Tasfin Story

Tasfin Story আসসালামু আলাইকুম 🫡

01/08/2025

বর্তমান পরিস্থিতিতে মিডিয়ায় নিউজ দেখলেই বিশ্বাস করবেন না। Ahmadullah

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান। অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ।পুরুষ শিক্ষক মেয়েদের শাড়...
24/07/2025

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান। অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

পুরুষ শিক্ষক মেয়েদের শাড়ি ব্লা*উজ পরে নাচছে। নারী শিক্ষক তার সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্ভট নাচানাচি করছে।

স্বামী-স্ত্রী শোবার ঘরে রাতের পোশাক পরে দুজন আহ্লাদী সংলাপ দিয়ে মানুষের মনোযোগ নেয়ার চেষ্টা করছেন।

এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানেরা ম্যাচিং করে পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন, পোশাকটা অনেকের কাছে আনস্মার্ট বা হাস্যকর লেগেছে আর ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেই পোস্ট ভাইরাল। কার পোস্টে কার সম্মান ভুলুন্ঠিত হচ্ছে, সেদিকে খেয়াল নেই।

পর‍্যাঙ্ক ভিডিওর নামে আচমকা মানুষকে বিব্রত করছে অনেকে। সেই বিব্রতকর নিষ্পাপ চেহারা নিয়ে অনেকে হা হা রিয়্যাক্টে বন্যা বইয়ে দিচ্ছে।

কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ভালো কথা। কিছু অর্থ বাড়তি উপার্জন হলে তো সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আপনি যেটাতে বিশেষ পারদর্শী, সেটা যদি রুচির মধ্যে থেকে ঝড় তুলে ফেলেন, সেটাই তো সার্থকতা।

আমাদের অনুভূতির সীমা-পরিসীমা সম্পর্কে আমাদের যথাযথ ধারণা খুব জরুরি, খুব।

21/07/2025
সম্প্রতি Ananymous নামের এক পেইজ থেকে প্রেডিকশন টাইপ পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে আজকের ইস্যুতে!তারা একদিন আগে বলেছিলো কোনো...
21/07/2025

সম্প্রতি Ananymous নামের এক পেইজ থেকে প্রেডিকশন টাইপ পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে আজকের ইস্যুতে!

তারা একদিন আগে বলেছিলো কোনো এক বিল্ডিং-এ ত্রুটিজনিত কারণে অনেক শিশু মারা যাবে!

আমরা, বাঙালীরা সেটাকেই আজকের দিনের ঘটনার সাথে মিলিয়ে ধুমসে শেয়ার দিয়ে যাচ্ছি, আর সে কি অবাক হচ্ছি এই ভেবে "ওমাইগড ওই পেইজ কিভাবে আগেই সব জানলো"!!

ভাই, এসব পোস্ট শেয়ার করার আগে কমনসেন্স ব্যবহার করেন!

আজকের দুর্ঘটনা বিমান বিধ্বস্ত হওয়ার, হয়েছে বিল্ডিং এর সমস্যায় না, এছাড়াও পোস্টে কোনো দেশের কথা উল্লেখ নেই।

শুধু শুধু হাইপ তুলে, ওদের ফালতু প্রেডিকশনকে দেশের সিকিউরিটি থ্রেটে পরিনত কইরেন না।

পরে দেখা যাবে, ওরা ওদের প্রেডিকশন বাস্তবায়নে বো*ম্বিং, হ//ত্যা সহ নানাবিধ অপকর্ম নিজেরাই বাস্তবায়ন করবে আর বলবে এই যে আমাদের প্রেডিকশন সত্য!!

আর ওদের পেইজের এডমিনলিস্ট বের করার জন্য বাংলাদেশের সাইবার

টিমগুলোও কাজ করছে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তিনজন এডমিনের একজন নাইজেরিয়ার, একজন আমেরিকান এবং অন্যজনের লোকেশন হাইড করা। আল্লাহ আমাদের এসব অবান্তর ভবিষ্যৎবানী বিশ্বাস করা থেকে দূরে রাখুক। আমিন

😭🥲🤲🤲
21/07/2025

😭🥲🤲🤲

20/07/2025

কথাগুলো শুনে অনেক ভালো লাগলো নেতা তো এমন হওয়া উচিত।

17/07/2025

কঠিন হৃদয় নরম করার উপায় | Mizanur Rahman Azhari

16/07/2025

''আলহামদুলিল্লাহ'' আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন।

16/07/2025

একটা মে*য়ে*র জন্য কেন আপনি আপনার জীবনটা নষ্ট করবেন ??

14/07/2025

তুমি তো আমাদের সেই আল্লাহ।

Address

Tangail

Telephone

+8801739331224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasfin Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasfin Story:

Share