেছেন, এবং এরপর physics এর শিক্ষক হিসাবে যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করলেন।
অর্থাৎ, আপনি ফিজিক্স শিখে শিক্ষক হয়েছেন, শিক্ষকতা শিখে নয়…
একই ভাবে আপনি যদি গ্রাফিক্সের কাজ শিখেন, কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, কিংবা মার্কেটিং, তাহলে আপনি এগুলো শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
অর্থাৎ আপনি নির্দিষ্ট কোন স্কিল শিখছেন, ফ্রিল্যান্সিং নয়…..
এবার আসি আপনার প্রশ্নের মূল উত্তরে।
আগেই বলেছি, আপনি মূলত একটা স্কিল শিখবেন। তো, এই স্কিল শেখার আগে কিছু ব্যাসিক টাইপের requirement থাকে, যেগুলো জানা থাকলে আপনার কাজ শেখা সহজ হয়ে যাবে।
এগুলো হচ্ছেঃ
ব্যাসিক কম্পিউটার দক্ষতা। (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল নিয়ে কাজ করা, কিংবা সফটওয়্যার ইন্সটল করতে পারা)
ইন্টারনেট ব্রাউজিং করতে পারা
কোন কিছু সম্পর্কে ইন্টারনেটে রিসার্চ করতে পারার দক্ষতা
ইংরেজিতে অন্তত chat করে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার মতো দক্ষতা।
এগুলোতো গেল হার্ড স্কিল, এবার কথা বলব সফট স্কিল নিয়ে।
ধৈর্যঃ খুবই প্রয়োজনীয়
ঘরে বসে কাজ করাঃ ঘরে বসে সবাই কাজ করতে পারে না। so, এটাও প্রয়োজন।
সেলফ মোটিভেশনঃ যেহেতু কাজে ফাঁকি দিলে বলার কেউ নাই, তাই সেলফ মোটিভেশন অনেক দরকার পড়বে।
নতুন জিনিস শেখার আগ্রহঃ ফ্রিল্যান্সিং করতে চাইছেন মানে, প্রতিদিন আপনাকে নতুন কিছু শিখতে হবে, এই আগ্রহ না থাকলে সম্ভব না….
ব্যাপারটা এমন না যে, এগুলো একদম ফিক্সড। কিন্তু, এসব ব্যাপার গুলো লং রানে বোঝা যায়। শুরুতে ভালো লাগবে, কিন্তু এগুলোর অভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, অবসাদে ভুগবেন।
ধন্যবাদ।