YT WHITE BOARD

YT WHITE BOARD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YT WHITE BOARD, Video Creator, Ghatail, Tangail.

YT White Board-এ আপনাদের স্বাগতম! আমাদের চ্যানেলে আপনি পাবেন অনুপ্রেরণামূলক ভিডিও, শিক্ষা, এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। আমরা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি ছোট, সহজ এবং কার্যকরী ধারণা, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। YT White Board-এ আপনাদের স্বাগতম! আমাদের চ্যানেলে আপনি পাবেন অনুপ্রেরণামূলক ভিডিও, শিক্ষা, এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। আমরা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি ছোট

, সহজ এবং কার্যকরী ধারণা, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আমাদের ভিডিওগুলো আপনাকে প্রেরণা দেবে, আত্মবিশ্বাস জাগাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করার জন্য প্রস্তুত করবে।

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন চিন্তা এবং অনুপ্রেরণা নিয়ে আসছি!





short video

status










Big shout out to my newest top fans! 💎Nila RaniDrop a comment to welcome them to our community,  fans
11/08/2025

Big shout out to my newest top fans! 💎

Nila Rani

Drop a comment to welcome them to our community, fans

Hoo ami dhongi 🙌😌🤌
25/07/2025

Hoo ami dhongi 🙌😌🤌

21/07/2025

পাপ কাজের পর অনুতপ্ত হলে পাপ কমে যায়!

21/07/2025

উপদেশ শুধু কান দিয়ে নয়। মন দিয়েও শুনতে হয়!

19/07/2025

রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনের কথা গুলো ভাবি!

এই বাক্যটি—  **"যে পুরুষের স্ত্রী ভালো, সে পুরুষের কোন বন্ধু প্রয়োজন হয় না। একটা বিবাহিত পুরুষের মন ভালো রাখতে একটা ভা...
23/06/2025

এই বাক্যটি—
**"যে পুরুষের স্ত্রী ভালো, সে পুরুষের কোন বন্ধু প্রয়োজন হয় না। একটা বিবাহিত পুরুষের মন ভালো রাখতে একটা ভালো স্ত্রী যথেষ্ট। 😊"**
—একটি রূপক ও আবেগনির্ভর মন্তব্য, যা দাম্পত্য সম্পর্কের গুরুত্ব ও ঘনিষ্ঠতা তুলে ধরে।

এই বক্তব্যে স্ত্রীর ভূমিকাকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষত একজন পুরুষের মানসিক পরিতৃপ্তি ও সঙ্গের ক্ষেত্রটিকে কেন্দ্র করে। তবে এখানে কিছু দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করা যেতে পারে:

1. **ভালবাসা ও বন্ধনের মহিমা**: বাক্যটি বোঝাতে চায়—একজন ভালো সঙ্গিনী শুধু জীবনসঙ্গীই নন, বরং একজন পরিপূর্ণ বন্ধু, সহচর ও মানসিক আশ্রয়ও বটে।

2. **সামাজিক বাস্তবতা ও ব্যক্তিক স্বাধীনতা**: যদিও এটি রোমান্টিকভাবে বলা, বাস্তব জীবনে মানুষ নানা ধরনের সম্পর্ক ও বন্ধুত্বের প্রয়োজন অনুভব করে, যা স্ত্রীর ভালবাসার পরিপূরক হতে পারে।

3. **লিঙ্গ ও সম্পর্কের ভারসাম্য**: বক্তব্যটি পুরুষের দৃষ্টিকোণ থেকে হলেও, একই যুক্তি নারীর ক্ষেত্রেও প্রয়োগযোগ্য। ভালো জীবনসঙ্গী, হোক সে নারী বা পুরুষ, মানসিক শান্তির বড় উৎস।

"একজন ভালো বন্ধু সবসময় প্রয়োজনীয়, এমনকি একটি সুন্দর দাম্পত্যের মধ্যেও।"

@সেরা ফ্যান

🔴 যেসব ৬টি স্বভাব একজন নারীর মধ্যে থাকলে, একজন পুরুষ তা কখনোই সহ্য করতে পারে না , সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়ায় , সেই পু...
23/06/2025

🔴 যেসব ৬টি স্বভাব একজন নারীর মধ্যে থাকলে, একজন পুরুষ তা কখনোই সহ্য করতে পারে না , সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়ায় , সেই পুরুষটি এই স্বভাবের নারীকে দূরে রেখে অন্য নারী খোঁজার চেষ্টা করে — প্রিয় মা ও বোন, আজই নিজেকে সতর্ক করুন!

