RIFAT EFAT

RIFAT EFAT ALHAMDULLILA FOR EVERYTHING

15/07/2025

16/04/2025
24/03/2025

❤️❤️

17/03/2025

জীবনসঙ্গী এমন হওয়া উচিত...
ঠিক তালা চাবির মতো— ভেঙে যাবে তবুও অন্য চাবি দিয়ে খুলবে না। তেমনি হৃদয়ে মানুষকে এমন ভাবে জায়গা দেওয়া উচিত... হাজারো বাঁধা এলেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা কখনো মাথায় আসবে না।

জীবনে এইভাবে ভালো থাকতে হলে রূপবতী ও গুনবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটাই বেশি জরুরি।

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
08/03/2025

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই।

২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই।

একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।

দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে।

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!

মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে!

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না | এই কথাটা অনে...
08/03/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে
আর নিজের থাকেনা,
বৌয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও
মেয়ে কোনোদিন পর হয়না |
এই কথাটা অনেকেই বলেন,
কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন,
আপনি যদি মেয়েকে কিছু দেন
তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা,
মেয়ে সুখে থাকলেই আপনি সুখি,
আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে
কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে
সেটাকে নিজের সমস্যা মনে করেন,
মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে,
জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন
আর ভাবেন যে একটা সময়
ছেলে এর বিনিময়ে কিছু দেবে,
অনেক সময় দাবীও করেন,
মনেও করিয়ে দেন যে তোর পিছে
এতো খরচা করেছি |
ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন | ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয়
যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,
তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা
অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে |
ছেলে বৌ কতটা সুখে আছে
এটা নিজেদের সঙ্গে তুলনা করে,
ছেলের বিবাহিত জীবনে সুখ
কতজন সহ্য করেতে পারে |
ছেলের বিপদে ছেলেকে একা করেন
কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান |

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা,
কোন দায়িত্ব আরোপ করেননা,
তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয়
আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে
আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন,
এখন ছেলে সেটা দিতে না পারলে
অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও
যেটুকু পারছেননা সেটুকু ভেবেই
ভাবেন যে ছেলে অনেক খারাপ |

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা
দিতে হলেও কি মেয়েকে পরে বলে
তোর জন্য এতো খরচা করেছি,
ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে |

“Right person will never leave you in any situation.”
08/03/2025

“Right person will never leave you in any situation.”

07/03/2025

সিজদার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে,.
আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন...!আর আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ শুনছেন...!

সুবহানআল্লাহ..!

💞
07/03/2025

💞

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIFAT EFAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share