MMI TV officials

MMI TV officials My education, SSC-2007, HSC-2009, BBA -2010 to 2014

যারা আওয়ামীলীগের পক্ষে আজকে আন্দোলন করেন তারা দেশ সম্পর্কে কিছু কি জানেন? তারা যদি হাসিনার আসল রুপ দেখতেন তাহলে হয়তো বুঝ...
28/01/2025

যারা আওয়ামীলীগের পক্ষে আজকে আন্দোলন করেন তারা দেশ সম্পর্কে কিছু কি জানেন? তারা যদি হাসিনার আসল রুপ দেখতেন তাহলে হয়তো বুঝতেন, হাসিনা কেমন দেশপ্রেমিক? একটু মনযোগ দিয়ে পড়ুন
কি হয়েছে? সেই দিন।
্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেইফ এক্সিটের জন্য অনেক বার রিকুয়েস্ট করে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজেক্ট করে দেয়।
পরদিন সকালে #আর্মি #নেভি এয়ারফোর্স এবং #পুলিশ চিফ গণভবনে যায়।
তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচন্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন।
পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের তাদের #অস্ত্র_লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ ও তাদের অস্ত্র লোড রাখে সেই মুহূর্তে #চার বাহিনীর চিফ গণভবনে আসলে।এসএসএফ তাদের দিকে অস্ত্র তাক করে।
কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্সও।
দুই বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা।
তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান। এরপর সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়।
#জয় সেনাপ্রধানকে বলেন “তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে; দেখে নিব” জবাবে সেনাপ্রধান জয়কে বলেন “ #জয় শান্ত হও। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
এই মুহূর্তে হয় ম্যাডাম (শেখ হাসিনা) রিজাইন দিবেন, নয়ত আমি স্টেপ আউট করব।
তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে। আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে হ ত্যা করবে” পরবর্তীতে।
কোন উপায় না পেয়ে শেখ হাসিনা পদত্যাগ করেন।
এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্বে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন "আমি চলে যাওয়ার এক মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী ২০-২৫ বছরে দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে" ―
সকলের নিকট সংবাদটি পৌঁছেদিন,কত বড় জালেম থেকে আল্লাহ আমাদেরকে হিফাযত করেছেন আমীন।🙏

22/01/2025

আমাদের দেশটা সপ্নপুররী

17/01/2025
17/01/2025
জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ। ’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের ক...
15/01/2025

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।

’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

10/01/2025

আমার কেমারায় ধারণ করা শিশুদের ছবি,এরা কুরআনের জাতীয় হাফেজ হয়েছে। আমরা সবাই তাদের ও তাদের মা-বাবার জন্য দোয়া চাই

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when MMI TV officials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share