
18/09/2024
Confession #21
To: Rahat Talukdar
From : X
Class : 2nd year
Batch : 2023
তুমি বন্ধু অনেক বেইমান। আমার সাথে কথা বলো না। তাই আমাকে এখানে লিখতে হচ্ছে। কারণ তোমাকে ছাড়া আমার ভালো লাগে না।বন্ধু, অনেক দিন ধরে আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, কিন্তু সাহস করতে পারিনি। আজ সেই সময় এসেছে যখন আমার মনের কথাটা তোমার সামনে প্রকাশ করতেই হবে। তুমি আমার জীবনে বিশেষ একজন, শুধু বন্ধুত্বের কারণে নয়, বরং আমার মনের গভীরে তোমার প্রতি অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে। কেমন অনুভূতি বলে বোঝানো যাবে না। আচ্ছা সমকামী হওয়াটা কি দোষের? সামনাসামনি থাকলে কিছু একটা হইতো। তুমি প্লিজ অন্য মেয়েদের ইনবক্সে যেয়ে ডিস্টার্ব করবে না, তুমি শুধু আমার।
স্কুলের দিন গুলো মনে পড়ে।তুমি যখন আমার পাশে থাকো, আমি যেন সবকিছু ভুলে যাই। তোমার হাসি, তোমার যত্নশীলতা, আর আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি, আমার হৃদয়ের গভীরে তোমার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে, যেটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার তোমার কাছে ছুটে যেতে মন করে।
এই দূরত্ব কষ্টের।
তোমাকে আমি কাছে পেতে চাই। বন্ধুত্বের বন্ধন টাকে একটু অন্যরকম ভাবে দেখতে চাই,ভাবতে চায়।আমি জানি, এই কথাগুলো বলা সহজ নয়, আর শুনে তোমার কী প্রতিক্রিয়া হবে সেটাও বুঝতে পারছি না। কিন্তু আমার কিছু করার ছিল না।আমি আর নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, এবং এটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি কিছু।
আমি জানি না তুমি কী ভাববে, কিন্তু আমি শুধু চাই তুমি আমার এই ভালোবাসাকে বোঝো এবং আমাদের বন্ধুত্বে কোনো পরিবর্তন না আসুক। আমি সবসময় চাইব আমাদের সম্পর্ক ভালোবাসা, বন্ধুত্ব এবং সম্মানের মধ্যে সীমাবদ্ধ থাকুক।
ইতি তোমার প্রাণপ্রিয় বন্ধু
G