10/09/2025
তোরই অবহেলার কারণে শয়তানের প্ররচোনায় পড়ে একটা পাপ/খারাপ কাজ করে ফেলেছিলাম ।
তার জন্য কতবার তওবা করলাম ।
কত শারিরীক মানসিক আঘাত সহ্য করলাম ।
কত অপমান অপদস্থ করলি ।
কত অভিশাপ দিলি ।
পদে পদে খোঁচা মারলি ।
কিন্তু আজ তো সবই শেষ করে দিলি ।
সবার কাছে আমারে জঘন্য বানাইয়া দিলি ।
সবকিছু ভুলে স্বার্পরের মতো কেনো এমন করলি !!!!