Dua Tv 786 বাংলা

Dua Tv 786 বাংলা আমি কুরআনে এমন কিছু আয়াত নাযিল করেছি, যার মাধ্যমে মুমিনদের রোগমুক্তি ও শান্তি অর্জিত হয়। – সূরা ইসর

09/05/2025

❤️Jumma❤️Mubarak

26/04/2025
ফ্রি ফ্রি ফিলিস্তিন  সেভ গাজাstop killing children Gaja
08/04/2025

ফ্রি ফ্রি ফিলিস্তিন সেভ গাজা
stop killing children Gaja

03/04/2025

21/12/2023

পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো- শারীরিক সৌন্দর্যের অহংকার। যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়!

20/12/2023

৯৯ টি সমস্যার সমাধান একটি দোয়ায়!

ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ

"লা 'হাওলা ওয়ালা 'ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ"

অর্থ, আল্লাহ ব্যতীত আর কোন ক্ষমতা নেই।

এ দোয়াটি হল, ৯৯টি রোগের চিকিৎসা। যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা ও পেরেশানী।

(মিশকাত শরীফ খ. ২, পৃ. ২৩, হাদীস নং ২৩২০)

রসূলুল্লাহ সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটিকে জান্নাতের রত্নভান্ডার বলে আখ্যায়িত করেছেন।

(বুখারী শরীফ, হাদীস নং ৬৪০৯)

যখন বান্দা এ দোয়াটি পড়ে তখন আল্লাহ তা‘আলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা অনুগত হয়েছে এবং বিদ্রোহ ছেড়ে দিয়েছে।

(মিশকাত শরীফ, হাদীস নং ২৩২২)

হযরত আবূ হুরায়রা (রা.) বলেছেন, রসূলুল্লাহ সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি আমাকে বেশি বেশি পড়তে বলেছেন। কেননা এটা জান্নাতের রত্নভান্ডার।

প্রসিদ্ধ তাবেয়ী হযরত মাকহূল রহ. বলেছেন,

যে ব্যক্তি "ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻟَﺎ ﻣَﻨْﺠَﺎَ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺍِﻟَّﺎ ﺍِﻟَﻴْﻪِ"

"লা হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা-বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লহি ইল্লা ইলাইহি"

পড়বে আল্লাহ তা‘আলা তার থেকে সত্তর প্রকারের কষ্ট দূর করবেন। যার মধ্যে সবচেয়ে ছোট হল দারিদ্রতা।

(তিরমিযী শরীফ, হাদীস নং ৩৬০১)

সুবহানআল্লাহ! আলহামদুলিল্লাহ! লা ইলাহা ইল্লাল্লাহ! আল্লাহু আকবার! আস্তাগফিরুল্লাহ!

সকল সমস্যার সমাধান মহান আল্লাহপাক একটা ছোট্ট দোয়ার ভিতর দিলেন, তাও আবার জান্নাতের রত্নভান্ডারসহ!
আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন,,,

আমিন•••

20/12/2023

রাত্রে ঘুমানোর সময় তিনবার সুরা ইখলাস পড়ে ঘুমালে,
এক খতম কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়।
সুবহানাআল্লাহ 💚🌺

🟫 মহান আল্লাহ্ পাক নিজেই বান্দার খবর রাখেন 🟫--------------------------------------------------------------------------মহ...
18/12/2023

🟫 মহান আল্লাহ্ পাক নিজেই বান্দার খবর রাখেন 🟫
--------------------------------------------------------------------------
মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীন বলেন:

যারা আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে, তারা যদি রাস্তা খুঁজে না পায় আমি মহান আল্লাহ্ স্বয়ং তাদেরকে রাস্তা দেখিয়ে দেই ۝
2️⃣9️⃣ - 6️⃣9️⃣ রেফারেন্স / উৎস :
--------------------------------------------------
সূরা আল আনকাবুত: 2️⃣9️⃣, আয়াত: 6️⃣9️⃣।

18/12/2023

হঠাৎ রাগ ওঠলে, তা হজম করতে পারলে আল্লাহর কাছে বিরাট প্রতিদান পাওয়া যায়।
ইমাম বুখারি (রাহ.) একদিন মেঝেতে বসে লিখছিলেন। তাঁর দাসীর কোনো কারণে তাঁর সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হলো। স্থান সংকীর্ণ হওয়ায়, দাসীর পায়ের ধাক্কায় কালির দোয়াত উলটে গিয়ে সবকিছু মাখামাখি হয়ে গেলো।
ইমাম বুখারি হাত তুলে ইশারা দিয়ে বললেন, ‘তোমাকে আজাদ (মুক্ত) করে দিলাম।’
একজন অবাক হয়ে তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলো। তখন ইমাম বুখারি বললেন, তার এই কাজ আমাকে রাগিয়ে দিয়েছিল, তাই আমি নিজের কাজ দ্বারা নিজেকে খুশি করে নিলাম।’ [ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা: ১২/৪৫২]
আনাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি নিজের রাগ-ক্রোধ প্রতিহত করবে, আল্লাহ তার থেকে শাস্তি প্রতিহত করবেন।’’ [ইমাম ইবনু হাজার, বুলুগুল মারাম: ১৫৩৫; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৩৬০; হাদিসটির সনদ হাসান]
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ/রাগ সংবরণে যে (বিরাট) প্রতিদান রয়েছে, তা অন্য কিছু সংবরণে নেই।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৪১৮৯; হাদিসটি সহিহ]
তাই, রাগ ওঠামাত্র নিজেকে এই বলে ঠাণ্ডা করবেন যে, ‘রাগ থেকে বিরত থাকলে আল্লাহ খুশি হবেন। তাই, আমি চুপ থাকলাম।’ অর্থাৎ, মূল উদ্দেশ্য থাকবে রাগ হজমের মাধ্যমে আল্লাহকে খুশি করা।

16/12/2023

"ইসমে আজম"
দোয়া কবুলের অস্ত্র
"আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম"---১০বার।
আলহামদুলিল্লাহ

একদিন আপনি ঠিক'ই বুঝতে পারবেন, হারাম ছেড়ে হালাল পথে ফিরে আসার সিদ্ধান্তটা কত'ই না উত্তম ছিলো..❝ আলহামদুলিল্লাহ ❞
16/12/2023

একদিন আপনি ঠিক'ই বুঝতে পারবেন,
হারাম ছেড়ে হালাল পথে ফিরে আসার সিদ্ধান্তটা
কত'ই না উত্তম ছিলো..

❝ আলহামদুলিল্লাহ ❞

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Dua Tv 786 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share