18/12/2023
হঠাৎ রাগ ওঠলে, তা হজম করতে পারলে আল্লাহর কাছে বিরাট প্রতিদান পাওয়া যায়।
ইমাম বুখারি (রাহ.) একদিন মেঝেতে বসে লিখছিলেন। তাঁর দাসীর কোনো কারণে তাঁর সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হলো। স্থান সংকীর্ণ হওয়ায়, দাসীর পায়ের ধাক্কায় কালির দোয়াত উলটে গিয়ে সবকিছু মাখামাখি হয়ে গেলো।
ইমাম বুখারি হাত তুলে ইশারা দিয়ে বললেন, ‘তোমাকে আজাদ (মুক্ত) করে দিলাম।’
একজন অবাক হয়ে তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলো। তখন ইমাম বুখারি বললেন, তার এই কাজ আমাকে রাগিয়ে দিয়েছিল, তাই আমি নিজের কাজ দ্বারা নিজেকে খুশি করে নিলাম।’ [ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা: ১২/৪৫২]
আনাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি নিজের রাগ-ক্রোধ প্রতিহত করবে, আল্লাহ তার থেকে শাস্তি প্রতিহত করবেন।’’ [ইমাম ইবনু হাজার, বুলুগুল মারাম: ১৫৩৫; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৩৬০; হাদিসটির সনদ হাসান]
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ/রাগ সংবরণে যে (বিরাট) প্রতিদান রয়েছে, তা অন্য কিছু সংবরণে নেই।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৪১৮৯; হাদিসটি সহিহ]
তাই, রাগ ওঠামাত্র নিজেকে এই বলে ঠাণ্ডা করবেন যে, ‘রাগ থেকে বিরত থাকলে আল্লাহ খুশি হবেন। তাই, আমি চুপ থাকলাম।’ অর্থাৎ, মূল উদ্দেশ্য থাকবে রাগ হজমের মাধ্যমে আল্লাহকে খুশি করা।