প্রত্যেক নারীই স্বপ্ন দেখেন একজন ভালো স্ত্রী, মা এবং সম্মানিত ব্যক্তি হওয়ার। কিন্তু কিছু খারাপ অভ্যাস একজন নারীর ব্যক্তিত্বকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে, যা শুধু তার স্বামীই নয়, স্বামীর পরিবার ও নিজের পরিবার এমনকি সমাজেও তার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।

নিচে এমন ছয়টি আচরণ তুলে ধরা হলো, যেগুলো একজন পুরুষ কখনোই সহ্য করতে পারেন না:



১. মিথ্যাবাদী নারী
মিথ্যাচার একজন নারীর সবচেয়ে ক্ষতিকর স্বভাবগুলোর একটি। একজন মিথ্যাবাদী নারী শুধু তার স্বামীর আস্থা হারান না, বরং স্বামী পরিবার ও সমাজে সম্মান ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন। সত্য সম্মান ও সম্পর্কের মূল ভিত্তি।



২. উদাসীনতা ও অবহেলা
যে নারী নিজের প্রতি, পোশাক-আশাক, স্বাস্থ্য কিংবা ঘরের পরিচ্ছন্নতা—কোনো কিছুতেই যত্নশীল নন, তিনি ধীরে ধীরে পারিবারিক জীবনে বিরক্তির কারণ হয়ে ওঠেন। একজন সচেতন নারী তার পরিবেশ ও নিজের প্রতি যত্নশীল থাকেন।



৩. অতিরিক্ত সন্দেহপ্রবণতা
যে নারী নিজের স্বামীকে সবসময় সন্দেহের চোখে দেখেন, তার ফোন, পকেট, অফিস ফাইল এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি ও গোয়েন্দা গিরি করেন—তিনি একটি স্বাভাবিক সম্পর্ককে বিষাক্ত করে তুলেন। বিশ্বাস ছাড়া ভালোবাসা ও সম্পর্ক কোনোটি টিকে না।



৪. সর্বক্ষণ অভিযোগ করা অভ্যাস
দিনের শুরু থেকে রাত পর্যন্ত যিনি শুধু অভিযোগই করে যান—স্বামী দেরিতে ফিরেছে, সময় দেয় না, কিছুই কেনে না , আগের মত ভালবাসে না , তার পরিবারকে সম্মান করে না , এবং আরো অন্যান্য —এই অভ্যাস সংসারে শান্তি নষ্ট করে। একজন ইতিবাচক নারী সমস্যা নয়, সমাধানের পথ দেখান।



৫. অযাচিত চাপ ও নেতিবাচকতা ছড়ানো
এমন স্ত্রী, যিনি প্রতিনিয়ত স্বামীর সামনে পারিবারিক সমস্যা, বাপের বাড়ির ঝামেলা বা প্রতিবেশীর সমস্যার কথা বলেই চলেন, তিনি স্বামীর মনে অতিরিক্ত চাপ তৈরি করেন। একজন বুদ্ধিমান স্ত্রী জানেন কখন কোন কথা বলতে হবে, একজন বুদ্ধিমান স্ত্রী ভালোভাবেই জানেন যে কিভাবে তার স্বামীকে দুঃখ ও দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে ।



৬. অকৃতজ্ঞতা ও অসন্তোষ প্রকাশ
যে নারী স্বামীর উপার্জন, উপহার, ভালোবাসা—কোনো কিছুকেই স্বীকৃতি দেন না বরং সবকিছুতে ত্রুটি খুঁজে বেড়ান, তিনি ধীরে ধীরে সম্পর্ককে ঠেলে দেন ভাঙনের দিকে। অকৃতজ্ঞতা একটি সম্পর্কের সবচেয়ে বড় শত্রু।



👑 সব নারীই চায় তার স্বামীর কাছে রাণীর মতো সম্মান পেতে। কিন্তু রাণী হতে হলে নিজেকে রাণীর মতো গুণে গুণান্বিত করতে হয়।
যেসব অভ্যাস সম্পর্কের জন্য ক্ষতিকর, সেগুলো পরিবর্তন করে একজন সাধারণ নারীও হয়ে উঠতে পারেন একজন অসাধারণ জীবনসঙ্গিনী।



🌸 পোস্টটি ভালো লাগলে লাইক দিয়ে জানান, মতামত লিখুন কমেন্টে এবং শেয়ার করে অন্যদেরও সচেতন হওয়ার সুযোগ করে দিন।

#সুখী_সংসার_স্ত্রীর_হাতে
#জ্ঞানী_স্ত্রী_সংসারের_রানী


#সংসার_চলে_ভালোবাসায়_না_অভিযোগে_নয়

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
23/06/2025

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?

বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দু&%র্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?

বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?

বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?

বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মা&%রাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?

বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?

বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?

বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন। আমীন।

বিবাহ বিচ্ছেদ করার আগে ভাবুনঃতালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি...
16/06/2025

বিবাহ বিচ্ছেদ করার আগে ভাবুনঃ
তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি কেন তালাক হলো এর ৭২% তালাক হয়েছে ভুল বুঝা বুঝি একে অপরকে অসন্মান করা।

আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।

মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।
১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅। আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। জারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই।

প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমজতা করা যায় কিনা। সজতার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন।

দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি। অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।

অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

সংগৃহীত।

25/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

24/05/2025

সঙ্গ দোষে লোহা ভাসে!

03/04/2025

প্রেম নদীতে ঝাপ দিও না সইগো
সাতার না জেনে !!!!
ও তুমি প্রানে নাহি বাচিবা
ডুবিয়া মরিবা ভাসিয়া যাইবা শেষে স্রোতেরও টানে ।।

03/04/2025

কর্পোরেট জগতে টিকে থাকতে হলে, কাজের সাথে থাকতে হবে বুদ্ধিও!

অফিস এমন একটা জায়গা, যেখানে সবাই একসঙ্গে কাজ করে, কিন্তু সবার উদ্দেশ্য এক নয়। কেউ নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যায়, কেউ তোষামোদ করে সুযোগ নেয়, আবার কেউ অন্যকে নিচে নামিয়ে নিজের জায়গা পোক্ত করতে চায়।

বাস্তবতা হলো—অফিস পলিটিক্স এড়ানো যায় না। মুখের হাসির আড়ালে অনেকেই শুধুই তথ্য সংগ্রহকারী। আজ বন্ধুসুলভ আচরণ করলেও, কাল সেই তথ্যই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই কাকে বিশ্বাস করবেন, কতটুকু বলবেন—সেটা বুঝে নেওয়া জরুরি।

সবার সাথে ভালো সম্পর্ক রাখুন, কিন্তু ব্যক্তিগত বিষয় শেয়ার করার আগে দু’বার ভাবুন। অফিসে সতর্ক থাকাটাই স্মার্টনেস!

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
28/02/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/10/2024
15/08/2024

আলোচিত শিল্পগ্রুপ এস আলমের প্রভাবে সাতটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে চলতি হিসাব ঋণাত্মক রেখেই বিনা বাধায় লেনদেন ক.....

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ---------------------...
07/02/2024

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
-------------------------
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ

১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।

©

28/10/2023

আজ ১ মাস হয়ে গেছে আসবে বলেছিল বিকাশের একজন ডিএসও। সে এখনো আসতে পারে নাই। আমি বিকাশের এজেন্ট নিতে চাই,নতুন বাজার মাওনা তে। কেউ কি বলতে পারবেন কোথায় জানাতে হবে ডিএসও ঠিক মত গ্রহক সেবা দিতেছে না bKash Limited

সফলভাবে শেষ হলো স্মার্ট জেলা বাস্তবায়ন সংক্রান্ত টাঙ্গাইল জেলার মতবিনিময় সভা। জেলা প্রশাসন, টাঙ্গাইল (জেলা প্রশাসক টাঙ্গ...
03/05/2023

সফলভাবে শেষ হলো স্মার্ট জেলা বাস্তবায়ন সংক্রান্ত টাঙ্গাইল জেলার মতবিনিময় সভা। জেলা প্রশাসন, টাঙ্গাইল (জেলা প্রশাসক টাঙ্গাইল) এর আয়োজনে তোড়জোড় প্রস্তুতির সাথে চলছে স্মার্ট জেলা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম।


Address

Ghatail
Tangail
1983

Alerts

Be the first to know and let us send you an email when YT WHITE BOARD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YT WHITE BOARD:

Share

Category